চাই করুণা তোমার অবারিত রহমত..... ? ? ?
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৩ মার্চ, ২০১৬, ০৮:৩১:৫১ রাত
ওগো দয়াময় আল্লাহ, হে রাহমানুর রাহীম
দেখাও আমাদের তুমি সিরাতুল মোস্তাকিম।
আমরা হতে চাই তোমার বান্দা, রাসূলের উম্মত
দূর করো যতো বাধা-বিপদ, কুফরী জুলমাত।
তুমি মোদের সৃজন করেছ কেবল ইবাদতের তরে
জগতের সবাই তোমার তাসবীহ নামে করে।
গুনাহের কারণে প্রভু মোদের প্রতি রুষ্ট হয়ো না
হেদায়েতের পথ থেকে কখনো বিচ্যুত করো না।
কেমনে দেখাব রোজ হাশরে পাপক্লিষ্ট এই মুখ
মৃত্যুদূত কখন আসবে না জানি, ভয়ে কাঁপে বুক।
ঈমানের সাথে এই জীবন যেন মোর শেষ হয়
মৃত্যুর সময় কলেমা মুখে আসে ওগো করুণাময়।
তোমার রাসূল, মদিনার ফুল, বিশ্ব জাহানের গৌরব
সারা পৃথিবীময় ছড়িয়ে গেল ইসলামেরই সৌরভ।
সেরা সৃষ্টি আল্লাহর, হে আত্মভোলা মানুষ
ধ্বংসের পথে আর কত চলবে, কখন হবে হুশ!
চালাও আমাদের তুমি সঠিক, সহজ-সরল পথ
আমরা চাই করুণা তোমার, অবারিত রহমত।
@@@@@
বিষয়: সাহিত্য
১২০১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার ভালোলাগাময় কবিতা! শুকরিয়া, আরো লিখুন!
মন্তব্য করতে লগইন করুন