★★★ কল্পনায় বিচরণ ★★★
লিখেছেন লিখেছেন এ,অার রহমান ১৫ মে, ২০১৬, ০৮:২৯:৫৭ রাত
মনের গভীর ভাবনার মুক্ত অক্ষরগুলো স্তব্ধ বেশে পড়ে রয়েছে।কল্পনার অালোটা মেঘের অাড়ালে ঢাকনা পড়ে গিয়েছে। অন্ধকার পথে নিঃস্ব হয়ে হেটে চলেছি। প্রান্তহীন গন্তব্যে কেউ সহচারী হতে চায় না। দূর থেকে মিটিমিটি করে জ্বলছে কি যেন! যেখানে মানুষের সমাগম সেখানেই হবে অালোর মিলন।কিছুদূর এগিয়ে দেখলাম নাহ এখানটা উপযুক্ত নয়। সাইমুনের ঝড়ো হাওয়ায় অারো উদ্বিগ্ন হয়ে পড়লাম।সহসা
অাঁখিযোগল স্পন্দিত হলো জৈনক রক্তচক্ষু
মানবরূপে কাউকে অবলোকন করে।
কিছু দূর এগিয়ে দেখি রক্তাক্ত প্রান্তর,অাকাশে উড়ছে রঞ্জিত হৃদয়ের মেঘ।অারো
কিছুদূর দেখি নীল জলের ধারে নিঃস্বঙ্গ দাড়িয়ে অাছে অামার অনুভূতি।ফুলের পাপড়ির মসৃণতা,স্ফীতলোচনের অধিকারিণী,অামার রঙিন স্পন্দন দুলছে তার কোমল হাতে।একটা দীর্ঘ নিঃশ্বাসের
সুঘ্রাণে যৌবনকে বাঁচিয়ে রাখা যাবে বহু
বছর।
বিষয়: সাহিত্য
৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন