মায়েদের অপূর্ণ স্বপ্নের হাসি!

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৫ মে, ২০১৬, ১১:৫৫:৩৩ রাত



আমাদের মায়েরা সন্তানকে লালন করেন অপার স্নেহ আর মমতা দিয়ে। আগলে রাখেন সকল বিপদের হাত থেকে আদরের দুলাল /দুলালীকে।

গভীর রাতে, অশ্রুসজল চোখে, স্রষ্ঠার দরবারে প্রার্থনা করেন সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। কেটে যায় দিন। ছোট্ট শিশুটি মায়ের কোল ছেড়ে হাটতে শিখে। ধীরে ধীরে মিষ্টি কথাও। মায়ের স্বপ্ন বাড়ে। স্বপ্নের বিজগুলোতে ডালপালা গজায়। কল্পনায় মহিরূহ হয় স্বপ্নগুলি। তৃপ্তির ঢেকুর আসে মনের অজান্তে। আহ! আমার ছেলে/মেয়েটা আমার মুখ উজ্জ্বল করবে।

সময় পাল্টে যায়। পেড়িয়ে যায় বসন্তের পর বসন্ত । মায়ের স্বপ্নগুলি দানা বাঁধে নতুন করে। আদরের মেয়েকে চোখের জলে বিদায় দেন পরের ঘরে। দুঃখিনী মায়ের বয়স বাড়ে। আজীবন সেবা করে করে এখন সেবা পাবার মুখাপেক্ষি হয়ে পড়েন। সদা হাস্যজ্জ্বল মিষ্টি মুখটা অসুখের তীব্রতায় চুপশে যায় কখনো। সদা তৎপর কর্মঠ হাত পা বিদ্রোহি হয়ে উঠে। যেন বলে- আর কত খাটাবে আমাকে?

শরীরটা আর আগের মতো ভালো যায়না মায়ের। অজানা সব রোগ আঁকড়ে ধরে মায়েদের দুর্বল শরীরে। তবুও মায়েদের স্বপ্ন বোনা শেষ হয়না সন্তানকে ঘিরে। মেয়েটাকে পরের ঘরে পাঠিয়ে ছেলের টুকটুকে বউ দেখার স্বপ্নে হন বিভোর। জীবনের শেষ বসন্তে এসে একটু শান্তিতে ইবাদাতে নিমগ্ন হতে চান তারা। তীব্র ঠান্ডায় একটু গরম পানি। টুকটাক সহযোগিতা চান আগত অতিথিটার কাছে। যেমনটি তিনিও করেছিলেন এক সময় মনে-প্রাণে । কিন্তু বাস্তবে কী তারা তা পান?

ছোট্ট খোকাটা এখন অনেক বড়। যে কপালে চুমু খেয়ে ঘুম পাড়িয়ে দিত মা। সন্তানের সেই কপাল ছুঁতে এখন জলচৌকি লাগবে মায়ের। আদরের দুলালটা এত্ত বড় হয়ে গেছে।

মায়ের স্বপ্নঃ আমার কালিজার টুকরা বাবাটা সারা জীবন আমার পাশে থাকবে। আমি যেমন করে তাকে আদর করেছিলাম। এর চেয়েও বেশি স্নেহ ভালবাসায় আমার খোকা আমাকে আগলে রাখবে। তার পাশে রাখবে। তার সাথে রাখবে। আমাকে রেখে দূরে কোথাও হারিয়ে যাবে না। মায়ের আঁচল ছেড়ে কাউকে নিয়ে দূর পরবাসে যাবে না। মায়ের পদতলেই খুঁজবে সুখের জান্নাত। আরামে থাকার নামে আমাকে এতিম করে ঘরের কোণে রেখে থাকবে না বউকে নিয়ে দূরের অট্টালিকায়। সেবা-ভালবাসায় ভরিয়ে রাখবে আমাকে।

আমাদের মায়েরা স্বপ্ন দেখেন। অনেক সুন্দর সে স্বপ্ন। স্বপ্নটা বেশি সুন্দর বলে সেটি কেউ বাস্তবায়ন করার সাহস পায়না, তাই সুন্দর সেসব স্বপ্নগুলি রয়ে যায় মায়েদের স্বপ্নকুটিরে, স্বপ্নময় চোখের তারায়। কখনোবা স্বপ্নগুলি একাকীত্বের ভার সইতে না পেড়ে ঝরে পরে। ভাসিয়ে দেয় গন্ডদেশ। চোখের স্বচ্ছ জলে ভেসে উঠে অপূর্ণ স্বপ্নের ক্রুর হাসি।

