ছড়া-১ : সালফির জন্যে ছড়া..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৬ জুন, ২০১৫, ০৭:৩৪:০৫ সন্ধ্যা
(আমার বড় ছেলে এখন ৭ বৎসরে। ১৬ জুন সাফওয়ান সালফির শুভ জন্ম বার্ষিকী। শৈশবে রচিত হয়েছে এটি। ওর জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত)
সালফি সোনা দেয়ালে তাকিয়ে
বলে টিকটিকিকে
ও টিকটিকি টাস করে
মারব তোকে।
ভয় দেখালে এক পলকে
যায় পালিয়ে
ওই পাশেতে হঠাৎ করে
যায় হারিয়ে।
পোকা ধরে খাস কেনরে
তোর কি খাবার নাই?
আমার কাছে আয় তুই
দুধ-ভাত খাই।
২.
তেলাপোকা ও তেলাপোকা
করিস কি তুই?
একটু দাঁড়া যাসনে কোথাও
পালিয়ে যাস কই?
আঁধার নেমে আসলে ঘরে
তোর দেখা মেলে
তোর কারণে অনেক কিছু
যায় রসাতলে।
৩.
টিকটিকিটা তাকিয়ে দেখে
তেলাপোকার কাণ্ড,
খাব তোরে পালাইস না ¬রে
ধরব জলজ্যান্ত।
টিকটিকি আর তেলাপোকা
যাত্রা শুরু সন্ধ্যা হলে
অবিরাম আলো-আঁধারে
ঠাণ্ডা লড়াই চলে।
সালফি সোনা বলে
আর করি না ভয়।
দিবা কিংবা রাত্রি
যে কোন সময়
=====
বিষয়: সাহিত্য
১০৮২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সালফির প্রতি আদর ও শুভেচ্ছা রইলো।
আল্লাহ আপনার সন্তানকে কুরআনের সৈনিক বানান।আমিন।।।
দোয়া সব সময় তবে জন্মদিন উপলক্ষে নয়।
ইলিশ সব সময় তবে ১লা বৈশাখে নয়।
অনেক অনেক ধন্যবাদ।
বদরী সাহাবী হযরত মুদলাজ বিন আমর সালফি..থেকে প্রা্প্ত জনাব..
ধন্যবাদ আপনাকে..
মন্তব্য করতে লগইন করুন