বিশ্বাস করো না ভুতকে.. ..(ছড়া)
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯ নভেম্বর, ২০১৫, ০৭:২৮:৩১ সন্ধ্যা
[আমার দ্বিতীয় ছেলে সায়ী। তার তৃতীয় জন্মবার্ষিকী কাল (১০ নভেম্বর)। লেখার অবতারণা জন্মদিবস পালনের উদ্দেশ্যে নয়। সবার কাছে দেয়া কামনা করছি.. তার জন্যে এ ছড়াটি নিবেদন করছি]
সায়ী মনি ভয় পায় না ভুতকে
চোর কিংবা ডাকাতকে।
সায়ী মনি ভয় পায় না ভুতকে
র্যাব কিংবা পুলিশকে
সায়ী মনি ভয় পায় না ভুতকে
রোদ কিংবা বৃষ্টিকে।
সায়ী মনি ভয় পায় না ভুতকে
তেলাপোকা আর টিকটিকিকে
সায়ী মনি ভয় পায় না ভুতকে
মা কিংবা বাবাকে,
সায়ী মনি ভয় পায় না ভুতকে
দাদু কিংবা নানুকে।
সায়ী মনি ভয় পায় না ভুতকে
স্কুল কিংবা টিচারকে
সায়ী মনি ভয় পায় না ভুতকে
দৈত্য কিংবা রাক্ষসকে
সায়ী মনি ভয় পায় না ভুতকে
জ্বীন কিংবা শয়তানকে!
সায়ী মনি বিশ্বাস করে না ভুতকে
ভুত হলো মানুষের কল্পনা,
ভক্তি-শ্রদ্ধা করো মানুষকে
যারা মানুষকে ভয় দেখায় না।
ছোটদের ভুতের ভয় দেখিয়ে
ঘুম পাড়ানো ঠিক না।
===
বিষয়: সাহিত্য
১০৮৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভয় পাবে হুকুম মানবে তাঁর,যিনি একমাত্র রব।
এই ছড়ার সাখে একদম মিলে গেছে আপনার পংক্তি দুটো..
সুন্দর ছড়া.. অনেক ধন্যবাদ
সায়ী মনি ভয় পায়না মানেনা দেও আর দানব,
ভয় পাবে হুকুম মানবে তাঁর,যিনি একমাত্র রব।
--ধন্যবাদ আপনাকে শেখ ভাই..
শুধু এক দিন নয়, সব সময়ই চাই, মুসলিম উম্মাহর সকল সন্তানই বেড়ে উঠুন ইসলামী সংস্কৃতিতে।
সায়ীর উজ্জল ভবিষ্যৎ প্রত্যাশা করছি।
অনেক অনেক শোকরিয়া জানাই..
ভয় পাবে হুকুম মানবে তাঁর,যিনি একমাত্র রব
চুরি করে দিলাম!
দয়া করে ছাড়ুন এবার স্বঘোষিত চৌর্যবৃত্তি।
--সরি বস..অনেক ধন্যবাদ..
'সায়ী মনির সকল ভয় মহান পরাক্রমশালী আল্লাহর প্রতি,সাথে সাথে প্রবল আস্হা ও বিশ্বাসও সেই পরিমাণে'
অনেক অনেক দুয়া রইল!
সায়ীর জন্মের সময়ও আমি ২০১২ সালের হজ্জে ছিলাম, যে মদিনা শরীফ যাচ্ছিলাম..
সায়ী মণি ভয় পায় একমাত্র প্রভু কে!
শুকরিয়া ও শুভকামনা রইলো!
ধন্যবাদ-কৃতজ্ঞতা অশেষ, আপনার দরদপূর্ণ মন্তব্যটির জন্য..
মন্তব্য করতে লগইন করুন