হে মালিক! এমন নাফরমান অকৃত্জ্ঞ সন্তান আমাদের বানিও না। মায়েদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার মত হিম্মত ও সৎসাহস আমাদের দান কর। আমাদের মায়েদের, আমাদের বাবাদের মাফ করে দাও। কবুল করে নাও। স্থান করে দাও তোমার প্রিয় ব্যক্তিদের কাতারে। আমীন।

(কয়েকদিনের অসুস্থতায় মাকে খুব মনে পড়ছে)

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369197
১৬ মে ২০১৬ রাত ০২:০৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : হে মালিক! এমন নাফরমান অকৃত্জ্ঞ সন্তান আমাদের বানিও না। মায়েদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার মত হিম্মত ও সৎসাহস আমাদের দান কর। আমাদের মায়েদের, আমাদের বাবাদের মাফ করে দাও। কবুল করে নাও। স্থান করে দাও তোমার প্রিয় ব্যক্তিদের কাতারে। আমীন।

অসাধারণ আবেগময় লেখা।। আল্লাহ্‌ আপনাকে সুস্থতা দান করুন। এখন কি অবস্থা .. সুস্থ হয়েছেন ভাইজান..
১৬ মে ২০১৬ সকাল ১১:১৭
306444
আবু জান্নাত লিখেছেন : সালাম নিবেন,
আল্লাহ তায়ালা আপনার দোয়া কবুল করুক। আমীন
কিছুটা সুস্থতার দিকে আছি।

জাযাকাল্লাহ খাইরান।

369198
১৬ মে ২০১৬ রাত ০২:৪৭
সন্ধাতারা লিখেছেন : Salam. I shall comment in Bengali later. Having problems in my laptop at present.
১৬ মে ২০১৬ রাত ০৩:২২
306413
সন্ধাতারা লিখেছেন : প্রথম বাংলায় টাইপ করা মন্তব্যটি কেমন করে যেন হারিয়ে গেল! কষ্ট হচ্ছে!
১৬ মে ২০১৬ সকাল ০৬:১০
306414
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার হচ্ছেটা কি আপা! খুবই খারাপ লক্ষণ। অবশ্য আমিও কাল একটা স্ট্যাটাস কষ্ট করে লিখে পোস্ট করব, কিন্তু জাতী হতাশ!
১৬ মে ২০১৬ সকাল ১১:১৯
306447
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম জী। আপনার উপস্থিতিই আমার আনন্দ, মন্তব্য হোক বা না হোক, তাতে কি! দোয়া চাই।
369199
১৬ মে ২০১৬ রাত ০২:৪৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, মুহতারাম প্রবাস জীবনে যখনি অসুস্থ হই, তখনি প্রতি মুহূর্তেই মাকে মনে পড়ে। মায়ের কোন তুলনা নাই, এটা সন্তানের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত। দোয়াকরি আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।
১৬ মে ২০১৬ সকাল ০৬:১১
306415
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রতি মুহুর্তে মাকে মনে পড়লে বউকে মনে পড়েনা! এটা অন্যায়। মানিনা মানবনা।
১৬ মে ২০১৬ সকাল ১১:২১
306449
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয় বড় ভাই। সত্যিই মা এমনই এক ধন। বিপদে পড়লে আল্লাহর পরে অনিচ্ছয় হলেও মা শব্দটিই বের হয়। মা যে মধুর, মা যে দুনিয়ার সব চেয়ে আপন। ধন্যবাদ
১৬ মে ২০১৬ সকাল ১১:২২
306451
আবু জান্নাত লিখেছেন : বউকে মনে পড়লেও তা জনসন্মুখে ব্যক্ত করা যায় না। সাকা ভাই।
১৬ মে ২০১৬ দুপুর ০১:০৬
306472
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আবিঐত্যা গাজী সালাউদ্দিন ভাইয়ের জবাব মুহতারাম আবু জান্নাত ভাই দিয়েছেন।
369202
১৬ মে ২০১৬ রাত ০৩:২০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী। মমতাময়ী মা এবং স্নেহশীল পিতাকে নিয়ে আপনার হৃদয় নিংড়ানো লিখাটি পড়ে চোখের কোণে পানি জমে গেল। আপনার হৃদয়ের সবটুকু আবেগ যেন কালির ছোঁয়ায় লিখার প্রতিটি পরতে পরতে উদ্ভাসিত। সত্যিই এক অনন্য ছেলের অসাধারণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি মূর্ত হয়ে উঠেছে লিখনিটির মাঝে যা একজন কঠিন হৃদয় পাঠককের অন্তরকেও নাড়া দিবে।

