***শুদ্ধ সাহিত্য চর্চার আঙ্গিনায় লিটল ম্যাগ ইদানীং***
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৯ জানুয়ারি, ২০১৬, ০৪:৪১:৪২ বিকাল
(দৈনিক সংগ্রাম-সাহিত্য পাতা ২৯শে জানুয়ারী প্রকাশিত)
http://www.dailysangram.com/news_details.php?news_id=221831
“শুদ্ধ সাহিত্য চর্চার আঙ্গিনা”- স্লোগান নিয়ে লিটল ম্যাগাজিন “ইদানীং বিজয় দিবস ২০১৫” সংখ্যাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। চার রঙ বিশিষ্ট ৭০ গ্রামের কাগজে ৫৬ পৃষ্ঠার মনোরম প্রচ্ছদ সমৃদ্ধ এই সংখ্যাটি ইদানীং-এর ২য় সংখ্যা। ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র-চট্টগ্রাম কর্তৃক প্রকাশিত ও তরুণ প্রতিশ্রুতিশীল লেখক ও গবেষক মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম সম্পাদিত লিটল ম্যাগে কবি সাহিত্যিকদের অন্দর মহল নিয়ে প্রবন্ধ লিখেছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক ও নন্দিত কবি কমরুদ্দিন আহমদ, নারী নির্যাতন নিয়ে লিখেছেন জয়িতা বড়–য়া এবং বিশেষ রচনা-বিয়ে এবং বাস্তবতা নিয়ে লিখেছেন প্রবাসী লেখক ও ব্লগার আবদুর রহিম। বিভিন্ন বিষয়ে যেমন, দেশাত্ববোধ, স্বাধীনতা, বিজয় গাঁথা, পরিবেশ, মানবতাবোধ, যাপিত জীবন, প্রেম ও প্রকৃতি, ভালবাসা, প্রিয় চট্টগ্রাম এবং মহানবী (সাঃ)কে নিয়ে কবিতা ও ছড়া রয়েছে মোট ২২টি। যারা কবিতা ও ছড়া লিখেছেন তারা হলেন : রুকুন-উদ-দৌলা সোহেল, শামীম খান যুবরাজ, সেলিম উদ্দিন, সৈয়দ রনো, আবদুস সামাদ, খোরশেদ মুকুল, পাপিয়া মেঘলা, ফারহানা হৃদয়িনী, কেএসএন নিশু, তপন কুমার বড়ুয়া, সৈয়দ আহমদ হাবীব, মোহাম্মদ আলী জিন্নাহ, ইসমাইল হোসেন প্রিন্স, মাহমুদুল হাসান বাদল, দিঘী সেনগুপ্তা, মুহাম্মদ আবুল বায়ান, মোঃ সবুজ ভূঁইয়া, হাসান বিন নজরুল, মোঃ আনিসুর রহমান, মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর, মেহেদী হাসান। গল্প লিখেছেন: আলমগীর ইমন, মনজুর-ই-খোদা, আলমগীর মুহাম্মদ সিরাজ। অণু গল্প লিখেছেন: সালু আলমগীর, সায়েন্স ফিকশন লিখেছেন: রিদওয়ান কবির, মাকে নিয়ে ওমরাহ হজ্জের কথা নিয়ে ভ্রমণ কাহিনী লিখেছেন: লেখক রায়হান আজাদ। একান্ত অনুভূতি লিখেছেন: সানজিদা আকতার সানজু, বাংলাদেশ কবি সভা চট্টগ্রামের তথা সাহিত্যাঙ্গনের খবর দিয়েছেন: লেখক ও সমাজকর্মী আহমদ রশিদ বাহাদুর বাহার, তরুণ কবি বাদশা আতাউর রহমানের কবি হয়ে উঠার কাহিনী নিজেই বর্ণনা করেছেন চমৎকারভাবে। সম্পাদকের একটি কবিতা ও ছোট গল্প আছে এতে। মোটামুটিভাবে বলা যায় একটি সুন্দর এবং ভিন্নধর্মী ম্যাগাজিন হিসেবে পাঠকদের মাঝে সমাদৃত হবে আশা করি। মাত্র ২৫ টাকা মূল্যের লিটল ম্যাগটি পাওয়া যাচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের চকবাজারের শাহানশাহ মাকের্টের চন্দ্রবিন্দু লাইব্রেরীসহ, আন্দরকিল্লা এবং বহদ্দারহাট ও অভিজাত লাইব্রেরীগুলোতে। এর প্রচ্ছদ শিল্পী হলেন- আতিকুল ইসলাম বাপ্পি। ইদানীং সাহিত্য কেন্দ্র-চট্টগ্রামের পথচলা অব্যাহত থাকুক-এই শুভ কামনা রইলো।
-আবু সালফি
-----------
বিষয়: সাহিত্য
১৩২৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন