Yahoo! Fighter Yahoo! Fighter বিশ্বাস করো না ভুতকে.. ..(ছড়া)

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯ নভেম্বর, ২০১৫, ০৭:২৮:৩১ সন্ধ্যা

[আমার দ্বিতীয় ছেলে সায়ী। তার তৃতীয় জন্মবার্ষিকী কাল (১০ নভেম্বর)। লেখার অবতারণা জন্মদিবস পালনের উদ্দেশ্যে নয়। সবার কাছে দেয়া কামনা করছি.. তার জন্যে এ ছড়াটি নিবেদন করছি]

সায়ী মনি ভয় পায় না ভুতকে

চোর কিংবা ডাকাতকে।

সায়ী মনি ভয় পায় না ভুতকে

র‌্যাব কিংবা পুলিশকে

সায়ী মনি ভয় পায় না ভুতকে

রোদ কিংবা বৃষ্টিকে।


সায়ী মনি ভয় পায় না ভুতকে

তেলাপোকা আর টিকটিকিকে

সায়ী মনি ভয় পায় না ভুতকে

মা কিংবা বাবাকে,

সায়ী মনি ভয় পায় না ভুতকে

দাদু কিংবা নানুকে।


সায়ী মনি ভয় পায় না ভুতকে

স্কুল কিংবা টিচারকে

সায়ী মনি ভয় পায় না ভুতকে

দৈত্য কিংবা রাক্ষসকে

সায়ী মনি ভয় পায় না ভুতকে

জ্বীন কিংবা শয়তানকে!


সায়ী মনি বিশ্বাস করে না ভুতকে

ভুত হলো মানুষের কল্পনা,

ভক্তি-শ্রদ্ধা করো মানুষকে

যারা মানুষকে ভয় দেখায় না।

ছোটদের ভুতের ভয় দেখিয়ে

ঘুম পাড়ানো ঠিক না।


===

বিষয়: সাহিত্য

১০৮৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349089
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
নাবিক লিখেছেন : আপনার সন্তানের জন্য নিরন্তর শুভকামনা এবং অনেক অনেক দোয়া।।।
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
289733
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, প্রিয় নাবিক ভাই..
349097
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:২১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সায়ী মনি বড় হোক, সুন্দর হোক, শুভ কামনা মনির জন্য
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৪
289742
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শোকরিয়া আলমগীর সিরাজ ভাই..Good Luck Good Luck
349106
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : সায়ী মনি ভয় পায়না মানেনা দেও আর দানব,
ভয় পাবে হুকুম মানবে তাঁর,যিনি একমাত্র রব।
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৩
289852
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ..লোকমান ভাই..
এই ছড়ার সাখে একদম মিলে গেছে আপনার পংক্তি দুটো..
349112
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫১
বার্তা কেন্দ্র লিখেছেন : সায়ী মনিকে তো দেখলাম না! একটা ছবি দেওনা যাইত না?
সুন্দর ছড়া.. অনেক ধন্যবাদ
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৩
289853
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ জনাব আপনাকে..
349114
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৬
শেখের পোলা লিখেছেন : ছড়া শুনলাম৷ ভয় কাকে করবে তাতো বললেন না৷ ধন্যবাদ৷
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৪
289854
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মোহাম্মদ লোকমান লিখেছেন :
সায়ী মনি ভয় পায়না মানেনা দেও আর দানব,
ভয় পাবে হুকুম মানবে তাঁর,যিনি একমাত্র রব।
--ধন্যবাদ আপনাকে শেখ ভাই..
349125
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৬
আবু জান্নাত লিখেছেন : জন্মদিন পালন না করলেও জন্মদিন স্বরন করেই দোয়া চাইলেন।

শুধু এক দিন নয়, সব সময়ই চাই, মুসলিম উম্মাহর সকল সন্তানই বেড়ে উঠুন ইসলামী সংস্কৃতিতে।

সায়ীর উজ্জল ভবিষ্যৎ প্রত্যাশা করছি।

১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
289855
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জি, মুহতারাম। আপনার সাথে সম্পূর্ণ একমত।
অনেক অনেক শোকরিয়া জানাই..
349134
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫০
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৬
289856
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck আপনাকেও ধন্যবাদ, রফিক ভাই।
349151
০৯ নভেম্বর ২০১৫ রাত ১১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সায়ী মনি ভয় পায়না মানেনা দেও আর দানব,
ভয় পাবে হুকুম মানবে তাঁর,যিনি একমাত্র রব


চুরি করে দিলাম!
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৮
289857
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চুরি করে আবার বড় গলায় স্বীকারোক্তি!
দয়া করে ছাড়ুন এবার স্বঘোষিত চৌর্যবৃত্তি।
--সরি বস..অনেক ধন্যবাদ..
349182
১০ নভেম্বর ২০১৫ রাত ০৪:১৭
কাহাফ লিখেছেন :
'সায়ী মনির সকল ভয় মহান পরাক্রমশালী আল্লাহর প্রতি,সাথে সাথে প্রবল আস্হা ও বিশ্বাসও সেই পরিমাণে'
অনেক অনেক দুয়া রইল!
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪১
289858
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : প্রিয় কাহাফ ভাই। আপনার দোয়া আল্লাহ কবুল করুন।
সায়ীর জন্মের সময়ও আমি ২০১২ সালের হজ্জে ছিলাম, যে মদিনা শরীফ যাচ্ছিলাম..
১০
349183
১০ নভেম্বর ২০১৫ রাত ০৪:২২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।


সায়ী মণি ভয় পায় একমাত্র প্রভু কে!

শুকরিয়া ও শুভকামনা রইলো!
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৫
289873
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। দোয়া করবেন ছেলের জন্য..ধন্যবাদ..
১১
349260
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সায়ী মনিকে আল্লাহ বীর বাহাদুর হিসেবে বেড়ে উঠার তৌফিক দিন, আমিন । Rose
১০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
289881
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন, আল্লাহ আপনার দোয়া কবুল করুন।...
ধন্যবাদ-কৃতজ্ঞতা অশেষ, আপনার দরদপূর্ণ মন্তব্যটির জন্য..
১২
349625
১৩ নভেম্বর ২০১৫ রাত ১০:১০
ফাতিমা মারিয়াম লিখেছেন : সায়ী মণির জন্য অনেক অনেক দুয়া রইল Praying
০২ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০২
295643
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File