দুনিয়ার শ্রেষ্ঠ ১০ দিন।
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪২:১৫ রাত
দুনিয়াতে মানুষ কত ডে/দিন/দিবস পালন করে, মেরিজ ডে, জন্মদিন, মৃত্যুদিবস, শোক দিবস, স্বাধীণতা দিবস, বিজয় দিবস, ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস, ক্যন্সার দিবস, আরো কত হাবিযাবি দিবস পালন করা হয়, তার কোন হিসেব নেই।
এ দিবসগুলো মানুষের মনগড়া, কিছু কিছু দিবসে দুনিয়ার ধান্ধা থাকলেও আখিরাতের ধান্ধা বা কল্যান একেবারেই নেই।
ইসলামী শরীয়তে কিছু দিবস আছে, যেগুলোর গুরুত্ব অপরিসীম। যেমন আশুরা, রমজানের দিনগুলো, শবে ক্বদর, মতান্তরে শবে বরাত, যিলহজ্বের প্রথম দশদিন ইত্যাদি।
হাদিসে এসেছেঃ দুনিয়ার দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হল যিলহজ্বের প্রথম দশদিন।
এই দিনগুলিতে অনেক আমলের কথা হাদিসে পাওয়া যায়। তন্মধ্যে এখানে কিছু আমলের কথা উল্লেখ করা হলঃ
বেশি বেশি তাসবীহ (সুবহানাল্লাহ) পাঠকরা , বেশি বেশি তাহমীদ (আলহামদুলিল্লাহ) পাঠ করা, বেশি বেশি তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) পাঠ করা ও বেশি বেশি তাকবীর (আল্লাহু আকবার) পাঠ করা।
এ চারটি বাক্য আমরা পৃথক ভাবেও পাঠ করতে পারি, আবার একত্রে এভাবেও পাঠ করতে পারিঃ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
أربع كلمات بفضائل عظيمة سبحان الله , والحمد لله , ولا إله إلا الله , والله اكبر
তাকবীরের ব্যপারে বিশেষ বাক্যাবলিও রয়েছে, যাহা ايام تشريق (আইয়ামে তাশরীক) তথা ৯ই যিলহাজ্ব ফজর থেকে ১৩ যিলহাজ্ব আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পড়া ওয়াজিব।
তাকবীরে তাশরীকের শব্দাবলী হাদিসে এভাবে এসেছে,
যতটুকু সম্ভব আমল করে নিজেদের নেকীর পাল্লা ভারী করা দরকার। সময় কিন্তু বয়ে যাচ্ছে। আল্লাহ তায়ালা আমাদের তাওফীক দান করুক। আমীন।
বিষয়: বিবিধ
১৯২০ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ।
অন্তত আরাফার দিন, মানে ৯যিলহজ্ব, আগামী বুধবার। আরাফার দিনের যোজার ফজিলতের বর্ণনায় আছে যে, পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছর এর ছগীরাহ গুনাহগুলো আল্লাহ তায়ালা ক্ষমা করবেন।
শুকরিয়া।
আল্লাহুম্মা আমীন।
অন্তত আরাফার দিন, মানে ৯যিলহজ্ব, আগামী বুধবার। আরাফার দিনের যোজার ফজিলতের বর্ণনায় আছে যে, পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছর এর ছগীরাহ গুনাহগুলো আল্লাহ তায়ালা ক্ষমা করবেন।
শুকরিয়া।
সুন্দর এবং সংক্ষিপ্ত চমৎকার পোস্টটির জন্য জাযাকাল্লাহু খাইর!
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আপনাদের লিখা পড়ে শেষ বেলায় আমারও সংক্ষেপে কিছু লিখার বাসনা জাগলো।
আমার বিশ্বাস, অত্র দিনগুলিতে আপনি আমলের বেলায় সর্বাগ্রামী। দোয়ার আরয রইল। জাযাকিল্লাহ খাইর।
আল্লাহ আপনাকে উপযুক্ত পুরুষ্কারের পুরুষ্কৃত করুন এবং আমাদের সকলের যা কিছু সওয়াব/নেকি উপার্জিত হবে তার ইক্যুয়াল কিংবা তারো বেশী নেকি আপনার খাতায় লিপিবদ্ধ করার ব্যবস্থা করুন।
সুন্দর আমল রিমাইন্ড করার জন্য ধন্যবাদ।
জাযাকাল্লাহ খাইর।
মারভেলাস হয়েছে জান্নাতের আব্বু ভাইয়া
এইটা কি হল! আমি আবার রিপ্লাই করছি...
আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
মারভেলাস কি! বুঝিনাই
ভাইয়া ভুল হয়ে গেচে আপনিইইই ঠিককককক
ছোটটটট শ্যালিকা জানের খবর পাইনা কেনু
আপনার কি খরব? ভালো আছেন তো!
সুন্দর মন্তব্যটির জন্য শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন