ব্রেকিং!!! ব্রেকিং!!! ব্রেকিং !!! অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাঁদের বাংলাদেশ সফর আপাতত বাতিল করেছে! কিন্তু কেন???
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৯:৩৭ সন্ধ্যা
ক্রিকেট অস্ট্রলিয়া তাঁদের বাংলাদেশ সফর আপাতত বাতিল করেছে। অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে তাঁর দলের নিরাপত্তা নিয়ে শংকা বোধ করায় এ সফর 'সাময়িকভাবে' স্থগিত করা হল।
তাঁরা বলেছে, 'সফরকারী অস্ট্রলিয়া দল নাকি বাংলাদেশে সশস্ত্র জঙ্গি দলের শিকার হতে পারে।'
ব্যপারটি চরম বিস্ময় হয়ে এসেছে ক্রিকেট-সংশ্লিষ্ট সব মহলের কাছে। তাঁরা বলেছে, 'বাংলাদেশে আদৌ কোনও নিরাপত্তা ঝুঁকি আছে কিনা- এমন কোনও সংবাদ আমাদের জানা নেই। তারপরও হঠাৎ কেন অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বিলম্ব বা বাতিল করল সেটি কারো বোধগম্য নয়!!!'
উল্লেখ্য, আগামি ২৮ই সেপ্টেম্বর ২ টেস্টের সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে যাত্রা করার কথা ছিল।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জঙ্গি রাষ্ট্রের তকমা লাগানোর জন্য হয়তো কোন লবিস্ট নিয়োগ দিয়েছে তার ফল হয়তো এইটা
কারন ওর মার তো টাকার অভাব নাই ওর নকল বাবা মারা গেলেও ১৭ কোটি লোক কি ওর মার চৌদ্দ গুষ্টির কিছু হয় ২২১ জন সঙ্গি নিয়ে সফর !!!
তেল মারা হবে গরম করে
সোজা কথা - ভয় পাইছে । সেটা অন্য ছুঁতো দিয়ে ঢাকার চেষ্টা করেছে ।
মন্তব্য করতে লগইন করুন