করণীয় কি : প্লীজ, জানতে চাই ?

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯ আগস্ট, ২০১৫, ০৬:৪৩:৫২ সন্ধ্যা



রবিবার থেকে বৃহস্পতিবার ছেলেকে স্কুলে আনা নেয়া করি। স্কুল থেকে আনার সময় রিক্সা আসা-যাওয়ার জন্য কন্ট্যাক্ট করি। কারণ স্কুল ছুটি হলে রিক্সা পাওয়া সোনার হরিণের মতই। একদিন তো কড়া রৌদের মধ্যেও সমস্ত রাস্তা হেঁটে হেঁটে নিয়ে আসি। এ ছাড়া আর কোন উপায় ছিলনা। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, রিক্সা তো পাওয়ার কথাই উঠে না।



আজকে ১১টার সময় অফিসের পাশ থেকে ২০ টাকা দিয়ে রিক্সা ঠিক করি। রিক্সায় উঠে বললাম ছেলের ছুটি হয়েছে, আমি ওকে নিয়ে আসছি। একেবারে বাসায় পৌঁছে দিবেন এবং ভাড়া পঞ্চাশ টাকা দেব। ড্রাইভার রাজী হয়ে মাথাটা নড়লেন। স্কুলের কাছে গিয়ে দেখলাম সেই দম বন্ধ করা অসহনীয় যানজট। নেমে রিক্সাওয়ালাকে বললাম, রাস্তার বাম পাশে দাঁড়ান। আমি দু’মিনিটের মধ্যে ছেলেকে নিয়ে আসছি।

আমি গেলাম ছেলে আনতে, ঠিক ২/৩ মিনিটে হাজির। অবাক কাণ্ড রিক্সাওয়ালা নেই! যেখানে দাঁড়ানোর কথা সেখানে আরো ৮/১০টা রিক্সা বর্তমান। আমি চারদিকে দু,রাউন্ড দিলাম। হতাশ হয়ে গেলাম ওনাকে পাওয়ার বিষয়ে। এদিকে ছেলেও বিরক্ত করতেছে বাসায় চলে আসার জন্য। তার প্রাপ্য ২০ টাকা আমি কিভাবে দেব, সেই পেরেশানীতে মনটা খারাপ হয়ে গেল। ওনার হক আমি কিভাবে পৌঁছাতে পারি?

আর কোনদিন তার সাথে দেখা হলেও তো কেউ কাউকে চিনব-এমন নিশ্চয়তাও নেই। আমরা জানি, আল্লাহপাক আখেরাতে পরের অধিকার বা হক ক্ষমা করবেন না। আমি এখন কি করতে পারি? দয়া করে এই ব্লগে অনেক ইসলামী ব্যক্তিত্ব, লেখক ও গবেষক আছেন। একটু জানালে বাধিত হব।

=====

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334742
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
আফরা লিখেছেন : কেউ জানালে আমি ও জানতে পারব অপেক্ষায় থাকলাম -------ধন্যবাদ ভাইয়া ।
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
276782
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck
334754
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : এই টাকাটা তার একাউন্টে জমা করে দেন। তবে এর পরে কোন না কোন উপায়ে তাকে চিহ্নিত করা গেলে নগদেও তা ফেরৎ দেয়ার নিয়্যত রাখেন।
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০১
276790
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মোহাম্মদ লোকমান লিখেছেন : এই টাকাটা তার একাউন্টে জমা করে দেন।
ধন্যবাদ। কোন একাউন্ট, লোকমান ভাই?
Good Luck Good Luck Good Luck
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:৩০
276900
মোহাম্মদ লোকমান লিখেছেন : তার আখেরাতের একাউন্ট! তার পক্ষ থেকে সাদাকা করে দিলৈই সঠিক এবং গুরুত্বপূর্ণ একাউন্টে জমা হয়ে যাবে।
334758
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগামিকাল একই সময়ে স্কুলের সামনে খুজতে পারেন।
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০৫
276792
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খুব সুন্দর পরামর্শ। ধন্যবাদ ...
334776
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমার জানামতে এগুলো করতে হবে-
(১)ঐ লাইনে চলাচলকারী রিক্সাওয়ালাদের মাঝে আপনার ঘটনাটি প্রচার করে দিতে হবে, [কয়েকজনকে বলা, সুযোগ খুঁজে বলতে থাকা]
(২)সমপরিমান বা ততোধিক অর্থ ঐ ব্যক্তির জন্য সদকা করে দেয়া
(৩)ঐ ব্যক্তির জন্য দোয়া ইস্তিগফার করা
(৪)কখনো খোঁজ পেলে তার প্রাপ্য পরিশাধ করা ও ক্ষমা আদায় করা
(৫)নিজের জন্য দোয়া ইস্তিগফার করা

আল্লাহতায়ালা কাউকেই তার সামর্থের বাইরের কিছুর জন্য পাকড়াও করেননা
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৮
276799
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার সুন্দর পরামর্শগুলোর জন্য আল্লাহও আপনাকে জা যা এ খায়ের দান করুন। আমিন। ভাল থাকবেন...
334777
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার মনের পেরেশানি আল্লাহ কবুল করবেন।
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৯
276800
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : তা-ই যেন হয়। ধন্যবাদ আপনাকে।
334784
০৯ আগস্ট ২০১৫ রাত ০৯:০০
নাবিক লিখেছেন : টাকাটা ঐ ব্যক্তির নামে আল্লাহর রাস্তায় দান করে দেন। এটাই সহজ এবং উত্তম কাজ হবে বলে আমার ধারণা।
০৯ আগস্ট ২০১৫ রাত ০৯:০৫
276805
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ প্রিয় নাবিক ভাই...Talk to the hand Talk to the hand Talk to the hand
334800
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৪৩
আবু জান্নাত লিখেছেন : আবু সাঈফ ভাইয়ের কথাগুলো ভালো লেগেছেঃ
>>সমপরিমান বা ততোধিক অর্থ ঐ ব্যক্তির জন্য সদকা করে দেয়া
>>ঐ ব্যক্তির জন্য দোয়া ইস্তিগফার করা
>>কখনো খোঁজ পেলে তার প্রাপ্য পরিশাধ করা ও ক্ষমা আদায় করা
>>নিজের জন্য দোয়া ইস্তিগফার করা
জাযাকাল্লাহ খাইর
১০ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৯
276930
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমি অভিভুত! ভাইদের কাছ থেকে ভাল ভাল পরামর্শ পেয়েছি। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পরামর্শ প্রদান করার জন্য।
334817
১০ আগস্ট ২০১৫ রাত ১২:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হকটা যখন আপনি পরিশোধ করতে চান ইনশা আল্লাহ কোন না কোন দিন ওনাকে সামনে পেয়ে যাবেন। পেয়ে গেলেই দিয়ে দিবেন।

যদি নাপান তাহলে আর কিইবা করার আছে.... ওনার হয়ে আপনি কাউকে দান করে দেবেন, আশা করি আল্লাহ তা কবুল করবেন, কারন আপনার ইচ্ছায় এটা হয়নি। যদিও আমার কথা গুলো অনুমান কোরআন বা হাদিসের আলোকে নয়।



১০ আগস্ট ২০১৫ দুপুর ০১:০২
276931
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যাতে পেয়ে যাই এবং উনাকে চিনতে পারি সে দোয়া করবেন। ব্লগার ভাইয়েরা সুন্দর এবং গঠনমূলক পরামর্শ প্রদান করেছেন। পরামর্শ আহ্বান করে আসলেই আমি অনেক কিছু জানতে পেরেছি। এটাও কম নয়। আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
334884
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৮
ঝিঙেফুল লিখেছেন : আমি যা বলতাম তা ২ এবং ৪ নং মন্তব্যে চলে এসেছে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন আমিন।
১০ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৮
276928
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান। আপনাকে অনেক ধন্যবাদ..
১০
335022
১১ আগস্ট ২০১৫ রাত ১২:২৩
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : সব পরামর্শ এসে গেছে তাই গুরুচন্ডালি দোষ এডিয়ে গেলাম।
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:২৩
277083
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ সেলিম ভাই। শেয়ার করার জন্য।
১১
335098
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:২০
আহমদ মুসা লিখেছেন : উপরে যারা মন্তব্য করেছেন তার কথার মধ্যে আপনার কোয়েরীর সব উত্তর পেয়ে গেছেন।
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:২৭
277084
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জি স্যার..আপনাকে ধন্যবাদ।
১২
335106
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নের ছেলের ইস্কুলের সামনে টেরাপিক জ্যাম লাগার ফলে গ্যাঞ্জাম লেগে যাওয়াতে হযরত রিকসাওয়া উধাও হয়ে গেছেন। রিকসার পাইলটের হক বিশ টাকার বিষে আন্নে যেভাবে হতাশ হয়ে গেছেন হের লিগ্যা মুই এক্কান তরিকা আবিস্কার করেছি আন্নের লিগ্যা। শুধুমাত্র আন্নের লিগ্যা পেটেন্ট করা অইছে এই তরিকা। তরিকাডা অইলো- ২০*২০=৪০০ চার শত টাকা এক সাথে লইয়া পীরে হাকিকত, ক্যাঁচালে ব্লগত হযরত গ্যাঞ্জান খান বাবা ওরফে খাদক শাহের মুরিদানদের লইয়া হোটেল আপনার অফিসের বিপরীতে এক জব্বর আয়োজন করেন।
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৮
277086
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ও বাবাজান কেবলা! আন্নের দরবারের ঠিকানাটা দেন, মুরিদ হাজির হমু নে!
১৩
335186
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৪
বার্তা কেন্দ্র লিখেছেন : আপনার বিবেক কী বলে? দেখুন।
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
277174
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। Good Luck Good LuckGood Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File