ইকর(পড়)
লিখেছেন লিখেছেন এটোম বোম ০৯ নভেম্বর, ২০১৫, ০৭:৩৪:৩০ সন্ধ্যা
আসসালামু আলাইকুম,
বিসমিল্লাহ হিররাহ মানির রাহীম।
শুরু করছি আল্লাহর নামে যিনি ফরম করুণাময়,অতি দয়ালু।
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
যিনি বিচার দিনের মালিক।
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
আমাদেরকে সরল পথ দেখাও,
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সূরা আল-ফাতেহা।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খাইর !
প্লীজ লাগে ভাইয়া ব্লগে কিন্তু বোম টোম মারবেন না ।
শুভ---ব্লগীং
মন্তব্য করতে লগইন করুন