শীতের দিনে...

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৭ ডিসেম্বর, ২০১৫, ০১:০৫:১৬ দুপুর



এসেছে ভাই শীত

গাও শীতের গীত,

শীতের সাথে পাততে হবে

নতুন করে পিরিত।

কনকনে শীতের ঠাণ্ডায়

সবাই করে হায় হায়!

দিন-রাত শুয়ে থাকে

লেপ আর কাঁথায়।

এত ঠাণ্ডার মাঝেও আছে

মজার রস খেজুর গাছে,

পায়েস ও ভাঁপা পিঠার

ধুম পড়ে গেছে।

সকালের সোনালী রোদ

নাহি পেলে বাড়ে ক্রোধ!

সারাদিন সূর্য্যি মামা

দেয় যে কোথায় ডুব?

হাড় কাঁপানো শীতের দিনে

নিঃস্ব জনের দুঃখ মনে,

প্রকৃতিতে শীতের আমেজ

বসন্তেরই বার্তা আনে।



=====

বিষয়: সাহিত্য

১৮৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355396
২৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৯
আবু জান্নাত লিখেছেন : দেশে নাকি এ কয়েকদিন খুব শীত পড়ছে।

আমাদের এখানে গতকাল বৃষ্টি হওয়াতে কিছুটা শীত অনুভব হয়েছে।

খেজুর গাছ তো সবই ইট ভাটার জালানী হয়ে যাচ্ছে, কোথায় পার খেজুরের রস আর ভাপা পিঠা।

২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৯
295143
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শীত পড়ছে, তবে এখন আসল শীত আসে নি মানে শৈত্য প্রবাহ। ধন্যবাদ।
355399
২৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিত আছে পিঠা নাই। খেজুর রস সেটাও না্ই!
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩০
295144
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাবী বানাতে পারেন না শীত পিঠা?
355400
২৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৮
নাবিক লিখেছেন : খেজুরের রস খেতে ভয় পাই
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩০
295145
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কী বলেন? মজার রস রে ভাই!
355430
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০১
শেখের পোলা লিখেছেন : ছবিটা সুন্দর তবে শীত কালের নয়৷ প্রবাসীদের পিঠা আছে তবে শীতের পিঠা নাই৷ধন্যবাদ৷
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩১
295146
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
355476
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম,ভাইয়া, শীত তো আগের মত ঠিকই আছে, তবে খেজুর রস আর আগের মত নাই। আগের মত মানুষের অতিথীপরায়নতাও নাই। সব যেন ফ্যাকাসে হয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে।
২৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
295204
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনার মন্তব্য শতভাগ সত্যি..সে-ই দিন আর নেই।
355683
৩০ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৩৪
প্রবাসী মজুমদার লিখেছেন : শীতকে নিয়ে আপনার প্রসব করা কবিতাটা ভালই লাগল। মনে হল আমি ্ও সে কনকনে শীতের আমেজ পাচ্ছি এ মরুতে থেকে্ও।
৩০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১৮
295378
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, আপনার মন্তব্যটির জন্য। ভাল থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File