দিনে দিনে আমি পর্নো এডিক্টেড হয়ে যাচ্ছি। এ থেকে পরিত্রাণের উপায় কী?

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১৮ আগস্ট, ২০১৫, ১২:২৮:৫৪ রাত

কিছু ব্যপারে সবাই মুখ ফুটে বলতে পারেনা। কিছু বিষয় একান্ত ব্যক্তিগত হয় বলে সেখানে অন্যের মাথা ঘামানো কারো পছন্দ নয়।

আমি আবার ব্যতিক্রম। নিজের অপরাধগুলো সহজে স্বীকার করে নিই। এই স্বীকার করে নেওয়ার পেছনে আমার একটি মহৎ উদ্দেশ্য আছে। সেটি হল নিজেকে শুধরে নেওয়া।

ইদানিং একটি বিরাট প্রব্লেমে পড়েছি। মা-বাবা, ভাই-বোন; পরিবারের কেউ কাছে নেই বলে আমি খুব নিঃসঙ্গ হয়ে গেছি। আর নিঃসঙ্গতা এড়ানোর আধুনিক উপায় হল ইন্টারনেটে মজে যাওয়া।

ইউটিউবে ইচ্ছেমত, পছন্দমত ভিডিও দেখা। মানে নাচ-গান, নাটক-সিনেমা, মনমতো আরো যত ভিডিও দেখা যায়।

সমস্যাটি হল, এই নাটক-সিনেমা দেখতে দেখতে একটা সময় মানুষ অবশ্যম্ভাবীভাবে পর্নো দেখতে শুরু করে। আমিও দেখতে শুরু করেছি। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, এখন পর্নো বা অশ্লীল ভিডিও ছাড়া ভাল কোনো ভিডিও দেখার ইচ্ছে হয়না।

ব্যপারটি আমার নিজের কাছেই যথেষ্ট নোংরা মনে হচ্ছে। তথাপি আমি এটা ছাড়তে পারছিনা।

আপনাদের কাছে কথাগুলো বলার একটাই কারণ, আপনাদের কারো কাছে যদি এ থেকে পরিত্রাণের ভাল উপায় জানা থাকে, প্লীজ আমাকে জানাবেন। আমি ভাল মানুষদের হেল্প চাই।

বিভিন্নভাবে চেষ্টা করেও আমি এটা বাদ দিতে পারছিনা। বরং দিনে দিনে আমি যেন আরো বেশি এডিক্টেড হয়ে যাচ্ছি। আপনারা আমাকে যা-ই মনে করুন, আমি আমার মনের দিক থেকে পরিস্কার। মানে, আপনাদের কাছে কথাগুলো প্রকাশ করেছি শুধুমাত্র একটি ভালো সমাধান পাওয়ার উদ্দেশ্যে।

যার একটি সৎ পরামর্শ আমাকে এই অনৈতিক কাজ থেকে বিরত থাকায় সাহায্য করবে, তার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ থাকব।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336551
১৮ আগস্ট ২০১৫ সকাল ০৫:১৬
ওরিয়ন ১ লিখেছেন : অনুগ্রহপূর্বক নীচের ভিডিও টি সম্পূর্ণ দেখবেন। জীবনে অনেক ভিডিও দেখছেন, এই একটি ভিডিও দেখার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। আল্লাহ আপনার সহায় হউন। আমীন।
Please watch this video
১৮ আগস্ট ২০১৫ সকাল ১০:২৭
278397
বিনো৬৯ লিখেছেন : এখনো ভিডিওটি দেখিনি। শুধু শিরোনাম দেখে ভয় পেয়ে গেছি। অবশ্যই দেখার চেষ্টা করব। আপনার সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ।
১৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৪২
278567
ওরিয়ন ১ লিখেছেন : ভাইজান, ভিডিও টি দেখেছেন?
১৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৬
278578
বিনো৬৯ লিখেছেন : স্যরি ব্রো, এখনো দেখিনাই। দেখব অবশ্যই। Good Luck
336552
১৮ আগস্ট ২০১৫ সকাল ০৫:২৫
কাহাফ লিখেছেন : ধর্মীয় ও শারিরীক-মানষিক ক্ষতির চিন্তাটা বেশী বেশী খেয়াল করলে এ থেকে উত্তরণ পেতে পারেন!
১৮ আগস্ট ২০১৫ সকাল ১০:২৮
278398
বিনো৬৯ লিখেছেন : চিন্তাগুলো অস্থায়ী সমাধান দেয়। কিন্তু প্রবৃত্তির কাছে বারবার হার মানতে হয়।
336571
১৮ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৪
হতভাগা লিখেছেন : সঠিকভাবে নামাজ পড়া শুরু করুন , নামাজ আপনাকে অশ্লীল ও নোংরা কাজ থেকে বিরত রাখবে - ইন শা আল্লাহ!

(বিঃদ্রঃ সেপ্টেম্বরের মাঝামাঝিতে সানি আসছে দলবল সহ , ১৫০০০ টাকা প্রতি টিকিট)
336577
১৮ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
বিনো৬৯ লিখেছেন : Tongue আপনি ত আমাকে দারুণ উৎসাহ দিলেন।
336594
১৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:০২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ছোট ভাই হিসেবে একটি পরামর্শ দিতে চাই।
আপনি একাকিত্ব ত্যাগ করুন। একটু কষ্ট করে হলেও আযানের সাথে সাথে মসজিদে যান, মসজিদের কিছু কাজ নিজ উদ্বোগে করুন, যেমন মসজিদ ঝাডু দিন, ওজুখানা পরিস্কার করুন। আগে আসা মুসল্লিদের সাথে কিছু আলাপ আলোচনায় ব্যস্ত থাকুন।
ঘুমানো ছাড়া একাকি একদম হবেন না, পারলে মসজিদের ইমাম সাহেবের সাথে দুনিয়া ও আখিরাতের ভিবিন্ন বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত থাকুন।
অর্থাৎ সবসময় নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। যাতে করে কম্পিউটার বা মোবাইলে নেট ব্যবহারের সময় পাওয়া যায়, এভাবে এক সাপ্তাহ ট্রাই করুন। ইন শা আল্লাহ, পরিবর্তন অবশ্যই হবে।
আল্লাহ তায়ালা আপনাকে সঠিক পথে পরিচালিত করুক।
336685
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
বিনো৬৯ লিখেছেন : অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি পরামর্শ দিয়েছেন। আমি অবশ্যই আপনার বলা কথাগুলো পালন করার চেষ্টা করব। আমার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File