কাল সকাল ৭.৩০ মিনিটে আমার ফাসি ! আমাকে মাফ করো মা !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ জুলাই, ২০১৫, ০৬:৩৬:৪৪ সন্ধ্যা



জীবনে যত শখ ছিল কৈশরেই পুরা করে ফেলেছে কেরামত আলী।

বাবা মারা যাওয়াতে কেরামত আলী সবাইর কাছে খুব প্রিয় পাত্র হয়েছিল।

চাচারা যেমন আদর করতো তেমনি একমাত্র নাতিকে দাদা দাদির আদরের শেষ ছিল না।

লেখাপড়ার পাশাপাশি প্রজ্ঞার বহিপ্রকাশ ঘটিয়েছে ১৮ বছরের কেরামত আলী।

তাকে গ্রামের আবাল বৃদ্ধ সবাই বুদ্ধি কেরামত বলে ডাকতো কারন কেরামতের বুদ্ধির কাছে অধিকাংশ লোক পরাজিত হতো।

এতকিছুর পরেও সবাই যে কেরামতের পক্ষে ছিল তেমন না। কেরামতের এতগুনের কারনে অনেকে ঈর্ষাম্বিত হতো।

কেরামতকে বিপদে ফেলতে এক শ্রেনীর যুবকরা তার পিছে লেগেছিল । তারা কোন সুযোগ করতে পারেনা কি ভাবে তাকে বিপদে ফেলবে । একদিন সেই সুযোগ তাদের হাতের নাগালে আসলো।

পাশের বাড়ীর করিম বক্স নারিকেল গাছ ছাপ করতে যেই গাছে চড়েছে ওমিনি হাত ছিলিপ করে সিধা নিচে হাতের দা খানা গলায় এসে পড়েই কন্ঠনালী কেটে গেল।

পড়শিরা হাসপাতাল পর্যন্ত নিতে নিতে দম বের হয়ে গেল।

ঠিক ঐ সময় কেরামত আলি রাস্তা দিয়ে যাচ্ছিল ।

দুষ্টরা কৌশলে তাকে ফাসিয়ে দিল আর নারিকেল গাছের মালিককে সাক্ষি বানাইল ।

বেচারা কেরামত গ্রেফতার হলো মার্ডারের আসামী হিসেবে।

এমন একটা ঘটনা গ্রামের কেউ মেনে নিতে পারছিল না, কিন্তু তারপরেও মানা ছাড়া সামনে কোন গতি ও ছিল না।

অবশেষে কেরামতের প্রতিপক্ষরা ভাবলো আমরা ধরা পড়ে যেতে পারি তার আগেই সাক্ষিকে কেসে ফাসাইয়া দেই। যেই ভাবনা সেই কাজ

বেচারা সাক্ষি ও জেলে আটকা পড়ে গেল।

কিন্তু সাক্ষি লোকটি মনে মনে ভাবছে আমি নিরপরাধ লোকরে বিরুদ্ধে সাক্ষি দেওয়ার কারনে আমার এই শাস্তি হলো সুতারাং আমার নিজের জীবনের বিনিময়ে হলেও কেরামতকে সহযুগিতা করবো।

কিন্তু সে যে জেল থেকে বের হওয়ারই সুযোগ পাচ্ছে না তাই কেরামতের পক্ষে কিছু বলতে ও পারছে না।

এদিকে কেরামতের দ্রুত ট্রাইবুনালে ফাসির হুকুম দিয়ে ৬০ দিনের ভিতর আপিল নিষ্পত্তির রুল জারি করলো হাইকোট।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামি কাল সকাল ৭.৩০ মিনিটে কেরামতের ফাসি হবে।

মায়ের কাছে খোলা চিঠিতে কেরামত লিখেছে মাগো আমি নির্দোষ ! আমার কোন অপরাধ নাই !! যারাই আমার বিরুদ্ধে সাক্ষি দিয়েছে তুমি কাউকে কিছু বলবা না ।

আমি কোন অন্যায় করে থাকলে মা আমাকে মাফ করে দিও।

পরদিন কেরামতের ফাসি হলো

বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332717
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : এমনই আবহাওয়া কেরামতের দেশ ময় বয়ে চলেছে৷উদাহরণ দারুন হয়েছে৷ ধন্যবাদ৷
৩০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
274967
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File