মানুষ কী করে এতো নীচে নেমে গেল?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৩ মার্চ, ২০১৬, ০৮:২৭:০০ রাত



কিছুদিন আগে মাদকাশক্ত ঐশী নিজ বাবা মা কে খুন করে।

গত সোমবার সন্ধ্যায় বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাসায় নুসরাত ও আলভীর রহস্যজনক মৃত্যু হয়।

জিজ্ঞাসাবাদে মা জেসমিন স্বীকার করেছেন, তিনি নিজেই তাঁর দুই সন্তানকে হত্যা করেছেন। হত্যার বিস্তারিত বিবরণও দিয়েছেন তিনি।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালকের ভাষ্য, জেসমিনের বিবরণ অনুযায়ী, তিনি প্রথমে তাঁর মেয়ে নুসরাত আমানকে (১২) এবং পরে ছেলে আলভী আমানকে (৬) একই ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। হত্যার সময় মেয়ে জেগে ছিল, ছেলে ঘুমাচ্ছিল।

২০১০ এ ঢাকার এক মা পরকীয়ায় ছেলে সাক্ষী হওয়ায় নিজ হাতে মেরে বস্তায় ভরে লাশ বিনে ফেলে দেয়।

আমাদের সামাজিক ও পারিবারিক সংস্কৃতি এতো বাজে হলো কী করে?

সম্প্রতি দেশে শিশু হত্যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে, রাজন হত্যার আসামীর মৃত্যুদণ্ড রায় হয়েছে; তবুও কি থামছে এসব? কিন্তু কেন?

আমাদের সবাইকে- এই সমাজ কে বোধহয়, আরেকবার জাতিকে জাগিয়ে তোলার কাজে আত্মনিয়োগ করতে হবে। রাজনীতি কমাতে হবে। সমাজ বিনির্মাণের কাজ বেশী করতে হবে।

বিষয়: বিবিধ

১৪৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361253
০৩ মার্চ ২০১৬ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : ইসলামকে দেশছাড়া করার ফল এগুলোই৷ আসুন ইসলামকে দেশের সর্বত্র প্রতিষ্ঠা করি৷ সব সমস্যার সমাধান হবে৷
361255
০৩ মার্চ ২০১৬ রাত ০৮:৪২
গাজী সালাউদ্দিন লিখেছেন : তা কত গভীরে নেমেছে, উঠানো যাকে কি?
361292
০৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
মনসুর লিখেছেন : সাম্প্রতিক এই ঘটনাগুলি প্রমান করে যে, পারিবারিক ভালোবাসা আর সামাজিক সম্প্রীতির ইতিবাচক বন্ধনগুলি একে একে ভেংগে যাচ্ছে, মানুষের আচরন হয়ে যাচ্ছে বন্য পশুর চেয়েও খারাপ। প্রচলিত কুশিক্ষা, অনৈতিকতার চর্চা মানুষের স্বাভাবিক সৎ-মুল্যবোধকে নষ্ট করে ফেলছে। কিছু নামধারী মুসলমান আর ইসলাম বিরোধী অমুসলমানদের চক্রান্তে দেশ ও জাতি আজ ধংস হয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রানের জন্য "সৎ ভাবে ইসলাম চর্চার কোনো বিকল্প নেই।"
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File