দিনে দিনে আমি পর্নো এডিক্টেড হয়ে যাচ্ছি। এ থেকে পরিত্রাণের উপায় কী?
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১৮ আগস্ট, ২০১৫, ১২:২৮:৫৪ রাত
কিছু ব্যপারে সবাই মুখ ফুটে বলতে পারেনা। কিছু বিষয় একান্ত ব্যক্তিগত হয় বলে সেখানে অন্যের মাথা ঘামানো কারো পছন্দ নয়।
আমি আবার ব্যতিক্রম। নিজের অপরাধগুলো সহজে স্বীকার করে নিই। এই স্বীকার করে নেওয়ার পেছনে আমার একটি মহৎ উদ্দেশ্য আছে। সেটি হল নিজেকে শুধরে নেওয়া।
ইদানিং একটি বিরাট প্রব্লেমে পড়েছি। মা-বাবা, ভাই-বোন; পরিবারের কেউ কাছে নেই বলে আমি খুব নিঃসঙ্গ হয়ে গেছি। আর নিঃসঙ্গতা এড়ানোর আধুনিক উপায় হল ইন্টারনেটে মজে যাওয়া।
ইউটিউবে ইচ্ছেমত, পছন্দমত ভিডিও দেখা। মানে নাচ-গান, নাটক-সিনেমা, মনমতো আরো যত ভিডিও দেখা যায়।
সমস্যাটি হল, এই নাটক-সিনেমা দেখতে দেখতে একটা সময় মানুষ অবশ্যম্ভাবীভাবে পর্নো দেখতে শুরু করে। আমিও দেখতে শুরু করেছি। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, এখন পর্নো বা অশ্লীল ভিডিও ছাড়া ভাল কোনো ভিডিও দেখার ইচ্ছে হয়না।
ব্যপারটি আমার নিজের কাছেই যথেষ্ট নোংরা মনে হচ্ছে। তথাপি আমি এটা ছাড়তে পারছিনা।
আপনাদের কাছে কথাগুলো বলার একটাই কারণ, আপনাদের কারো কাছে যদি এ থেকে পরিত্রাণের ভাল উপায় জানা থাকে, প্লীজ আমাকে জানাবেন। আমি ভাল মানুষদের হেল্প চাই।
বিভিন্নভাবে চেষ্টা করেও আমি এটা বাদ দিতে পারছিনা। বরং দিনে দিনে আমি যেন আরো বেশি এডিক্টেড হয়ে যাচ্ছি। আপনারা আমাকে যা-ই মনে করুন, আমি আমার মনের দিক থেকে পরিস্কার। মানে, আপনাদের কাছে কথাগুলো প্রকাশ করেছি শুধুমাত্র একটি ভালো সমাধান পাওয়ার উদ্দেশ্যে।
যার একটি সৎ পরামর্শ আমাকে এই অনৈতিক কাজ থেকে বিরত থাকায় সাহায্য করবে, তার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ থাকব।
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Please watch this video
(বিঃদ্রঃ সেপ্টেম্বরের মাঝামাঝিতে সানি আসছে দলবল সহ , ১৫০০০ টাকা প্রতি টিকিট)
আপনি একাকিত্ব ত্যাগ করুন। একটু কষ্ট করে হলেও আযানের সাথে সাথে মসজিদে যান, মসজিদের কিছু কাজ নিজ উদ্বোগে করুন, যেমন মসজিদ ঝাডু দিন, ওজুখানা পরিস্কার করুন। আগে আসা মুসল্লিদের সাথে কিছু আলাপ আলোচনায় ব্যস্ত থাকুন।
ঘুমানো ছাড়া একাকি একদম হবেন না, পারলে মসজিদের ইমাম সাহেবের সাথে দুনিয়া ও আখিরাতের ভিবিন্ন বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত থাকুন।
অর্থাৎ সবসময় নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। যাতে করে কম্পিউটার বা মোবাইলে নেট ব্যবহারের সময় পাওয়া যায়, এভাবে এক সাপ্তাহ ট্রাই করুন। ইন শা আল্লাহ, পরিবর্তন অবশ্যই হবে।
আল্লাহ তায়ালা আপনাকে সঠিক পথে পরিচালিত করুক।
মন্তব্য করতে লগইন করুন