কবিতা
লিখেছেন লিখেছেন আমি কুতুব শাহ ১৯ মার্চ, ২০১৬, ০৮:২৬:৫১ রাত
#দরখাস্ত
--মু.কুতুব উদ্দিন (কুতুব শাহ)
-
"হে দয়াল! বিনা চাহনিতে সৃজিলে মোরে,
নিত্য উপাসনা করি যেন তব তরে।
আলো, বাতাস, মাটি আর পানি
হাজারো নিয়ামত ভোগেও তোমায় না মানি।
-
তুমি বড়ই বিজ্ঞানী, জ্ঞানই তোমার পুরো,
রাত যদিও আঁধারে রাখ সুরুজ দিয়ে বেলা শুরু।
পাহাড় দিয়েছ পৃথিবীর পেরেক করে,
সাগর বানিয়েছ অজস্র জলে পূরে।
-
সৃজিয়েছ যত, সবতো মোদের উপকারে,
তবুও আমরা জীবন কাটায় তগো নাফরমানি করে।
যাহাই তুমি চাও, সবিই তো পারো,
পরকালে মোরে রহম বঞ্ছিত না করো।
-
বিচার কালে নিবে কিঞ্চিত হিসাব করে,
এ বান্দাহ তেমার নিশ্চিত বেজে যাবে প্রশ্নের থরে থরে।
বিভুগো আমায় হেনকালে দিও মুক্তি,
বিনিময়ে নিয়ে নাও অবনির সবটুকু শান্তি।।"
১৯/০৩/২০১৬
বিষয়: সাহিত্য
৮৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন