"শেষ সকাল"-যৌথ কাব্যগ্রন্থ সংকলন (২০১৬ বইমেলায় প্রকাশিত)

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ মার্চ, ২০১৬, ০৭:৪৬:০৯ সন্ধ্যা



শেষ সকাল-একটি যৌথ কাব্য সংকলন প্রসঙ্গে কিছু কথা :

কাব্য সংকলনটির সম্পাদক : মাহমুদুল হাসান বাদল

মোট কবিতা সংখ্যা : ৮০

কবি : ১৬ জন

প্রকাশনায় :সাহিত্য প্রকাশনী, ঢাকা।

সংকলনটিতে আমার ৫টি কবিতা আছে।

কবিতাগুলোর নাম :

১. অনন্ত প্রণয়ের আহ্বান

২. অমানুষ

৩. শব্দের খেলা

৪. ভালবাসার মন্ত্র জানি না

৫. সেদিন রাতের আকাশে


-কবিতা গুলো মোটামুটি ভাবে রোমান্টিক প্রকৃতির।

একটি কবিতা ব্লগ বন্ধুদের জন্য উপহার দিচ্ছি।

শব্দের খেলা

কবিতা তো শব্দের খেলা

শব্দ দিয়ে মালা গাঁথা

শব্দে শব্দে ভরে দেয়া

সাদা খাতার প্রতি পাতা।

---

পাতায় চলে অঙ্কনের খেলা

সুখ-দুঃখের বর্ণিল কথা

বিজয় রচিত হয় সেথা

এঁকে ভালবাসার বার্তা।

---

কলমের তুলি পরতে পরতে

কালি দিয়ে করে সজ্জিত

মনের সুখে পাতায় পাতায়

হৃদয়ের মালা হয় অঙ্কিত।

---

কবিরা হলো স্বপ্নচারী

মানুষকে দেখায় স্বপ্ন

কবিতারা হয় প্রেমময়ী

দেশ হয়ে যায় স্বর্গ।

---

কখনো বা লিখতে লিখতে

থমকে যেতে চায় লিখা,

জ্বলে উঠে মনের মাঝে

বিদ্রোহের অনল শিখা।

---

কখনো বা খেলার নামে

কলম যোদ্ধা করে বধ

প্রতিপক্ষকে মারে বাণ

যদি সে হয় ভিন্ন মত!

---

এমন হীন অনিষ্টতা

পশুবৃত্তির নামান্তর

কিল বিল করে সর্বত্র

কলম বাজ ইতর!


-----------------------------------

মোটামুটিভাবে এবারের বইমেলায় একক এবং যৌথভাবে ৪টি বই প্রকাশিত হয়েছে।

পাঠক-লেখকদের ভালবাসা এবং বইগুলোর সাফল্য কামনা করছি।।

বিষয়: সাহিত্য

১৪০৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362935
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ। দুশ্চিন্তায় তার সারা রাতি যায় নিদ্রাহীন মন-দিল সবই থাকে কুধারণার অধীন।
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
300853
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : প্রিয় ভাই,কবিতাটি পরিবর্তন করা হয়েছে। কারণ এটা আগে ব্লগে পোস্ট করেছিলাম। যাক আপনি নতুন কবিতাটা পড়তে পারেন। একটা আপনার জন্য বোনাস হল আর কি? ধন্যবাদ ভাল থাকুন।
362940
১৯ মার্চ ২০১৬ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : আপনার প্রকাশনায় আমরা গর্বিত৷ এগিয়ে চলুন৷
২০ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৯
300902
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, দোয়া করবেন।
362941
১৯ মার্চ ২০১৬ রাত ০৮:১১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লাগলো। ভালো হবে বইটা সবাই কিনবে আশা রাখি।
২০ মার্চ ২০১৬ দুপুর ০১:০০
300903
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার আশাবাদ আমাদের জন্য সুফল বয়ে আনুক । ধন্যবাদ।
362954
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:১১
এ,এস,ওসমান লিখেছেন : রোমান্টিক কবিতাগুলোর নাম গুলো কেন জানি রোমান্টিক মনে হচ্ছে নাহ(একটা বাদে)।আমার কাছে
নাম গুলো দেখে মনে হচ্ছে বিদ্ধোহী কবিতার নাম এগুলো।
যায় হোক, আমি কবিতা অতটা বুঝি নাহ।সুতরাং আমার মন্তব্য নিয়ে আশাহত হবেন নাহ আশা করি।
আর আল্লাহ আপনার লেখার মান আরও বারইয়ে দিন।আমিন।
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:১৭
300859
অবাক মুসাফীর লিখেছেন : Congratulations...
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:৩৬
300863
এ,এস,ওসমান লিখেছেন : ধন্যবাদ @অবাক মুসাফির Happy Happy
২০ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৪
300904
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি ঠিকই বলেছেন..৩টা রোমান্টিক ২টা অন্যান্য।আপনার দোয়া আল্লাহ কবুল করুন।আমিন।
362955
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:১৩
২০ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৪
300905
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ।Good Luck Good Luck
362956
১৯ মার্চ ২০১৬ রাত ১০:০০
আবু তাহের মিয়াজী লিখেছেন : বইটির প্রচার এবং প্রসার কামনা করছি। ভালো লাগলো ভাইজান।
২০ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৬
300906
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। আপনাদের ‍"প্রবাসের গল্প" পড়েছি। বিশেষ করে আপনার লেখাটি দারুণ হয়েছে।মতামত জানাব, ইনশাল্লাহ। সময় করে উঠতে পারছি না।
২৪ মার্চ ২০১৬ রাত ১১:০৯
301386
আবু তাহের মিয়াজী লিখেছেন : বইটিতে আমার গল্পের পরের গল্পটি ও আমার। সম্পাদক ভূলে আলাদাভাবে অন্যপ্রকাশ করেছেন। লেখাটির শিরনাম দিয়েছেন, সাধের প্রবাস।
জাযাকাল্লাহ
362980
২০ মার্চ ২০১৬ রাত ০৪:৫০
সন্ধাতারা লিখেছেন : Jajakallahu khair
২০ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৮
300907
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ..আপনাকে।
363003
২০ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৭
আফরা লিখেছেন : Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck
২০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪১
300908
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ গ্রহণ করুন।
363201
২১ মার্চ ২০১৬ রাত ১০:৪৯
আবু জান্নাত লিখেছেন : Cheer Cheer Rose Rose Rose Thumbs Up Thumbs Up
২৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৯
301276
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the handআস সালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।
১০
363790
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই যে শুনছেন? আপনাকে বলছি! মুক্তিযুদ্ধ বিষয়ে আজ একটা লেখা পোস্ট করুন না!! প্লিজ!!!!!
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৮
301604
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:১৮
301920
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ইস! এই সুন্দর আয়োজনটি আমি মিস করলাম?
১১
363994
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:১৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:১৮
301921
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
ধন্যবাদ আপনাকেও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File