ডুবন্ত মানবতা:হবে কী উত্তরণ?

লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ২২ মে, ২০১৫, ১০:১১:৫৬ সকাল

সাগরে ভাসছে হাজারো রোহিঙ্গা।অনেক বাংলাদেশী।কিন্তু সরকারের মাথাব্যাথা নেই এ বিষয়ে।সককার নিজের ভাবমুর্তি উজ্জল করতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ নেপালে ত্রাণসহায়তা পাঠাতে পারে,কিন্তু নিজের দেশের ডুবন্ত মানুষ গুলোকে সহায়তা দেয়না।তাহলে সরকার কি জনগনকে নিজেদের শত্রু হিসেবে নিয়েছে!

আমাদের সরকার যদি এতো মানবিক হয়ে থাকে তাহলে দ্বারে দ্বারে ঘুরে ফেরা রোহিঙ্গা মুসলমানদের কেন ঠাঁই দেয়না।তারা মুসলমান এটিই কি তাদের অপরাধ।যেখানে তুরষ্কের মত একটি ধর্মনিরপেক্ষ ও অপেক্ষাকৃত দূরবর্তী দেশ এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে সেখানে বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবেও কি সাহায্য করতে পারেনা।আজকে স্বরাস্ট্রপ্রতিমন্ত্রী বললেন,মালয়েশিয়ান সরকার যদি বাংলাদেশীদের ফিরিয়ে দেওয়ার ব্যপারে কিছু বলে তবে সরকার তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে।তাহলে কি ঐ অসহায় মানুষ গুলো সরকারে কাছে মূল্যহীন নয়।দেশের সরকার যেখানে জনগনের কল্যানে কাজ করবে সেখানে আজ সরকারের জনগন সম্পর্কে কোন উদ্বেগ নেই।নেই ফিরিয়ে আনার কোন উদ্যোগ।আর মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সাময়িক এ সহযোগিতা দিচ্ছে যা স্থায়ী নয়।তাহলে কি আবারো মানুষ গুলো ভেসে বেড়াবে উত্তাল সাগরে?

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File