গডফাদারময় (Godfather)বাংলাদেশ-৪ : নব্যত্রাস মীরপুরের বিহারী হত্যার অভিযুক্ত ইলিয়াস মোল্লা
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২৯ জানুয়ারি, ২০১৬, ০৫:৩৫:৩৫ বিকাল

ঢাকার পল্লবীতে ১০ বিহারিকে হত্যার বর্বরতার মধ্য দিয়ে উঠে এসেছে ইলিয়াস মোল্লার নাম। ঢাকা-১৬ আসনে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা গড়ে তুলেছেন বিশাল দখলবাজির সাম্রাজ্য। অস্ত্রবাজ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে তিনি একের পর এক জায়গা দখল এবং সরকারি বিল-ঝিল-ডোবা-নালা ভরাট করে জবরদখলস্বত্ব কায়েম করেছেন। সেখানে সাধারণ মানুষের জায়গা দখলের ঘটনায় ইলিয়াস মোল্লা নিজেই অস্ত্রহাতে নেতৃত্ব দেন বলেও এন্তার অভিযোগ রয়েছে।
মিরপুরের যেখানেই সরকারি সম্পত্তি রয়েছে, সেখানেই পড়েছে ইলিয়াস মোল্লার থাবা। তিনি ও তার অনুসারীদের দখলে চলে গেছে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি। এর বেশির ভাগই আবার খাসজমি ও জলাভূমি। শুধু তাই নয়, সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, নদী, খাল, খেলার মাঠ, স্কুলের জায়গা থেকে শুরু করে রাস্তা ও বাজার কুক্ষিগত করেও মিরপুরে দখলের রাজত্ব কায়েম করেছেন ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগদলীয় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার সাঙ্গোপাঙ্গরা। জানা গেছে, এসব দখলবাজিতে ইলিয়াস মোল্লার নিজস্ব একটি বাহিনী রয়েছে। বাহিনীর সদস্যরাও দখলের ভাগ পান। এসব অর্থে শূন্য থেকে তারাও কোটিপতি বনে গেছেন।
স্থানীয় বাসিন্দা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইলিয়াস মোল্লা মিরপুরের বেশির ভাগ সরকারি জমি ও জলাভূমি দখল করেছেন। সেসব জমি প্লট বানিয়ে বিক্রি করেছেন, বাকিগুলো বিক্রি করার চেষ্টায় আছেন। এগুলোর মধ্যে দুয়ারীপাড়া জলাশয় একটি। এ জলাশয়ে মাটি ভরাটের কাজ করছে সিরাজ মোল্লা, গফুর, লতিফ, আবদুল হাই। জলাভূমি ভরাট করে প্লট আকারে বিক্রির চেষ্টা চলছে। এসব অন্যায়ের প্রতিবাদ করলে ইলিয়াস মোল্লার সেকেন্ড ইন কমান্ড হাজি রজ্জব বিরোধিতাকারীদের নানাভাবে হয়রানি করেন। তার অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ বলে জানা গেছে।
গডফাদারদের নবযুগ: সাঈদুর রহমান রিমন
(সৌজন্যে বাংলাদেশ প্রতিদিন-২১ জুন ২০১৪)
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন