চীন থেকে আমেরিকা ট্রেন যাবে পানির নিচ দিয়ে !

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৯:১৯ রাত

পানির নিচ দিয়ে চলবে ট্রেন। তাও আবার হাজার হাজার মাইল দূরের পথ। পাশ দিয়ে ঘুরে রেড়াবে নীল তিমি, হাঙ্গর, অক্টেপাসসহ নানা রকম সামুদ্রিক প্রাণী। কী রোমাঞ্চকরই না হবে বিষয়টা! কল্পনা মনে হলেও এমনটি ঘটতে যাচ্ছে।

চীন সম্প্রতি সমুদ্রের নিচ দিয়ে ট্রেনলাইন করার পরিকল্পনা করেছে। ট্রেনলাইনের দৈর্ঘ্য হবে ৮ হাজার কিলোমিটার। এর মধ্যে ১২৫ কিলোমিটার থাকবে পানির নিচে। ওই ট্রেনলাইনের মাধ্যমে চীন থেকে আমেরিকা ও কানাডার মধ্যে যোগাযোগ স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও বেইজিং টাইমস

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342126
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৮
অপি বাইদান লিখেছেন : নাস্তিকরা চীন থেকে আমেরিকায় সমুদ্র রেল তৈরি করছে। আর আল্লার মুমিনরা বোরাক পাখি নিয়ে এখনো বৈজ্ঞানিক গবেষণায় মশগুল।
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৬
283530
আকবার১ লিখেছেন : @অপি বাইদান , you are bank teller.
What a good scientists!!!!!!
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৯
283533
বিনো৬৯ লিখেছেন : আল্লার মুমিনরা কি তোমারে পাছা মারছে? মুমিনরা রে লয়া এত চুলকানি ক্যান তোমার? ব্লাডি রাবিশ!!!
342131
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৬
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২০
283534
বিনো৬৯ লিখেছেন : Happy Happy Happy Happy Happy
342155
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:১১
শেখের পোলা লিখেছেন : হতেও পারে৷ আমাদের সুবিধাই হবে৷
342168
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৯
হতভাগা লিখেছেন : চীনা মাল , ২ নং হবার সম্ভাবনাই বেশী ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File