বিশ্বজিতের খুনিদেরকে ফাঁসি না দিয়ে সাকা চৌধুরিদের ফাঁসি, অবশ্যই জুডিশিয়াল কিলিং !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ আগস্ট, ২০১৫, ১২:৩৭:১১ রাত
যুদ্ধাপরাধীদের বিচারের নামে কিভাবে জুডিশিয়াল কিলিং চলছে, একটিমাত্র প্রমাণই যথেষ্ট।
বাংলাদেশিদের বুদ্ধিজগত গণশৌচাগারে পরিণত না হলে, বাকশালী স্টেটের কিলিং মিশন না বোঝার কোন কারণ নেই।
বুদ্ধিজীবিদের অব্যাহত অধপতনে আমি ক্ষুব্ধ।
ট্রাইবুন্যালের একটিমাত্র উদ্দেশ্য, জামায়াত ও বিএনপিকে পুরোপুরি ধ্বংস করে বংশানুক্রমে বাকশালী শাসন।
ইতোমধ্যেই হিজড়াদের নেতা সজীব ওয়াজেদকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য কোন চেষ্টাই বাকি নেই। যেমন তাকে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে মামলা করা। পোস্টার ছাপিয়ে রাজতন্ত্র পাকাপোক্ত করা।
জুডিশিয়াল কিলিং বুঝতে হলে হাত দিতে হবে বিশ্বজিত হত্যাকান্ডে। ওই নির্মম হত্যাকান্ডের সঙ্গে জড়িত, ছাত্রলীগের ছেলেদের নাতসী আচরণ কি দিনের আলোর মতো স্পষ্ট নয়?
চাপাতি দিয়ে যেভাবে নাতসীদের মতো খুন করলো, এরপর লীগ নাতসীগুলোকে ফাঁসি না দিয়ে কাদের মোল্লাদের পেছনে দৌড়ানোর কারণ কি?
এখানেই আওয়ামী লীগের হত্যা মিশন স্পষ্ট। অন্যথায় বিশ্বজিত হত্যকারিদেরকে এখনো জীবিত রাখার কথা নয়। বরং সর্বশক্তি নিয়োগ করে ক্যালেন্ডারে ওদের ফাঁসির দিন ধার্য করা ছিলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ফাঁসির রায় দিয়ে এটি একটি আইওয়াশ এবং সময়মতই সবকটা বেরিয়ে যাবে। শুধু একটার পর একটা ফাঁসি হতে থাকবে জোটনেতাদের।
যেন বিচারকদের খেয়েদেয়ে কাজ নেই, ক্যালেন্ডারটাও ফাঁকা, তাই কথায় কথায় যুদ্ধাপরাধীদেরকে আদালতে তোলা হচ্ছে।
আদালতের হাতে এতো সময় আছে জানতাম না।
বরং জানতাম প্রায় ৪০ লক্ষ মামলা ঝুলে আছে কিন' ট্রাইবুন্যালের ক্ষেত্রে বিচারকদের এহেন পাইকারি হারে সময় দেয়ার কারণ কি?
যেদেশে ৪০ লক্ষ মামলা ঝুলে আছে, যেদেশে বিশ্বজিত হত্যাকারিরা এখনো জীবিত, সেই দেশে সাকা চৌধুরিদের দ্রুত ফাঁসির রায়গুলো, বাকশালী জঙ্গিদের কিলিং মিশনকে চিহ্নিত করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাতসীরা যেভাবে হত্যাকান্ড চালিয়েছিলো, ছাত্রলীগ একটার পর একটা সেইধরনের কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সুতরাং প্রধান সংগঠন আওয়ামী লীগ এবং অংগসংগঠনগুলোকে নাতসী ছাড়া আর কিছুই বলা যাবে না।
বরং জাতির বুদ্ধিজগতে মহাবিপর্যয়ের কারণে বিলুপ্ত হওয়ার বদলে বাকশালী নাতসীদের অত্যাচার দেশে-বিদেশে বেড়েই চলেছে। যে কোন সুস্থ' মানুষই বলবে, বিশ্বজিতের খুনিদেরকে ফাঁসি না দিয়ে সাকা চৌধুরিদের ফাঁসি, অবশ্যই জুডিশিয়াল কিলিং।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন