প্রিয় ব্লগ কর্তৃপক্ষের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ..

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৩ মে, ২০১৬, ০৮:৫৭:০৭ রাত



আমি যাদের কাছে প্রিয় সর্বশেষ তেমন দু'জন হলেন:

ব্লগার সুজন কুতুবী

এবং

ব্লগার আলমগীর ইমন

তাদের ব্লগিং ইতিহাস দেখতে দিয়ে যা পেলাম:

ব্লগার সুজন কুতুবী-

পোস্ট করেছেন=৫টি

ব্লগ পঠিত হয়েছে=১০৪ বার

ব্লগে আছেন=২৮দিন

যেহেতু ব্লগ পেজে আসতে পারেননি তাই মন্তব্য ও প্রতি মন্তব্য করতে পারেন নি।

ব্লগার আলমগীর ইমন-

পোস্ট করেছেন=১১টি

ব্লগ পঠিত হয়েছে=১৬১ বার

ব্লগে আছেন=২৬দিন

যেহেতু তিনিও ব্লগ পেজে আসতে পারেননি তাই মন্তব্য ও প্রতি মন্তব্য করতে পারেন নি।

যেজন্য আমার ব্লগে লেখা: বিডিটুডে ব্লগ কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ তাদের ব্লগ পোস্ট করার সুযোগ দানের জন্য। কারণ তারা যদি হতাশ হয়ে যান তবে নতুন নতুন ব্লগার/লেখক তৈরি হবে না।

এ দু'জন ব্লগ লেখকের প্রতি অনুরোধ আপনার পোস্ট করা বন্ধ করবেন না। নিয়মিত পোস্ট করুন। দেখবেন আপনাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেছেন।

(যেহেতু তারা আমাকে প্রিয়তে রেখেছেন, তাই কিছুটা তো ঋণ শোধ করতেই হবে)

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369918
২৩ মে ২০১৬ রাত ০৯:০৬
আবু জান্নাত লিখেছেন : ভালো কাজের উদ্যেগ। ঋণ শোধ হয়ে গেছে কিন্তু।
২৩ মে ২০১৬ রাত ০৯:০৭
306978
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ-ইয়া আবি জান্নাত!
369922
২৩ মে ২০১৬ রাত ০৯:৩২
শেখের পোলা লিখেছেন : ঠিক তাই। আপনার অনুরোধে সামান্য ঠেলা দিলাম।
২৩ মে ২০১৬ রাত ১০:০৬
306984
ধ্রুব নীল লিখেছেন : আরো জোরে..........হেইও Tongue
২৪ মে ২০১৬ সকাল ১১:১৮
307020
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এ তো প্রচণ্ড চাপ,নহে সামান্য..ধন্যবাদ
369924
২৩ মে ২০১৬ রাত ১০:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তারা কি অপরাধ করেছেন যে তাদের ব্লগে লেখার সুযোগ দিবে না।
২৪ মে ২০১৬ সকাল ১১:১৯
307021
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বুঝতে পারছি না ব্যাপারটা। তবে এই পোস্টটি দৃষ্টি আকর্ষিত হয়ে আশাকরি..
369930
২৩ মে ২০১৬ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতগুলা পোষ্ট এর পর তো মেইন পেজে আসার কথা।
২৪ মে ২০১৬ সকাল ১১:২০
307022
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সেটাই তো কথা!
369931
২৩ মে ২০১৬ রাত ১১:১৬
মো সারোয়ার হোসেন লিখেছেন : ভালো লাগলো|| ধন্যবাদ||
২৪ মে ২০১৬ সকাল ১১:২২
307023
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ..
369934
২৪ মে ২০১৬ রাত ১২:৪৬
ইরফান ভাই লিখেছেন : মনে মডু সাহেব নিরেপেক্ষ হয়ে পশ্চিমা ভিসা নিশ্চিত করতে চাচ্ছে!!!
২৪ মে ২০১৬ সকাল ১১:২২
307024
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুম! অনেক ধন্যবাদ..
369939
২৪ মে ২০১৬ সকাল ০৮:৫৫
হতভাগা লিখেছেন : সব একটিভ ব্লগার বা যারা একটিভ হতে চায় এমন ব্লগারদের একটিভ হবার জন্য রাস্তা তৈরি ও পরিষ্কার করে রাখা উচিত ।

এটা না বাধাহীন লিখার প্ল্যাটফর্ম ! তবে সবকিছুরই রাশ টেনে রাখা উচিত ।

আপনার প্রিয়জনেরা আসুক ভালভাবেই ।

আশাকরি ব্লগার জুলিয়া রবার্ট উনারাও একটিভ হবেন এবার থেকে , উনাদের জ্ঞান থেকে আমাদের আর বন্চিত করবেন না ।
২৪ মে ২০১৬ সকাল ১১:২৪
307026
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি ঠিকই বলেছেন। অনেক ব্লগার ইনএকটিভ, আর নতুন ব্লগারও উঠে আসছেন কম। অনেকেই আছেন অনিয়মিত। আশা করছি কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়েছে..
369964
২৪ মে ২০১৬ দুপুর ১২:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমিও কিন্তু আপনাকে প্রিয়তে রেখেছি, সুতরাং আমার জন্যও কিছু করুন... হা হা হা
২৪ মে ২০১৬ দুপুর ০১:২১
307043
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মামুন ভাই আপনি তো সুপার ব্লগার! বরাবরই সবার প্রিয়,আমাদের আইকন। আপনার জন্য কী সুপারিশ লাগবে বলুন আমাকে।
১।
২।
??
ধন্যবাদ..
২৪ মে ২০১৬ দুপুর ০২:২৪
307050
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা, ভাই এত হাওয়া দিলে তো ফুটে যামু...
তবে আমার অনুরোধ...
অফিসের ব্যস্ততার মাঝেও যখন একটু সুযোগ পাই তখনিই ব্লগে আসার চেষ্টা করি। ব্লগে এসে প্রথমে "নোটিফিকেশন" দেখি, নতুন মন্তব্য আসলে সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি, নতুন জবাব আসলে লেখক কি জবাব দিল তা দেখি, সর্বশেষ পড়ার আমন্ত্রণ টা দেখি। যারা পড়ার আমন্ত্রণ করেন, চেষ্টা করি যতটুকু হাতে সময় থাকে ঐ লিখাটা পড়ার ও মন্তব্য করার। এভাবে আমার টুডে ব্লগে আসা-যাওয়া চলতে থাকে। যখন হাতে বেশি সময় থাকে তখন চিন্তা করি, যারা আমার পোষ্টে নিয়মিত মন্তব্য করেন, সুখে দুঃখে খোঁজখবর নেন অথচ অনেক দিন উনাদের কোন নতুন লিখা পাচ্ছিনা! তখন চেষ্টা করি আমন্ত্রণ না করলেও উনাদের ব্লগ বাড়িতে যাওয়ার, গিয়েই অবাক হয়ে যাই।এত গুলো লিখা উনি পোষ্ট করলেন অথচ আমার পড়াই হয়নি! আমার কোন মন্তব্যও নেই!! আহারে উনি যদি একটু আমন্ত্রণ করতেন তাহলে হয়তো আমার মন্তব্যটাই আগে হতো!!!
আমন্ত্রণ করতে হলে যাদেরকে আপনার ভাল লাগে তাদেরকে প্রথমে প্রিয়তে রাখতে হবে। যখন কোন ব্লগারের লিখা পড়ে আমার কাছে ভাল লাগে তখন আমি ঐ ব্লগারকে প্রিয়তে এড করে নিই।আপনিও আপনার ভাল লাগা ব্লগারের ব্লগ বাড়িতে গিয়ে উপরের লাল বৃত্তে হাইলাইটস করা লিখায় ক্লিক করতে পারেন। এভাবে আপনি আপনার ইচ্ছেমত ভাল লাগা ব্লগারদের প্রিয়তে রাখতে পারেন। নতুন কোন লিখা পোস্ট করলে প্রত্যেক ব্লগার হয়তো আশাকরেন লিখাটা সবাই পড়বে, ভাল লাগলে মন্তব্যও করবে! কারণ যখন কোন লিখা অনেকবার পড়া হয় এবং কিছু মন্তব্যও করা হয়, তখন স্বাভাবিকভাবেই লেখক উৎসাহ বোধ করেন, ব্লগের চাঞ্চল্যতাও ফিরে আসে।
আপনি যখন কোন নতুন লিখা পোস্ট করবেন তখন অবশ্যই প্রিয়দের আমন্ত্রণ জানাতে ভুলবেন না, এটা আমার অনুরোধ। আমি মনে করি আন্তরিকতা বাড়বে।

কিছু ব্লগার আছেন দিনের মধ্যে কয়েকটা পোস্ট করবেন আবার আমন্ত্রণ ও জানাবেন! এগুলোর প্রতি তেমন একটা আকর্ষণ থাকেনা। আপনি প্রতিদিন একটি করে পোস্ট করুন তাহলে ঐটার প্রতি আন্তরিকতাও থাকবে। আবার অনেকেই আছেন অন্যের লেখায় তেমন মন্তব্য করেন না, আবার কেউ উনার লিখায় মন্তব্য করলে তার প্রতিউত্তর ও করেন না। এই ধরনের ব্লগারগুলো যতই ভাল লিখুখ, উনাদের লিখায় মন্তব্য করতেও খুব অলসতা লাগে।

আমি হয়তো অন্য সবার মত অতটা ভাল লিখতে পারিনা, কিন্তু চেষ্টা করি সবার লিখা পড়তে, মন্তব্য করতে। তবে মন্তব্যের ক্ষেত্রে যারা আমার লেখায় মন্তব্য করেন তাদের পোস্ট গুলোতে আগে মন্তব্য করার চেষ্টা করি। আগের মত শত শত ব্লগান এখন না থাকলেও আমরা যা কয়জন আছি যদি উপরে উল্লেখিত ভাবে একে অপরকে কাছে টানার চেষ্টা করি তাহলে ব্লগটাকে জমিয়ে রাখা যাবে। ছোট মুখে অনেক কথা বলে পেললাম, কেউ আবার চেতনায় আঘাত খাইয়েন না।
২৪ মে ২০১৬ বিকাল ০৫:০২
307055
হতভাগা লিখেছেন : দিল মোহাম্মাদ মামুন ভাই এলরেডি ২০ ইন্চি ফুলে গেছেন
369967
২৪ মে ২০১৬ দুপুর ১২:১২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ব্লগে আগের সেইদিন যেন এখন আর নাই!!
২৪ মে ২০১৬ দুপুর ০১:২২
307044
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একদম ঠিক!..যদিও ব্লগিংয়ে আমি এক বৎসর পূর্ণ করলাম..ধন্যবাদ আপনাকে।
২৪ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৬
307059
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই শাটের বোতাম লাগাতে পারতেছিনা..... হা হা হা হতভাগা ভাই
১০
369968
২৪ মে ২০১৬ দুপুর ১২:২০
বাকপ্রবাস লিখেছেন : Rose Roseবিডিটুডে ব্লগ কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ তাদের ব্লগ পোস্ট করার সুযোগ দানের জন্য। কারণ তারা যদি হতাশ হয়ে যান তবে নতুন নতুন ব্লগার/লেখক তৈরি হবে না। Rose Rose
২৪ মে ২০১৬ দুপুর ০১:২৪
307045
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : উপরোক্ত দু'জন কিন্তু ভাল কবিতা লিখেন। ফেসবুকে দেখেছি।ধন্যবাদ প্রিয় ভাইজান।ভাল থাকবেন..
১১
369974
২৪ মে ২০১৬ দুপুর ০১:২৮
আফরা লিখেছেন : জী ভাইয়া আমি ও একজনকে পেয়েছি সে খুব সুন্দর একটা কবিতা পোষ্ট করেছে ।
পোস্ট লিখেছেনঃ ৩ টি মন্তব্য করেছেনঃ ০ টিপ্রতি মন্তব্য করেছেনঃ ০ টিব্লগ পঠিত হয়েছেঃ ৩৪ বারব্লগে আছেনঃ ৮ দিন ।

উনাকে ও পোস্ট ও কমেন্ট করার সুযোগ দেয়া হোক ।

ধন্যবাদ ভাইয়া ।
২৪ মে ২০১৬ দুপুর ০১:৪০
307047
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ বোন। আমরা চাই, আরো বেশি বেশি সত্যের কলম সৈনিক বাড়ুক। আশাকরি ব্লগ কর্তৃপক্ষ আমাদের প্রচেষ্টাকে হতাশ করবেন না। নতুন ব্লগারদের প্রতি আপনার সহমর্মিতা ও মূল্যবান মতামতের জন্য আবারও ধন্যবাদ..
১২
370007
২৪ মে ২০১৬ রাত ০৮:০৯
ক্রুসেড বিজেতা লিখেছেন : পোস্ট ও এর নিচের সব মন্তব্য গুলো খুটে খুঁটে বেশ মনযোগ বিলিয়ে পড়লাম,, সহমত সবার সাথে। সবার সু স্বাস্থ্য,সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।
২৪ মে ২০১৬ রাত ০৮:৪৫
307066
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
২৪ মে ২০১৬ রাত ১০:২৪
307081
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্য হলাম,,, কাশফুলের শুভেচ্ছা প্রিয় ।
১৩
370042
২৫ মে ২০১৬ সকাল ১১:০৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : দাবীর সাথে সহমত পোষণ করলাম।
২৫ মে ২০১৬ দুপুর ০৩:১০
307133
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, প্রিয় লোকমান ভাই।
১৪
370081
২৫ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দাবীর সাথে সহমত পোষণ করলাম।
২৫ মে ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
307140
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে..
১৫
370246
২৭ মে ২০১৬ দুপুর ০২:১৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটা আপনার অভিযোগ নয় শুধু, ইদানিং আমি কয়েকজনকে ব্লগে লেখালেখির আমন্ত্রণ জানিয়েছিলাম আইডি খুলেছে কিন্তু প্রথম পাতায় সুযোগ দেয়া হয়নি। মাস পেরিয়ে গেছে।
২৮ মে ২০১৬ সকাল ১১:৪৫
307272
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : গঠনমূলক এবং অতিবাস্তব মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ..আশাকরি কর্তৃপক্ষ আরো মনোযোগী হবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File