"শেষ সকাল"-যৌথ কাব্যগ্রন্থ সংকলন (২০১৬ বইমেলায় প্রকাশিত)
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ মার্চ, ২০১৬, ০৭:৪৬:০৯ সন্ধ্যা
শেষ সকাল-একটি যৌথ কাব্য সংকলন প্রসঙ্গে কিছু কথা :
কাব্য সংকলনটির সম্পাদক : মাহমুদুল হাসান বাদল
মোট কবিতা সংখ্যা : ৮০
কবি : ১৬ জন
প্রকাশনায় :সাহিত্য প্রকাশনী, ঢাকা।
সংকলনটিতে আমার ৫টি কবিতা আছে।
কবিতাগুলোর নাম :
১. অনন্ত প্রণয়ের আহ্বান
২. অমানুষ
৩. শব্দের খেলা
৪. ভালবাসার মন্ত্র জানি না
৫. সেদিন রাতের আকাশে
-কবিতা গুলো মোটামুটি ভাবে রোমান্টিক প্রকৃতির।
একটি কবিতা ব্লগ বন্ধুদের জন্য উপহার দিচ্ছি।
শব্দের খেলা
কবিতা তো শব্দের খেলা
শব্দ দিয়ে মালা গাঁথা
শব্দে শব্দে ভরে দেয়া
সাদা খাতার প্রতি পাতা।
---
পাতায় চলে অঙ্কনের খেলা
সুখ-দুঃখের বর্ণিল কথা
বিজয় রচিত হয় সেথা
এঁকে ভালবাসার বার্তা।
---
কলমের তুলি পরতে পরতে
কালি দিয়ে করে সজ্জিত
মনের সুখে পাতায় পাতায়
হৃদয়ের মালা হয় অঙ্কিত।
---
কবিরা হলো স্বপ্নচারী
মানুষকে দেখায় স্বপ্ন
কবিতারা হয় প্রেমময়ী
দেশ হয়ে যায় স্বর্গ।
---
কখনো বা লিখতে লিখতে
থমকে যেতে চায় লিখা,
জ্বলে উঠে মনের মাঝে
বিদ্রোহের অনল শিখা।
---
কখনো বা খেলার নামে
কলম যোদ্ধা করে বধ
প্রতিপক্ষকে মারে বাণ
যদি সে হয় ভিন্ন মত!
---
এমন হীন অনিষ্টতা
পশুবৃত্তির নামান্তর
কিল বিল করে সর্বত্র
কলম বাজ ইতর!
-----------------------------------
মোটামুটিভাবে এবারের বইমেলায় একক এবং যৌথভাবে ৪টি বই প্রকাশিত হয়েছে।
পাঠক-লেখকদের ভালবাসা এবং বইগুলোর সাফল্য কামনা করছি।।
বিষয়: সাহিত্য
১৪০৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাম গুলো দেখে মনে হচ্ছে বিদ্ধোহী কবিতার নাম এগুলো।
যায় হোক, আমি কবিতা অতটা বুঝি নাহ।সুতরাং আমার মন্তব্য নিয়ে আশাহত হবেন নাহ আশা করি।
আর আল্লাহ আপনার লেখার মান আরও বারইয়ে দিন।আমিন।
জাযাকাল্লাহ
ধন্যবাদ আপনাকেও।
মন্তব্য করতে লগইন করুন