আপনার কী হয়েছে আংকেল? যদি বলতে আপত্তি না থাকে তো?

আপনার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে প্রাণ খুলে দোয়া করি।

আপনার অন্তর আপ্লূত করা দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
১৬ মে ২০১৬ সকাল ০৬:১২
306416
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার আন্টির শোকে দুর্বল ক্ষীনকায় হয়ে পড়েছেন।
১৬ মে ২০১৬ সকাল ১১:৩৭
306467
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হে শ্রদ্ধেয়া খালামনি। আপনার হৃদয় ছোঁয়া মন্তব্যটি আমার লিখার চেয়েও মধুর হয়েছে।

বিপদে বা অসুস্থ হয়ে পড়লে আপনজনদের খুব মনে পড়ে, বিশেষ করে মাকে, প্রবাসীরা সত্যিই একা বড় একা।

প্রবাসীদের ছারপোকা মানে ছারপোকার প্রবাসী, এটি নিত্য রাতের সাথী। কিছু দিন আগে বড় কোন পোকা বাম দিকের বুকের উপরি অংশে কামড় দিয়েছে, ছারপোকা ভেবে তেমন কেয়ার করিনি, অতঃপর ব্যথা, জ্বর, আশপাশে আরো কয়েকটি ছোট ছোট ক্ষত তৈরী হয়। চিকিৎসা নিয়েছি, প্রায় ১০দিন পার হলো, এখনো পরিপূর্ণ সুস্থ হয়নি।

খাবার মজা লাগে না, তিতা লাগে, তবুও জীবন বাঁচাতে খাওয়া।

আপনার দোয়া আল্লাহ তায়ালা কবুল করুক, আমীন ইয়া আল্লাহ।

অনেক অনেক শুকরিয়া, জাযাকিল্লাহু খাইরান।

369203
১৬ মে ২০১৬ সকাল ০৬:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার তো ছেলে নাই। তাই বড় বড় স্বপ্ন দেখে তা অপূর্ণ থাকার ভয়ও নেই।
জান্নাতের সাথে সাক্ষাৎ হবে, আমার সাথে হবেনা? অবশ্য বিদেশিরা দেশে আসলে বিয়ের প্রথম সময়ে ফিরে যায়। ব্যস্ত হয়ে যায়।
আপনার মা বেচেঁ আছেন কিনা সেটাইতো জানালেন না।
১৬ মে ২০১৬ সকাল ১১:৪৬
306468
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা দেওয়ার মালিক। স্বপ্ন দেখা সাধারণ জিনিষ, পুরণ করার মালিক আল্লাহ তায়ালা।

ঈদ বাড়িতে করার ইচ্ছা, আপনার দাওয়াত রইল, ঈদে অবশ্যই বাড়িতে আসবেন, ফেনী শহর বেশী দূরে নয়, সময় মত কল দিবো। নাম্বারটা ফেবুতে দিবেন।

আলহামদু লিল্লাহ, মা, বাবা, নানা, নানি বেচে আছেন।

বিদেশিরা দেশে আসলে বিয়ের প্রথম সময়ে ফিরে যায়।
এটি বুঝলাম না।

১৬ মে ২০১৬ দুপুর ০৩:৫৩
306481
গাজী সালাউদ্দিন লিখেছেন : নব বিবাহিত দম্পতির মত রোমান্স জোয়ারে ভেসে যায়
১৬ মে ২০১৬ দুপুর ০৩:৫৫
306482
আবু জান্নাত লিখেছেন : আমি কিন্তু ২বছর পরে এসেছি। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File