আমার নেতা আমার অহংকার।

লিখেছেন লিখেছেন এম উদ্দিন ১৫ মে, ২০১৬, ১১:০৫:৪৮ রাত

হ্রদয় কোনে প্রচন্ড চাপ, সহ্য সীমার অনেকটাই বাইরে।কিন্তু মহান মুনিবের সিদ্দান্ত। মেনে নিতেই হবে।জিবন মরনের ফায়সালা মালিকের কাছ থেকেই আসে।কিন্তু কিছু মরন হয় বেদনার কিছু মরন প্রেরনার। আমার নেতারা যখন হাসতে হাসতে ফাসির রশিকে জয় করে নেন তখন আমরা জনশক্তিরা প্রেরনায় উজ্জীবিত হই।

ফেরাউনের উত্তরসূরি বাংলাদেশের বর্তমান সরকার গলায় ভারতের জিঞ্জির পরে ক্ষমতায় এসে জামায়াত নিধনের(!) উতসবে মেতে উঠেছে তখন সারা দুনিয়া হতভম্ব হলেও একশ্রেণীর আবাল খুশিতে আত্মহারা। দুনিয়ার ইতিহাসে যারা ইসলামের আদর্শ ভুলে ধারন করে মরনের ভয় করেনা, শাহাদাতের কামনা করে তাদের শহিদ করা যায় কিন্তু সেই জিবন্ত আদর্শকে হত্যা করা যায়না, এই চীর সত্যটি অই বেকুপের দল জানেনা। নিজামিদের (রহঃ)শহিদ করা যায়, তাদের আদর্শ এবং অনুসারীরা হতাশ অথবা দমানো যাবেনা, একথাটুকু তাদের মনে রাখা দরকার।

এ মিছিলের নেতা আব্দুল কাদের মোল্লা (রহঃ)।কামারুজ্জামা, আলী আহসান মুজাহিদ, অধ্যাপক গোলাম আজম,মাওলানা আবুল কালাম মুজাম্মদ ইউসুফ, মাওলানা মতিউর রহমান নিজামি(রহHappyহাসিমুখে যেভাবে ফাসির পাটাতনে দাঁড়ালেন তা আমাদের জন্য প্রেরনার মিনার হয়ে থাকবে।আল্লাহ উনাদের শাহাদাত আমাদের উজ্জীবনি শক্তি দান করুন।)

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File