ভুল করে অাড়াল করো না

লিখেছেন লিখেছেন এ,অার রহমান ২৩ মে, ২০১৬, ০৯:৩৭:১৪ রাত

অামাকে কখনো তোমার চোখের অাড়াল

হতে দিও না।ভয় হয়,যদি

কখনো ভুল করে হারিয়ে ফেলো অামার

নির্মল প্রণয়ের তীব্র স্পন্দন।

তোমার নগ্ন হাতটি ধরে কতো সুখের প্রহর

ঘনিয়ে এসেছি!

সেই প্রতিচ্ছবি অাজ অাজ কল্পনার দর্পনে

এসে ফুটে ওঠে।

প্রজাপতির ফেলফেলে ডানায় ভর করে উড়ে পুষ্প খুঁজে।

ঝিঁঝিঁ পোকার অাতকে উঠা ডাকের মাঝে

জোনাকির অালোতে অাশ্রয় করে স্তম্ভিত

করে রাখে সমগ্র নিশি।

মানসপটের উত্তাল সমুদ্রে তোমার সোনালী পালতোলা তরী বইছে।

কখনো মনের নিভৃত গহ্বরে চলে যেয়ো না!

তোমার দেয়া প্রতিজ্ঞা ফেলে রেখো না।

নয়তো,মরিচার অাবরণে অবিশ্বাসী হয়ে উঠবে।

ভুল করে দু'চোখের অাড়াল হতে দিও না!

হয়তো,বেদনার বিচ্ছুরণে কলমের কালি ঘষতে থাকবে বিরহের পাতায়

শুধু তোমার স্বরণে।

বিষয়: সাহিত্য

১০২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369947
২৪ মে ২০১৬ সকাল ১০:০৭
অনেক পথ বাকি লিখেছেন : আহা কি মধুর বাণী শুনাইলেন। খুব ভালো লাগলো
369949
২৪ মে ২০১৬ সকাল ১১:৩২
আফরা লিখেছেন : ভুল তো ভুল ই । ভুল তো কেউ ইচ্ছে করে না নিজের অজান্তেই হয়ে যায় । কিন্ত সে তো হারিয়েই গেল --- এখন কি করি বলুন তো ????? হি হি হি হি

আপনি মনে হয় নতুন অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম । কবিতা খুব ভাল লিখেছেন অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File