মেইন কথাটা হইল, এতদিন কিভাবে ডক্টর জাকির নায়েক ভারতে তাঁর কার্যক্রম চালালেন!

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১২ জুলাই, ২০১৬, ১০:৪৮:০৪ রাত

ভাবতাম, ভারতের মাটিতে বসে, এতটা বীরদর্পে ডক্টর জাকির নায়েক কিভাবে ইসলামী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন!

অনেকটা কুমিরের কান টেনে ধরে জলে রাজত্ব করার মতন। তারমানে কি সত্যিই জাকির নায়েক 'ইহুদি-খ্রিষ্টানদের দোসর'?

উত্তরটা পেতে একটু সময় লেগেছে। তবে জবাবটা পেয়ে গেছি মোক্ষম। আসলে কায়দামত পেঁচিয়ে ধরার অপেক্ষায় ছিল শকুনেরা। সুযোগ এসে গেছে, আর হাতছাড়া করেনি।

ডক্টর জাকির নায়েক জঙ্গিবাদ উস্কানিদাতা? হা হা হা.

দুনিয়াটা সত্যিই লুল হয়া গেছে!!!

বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374492
১২ জুলাই ২০১৬ রাত ১০:৫২
বিন হারুন লিখেছেন : জাকির নায়েকের ভক্ত তাই পিস টিভি বন্ধ, নায়ক-নায়িকাদের সাথে সেলফি তবে তাদের কার্যক্রমে কোন বিধি-নিষেধ নেই.জাকের নায়েককে সবাই চেনে তাই অপরাধ ঢাকার এটাই পথ. IS = INDIAN STUDENT
১২ জুলাই ২০১৬ রাত ১০:৫৫
310667
বিনো৬৯ লিখেছেন : যথার্থ বলেছেন ব্রাদার!
374503
১৩ জুলাই ২০১৬ রাত ০১:৫৫
কুয়েত থেকে লিখেছেন : যথার্থ বলেছেন আসলে কায়দামত পেঁচিয়ে ধরার অপেক্ষায় ছিল শকুনেরা। সুযোগ এসে গেছে আর হাতছাড়া করেনি। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:২৩
310699
বিনো৬৯ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও। আপনার ভাললাগা প্রকাশ করার জন্য
১০ আগস্ট ২০১৬ রাত ০৩:২০
311860
কুয়েত থেকে লিখেছেন : দুয়া রাখবেন। জাঝাকাল্লাহ খইর।
374507
১৩ জুলাই ২০১৬ সকাল ০৫:০৩
শেখের পোলা লিখেছেন : ষ্টার জলসা ও জি টিভি পাশ ডিসকো হুজুরেরা জাকির নায়েকের ওয়াজে জঙ্গীর গন্ধ আবিষ্কার করে ফেলেছে। আল্লাহ তাদের হেদায়েত দিক।
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:২৩
310700
বিনো৬৯ লিখেছেন : আল্লাহ সবাইকে সুবুদ্ধি দিন
374517
১৩ জুলাই ২০১৬ সকাল ০৯:৫৭
হতভাগা লিখেছেন : ভারতীয় গোয়েন্দা সংস্থা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের বিন্দিমাত্র সত্যতা পায় নি

http://www.amardeshonline.com/pages/details/2016/07/13/344029#.V4W6udJ96M8

এর ফলে হয়ত ভারতে পিস টিভি আবার চালু হয়ে যাবে । কিন্তু ১২ হাত কাঁকুড়ের ১৩ হাত বিচি ওয়ালারা কি সেটা গিলতে পারবে ?
374527
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:২৪
বিনো৬৯ লিখেছেন : নাহ, পারবেনা। বরং এটা এখন বদ হজম হতে শুরু করবে ওদের জন্য!
374549
১৩ জুলাই ২০১৬ রাত ০৮:১৮
প্রক্সিমা লিখেছেন : পিচ টিভি ইন্ডিয়াতে চালু হলেও বাংলাদেশে চালু হবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File