হাজরে আসওয়াদ
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৩০ জুলাই, ২০১৫, ০৭:৫৫:০৭ সন্ধ্যা
হে হাজরে আসওয়াদ-কালো প্রস্তর,
যেন তোমাকে চুমার স্পর্শেই জুড়ায় মু’মিনের অন্তর।
তোমায় নিয়ে শাণিত তরবারি উঠেছিল যেদিন বেজে
অস্ত্রের বাহাদুরিতে জাহেলরা মেতেছিল রণ সাজে।
গর্দান থেকে মস্তক আলাদা করার বজ্র হুংকার
এভাবেই চলে আসছে যুদ্ধ বার বার।
সিদ্ধান্ত হল একদিন অবশেষে
যিনি আসবেন আগামীকাল প্রত্যুষে,
তাঁর কথার মাঝে থাকতে পারে কল্যাণের বার্তা
গোলযোগ-হাঙ্গামা থেকে হোক সবারই ত্রাণকর্তা।
সুবেহ সাদিকের ভোরের আলো ফুটল সবে,
মুহাম্মদ (স)এর আগমন হল পবিত্র কা’বায় যবে
সবারই মুখে ফুটল হাসি ঐ তো মোদের আল্ আমিন
রক্তপাত হতে যেন রক্ষা পেল মক্কার জমিন!
মুহাম্মদ (স)বললেন, আমাকে দিন একখানা চাদর
হাতে নিয়ে মধ্যিখানে রাখলেন কালো পাথর,
প্রতি গোত্রের সর্দারেরা চাদরের প্রান্ত ধরে
কাবার কোণায় মুহাম্মদ হাতে নিয়ে দিলেন সেট করে।
বিজয়ের হাসি সবার মুখে যেন করলো বাজিমাত
নেই প্রশ্ন কে লভিল হে হারিল? শয়তান কুপোকাত!
======
বিষয়: সাহিত্য
১৭১৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবারই মুখে ফুঠল হাসি ঐ মোদের আল্ আমিন
রক্তপাত হতে যেন রক্ষা পেল মক্কার জমিন!
চমৎকার হয়েছে, সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
এই কি বললি?
এই বেশ্যা কি বললি?@ অপি চুলকানি
ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন