শীতের দিনে...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৭ ডিসেম্বর, ২০১৫, ০১:০৫:১৬ দুপুর
এসেছে ভাই শীত
গাও শীতের গীত,
শীতের সাথে পাততে হবে
নতুন করে পিরিত।
কনকনে শীতের ঠাণ্ডায়
সবাই করে হায় হায়!
দিন-রাত শুয়ে থাকে
লেপ আর কাঁথায়।
এত ঠাণ্ডার মাঝেও আছে
মজার রস খেজুর গাছে,
পায়েস ও ভাঁপা পিঠার
ধুম পড়ে গেছে।
সকালের সোনালী রোদ
নাহি পেলে বাড়ে ক্রোধ!
সারাদিন সূর্য্যি মামা
দেয় যে কোথায় ডুব?
হাড় কাঁপানো শীতের দিনে
নিঃস্ব জনের দুঃখ মনে,
প্রকৃতিতে শীতের আমেজ
বসন্তেরই বার্তা আনে।
=====
বিষয়: সাহিত্য
১৮৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের এখানে গতকাল বৃষ্টি হওয়াতে কিছুটা শীত অনুভব হয়েছে।
খেজুর গাছ তো সবই ইট ভাটার জালানী হয়ে যাচ্ছে, কোথায় পার খেজুরের রস আর ভাপা পিঠা।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন