মুজাহিদ ভাইর একটা স্মৃতি ! উনি মন্ত্রী ছিলেন তখন-আমি কাতার প্রবাসি দলমত নির্বিশেষে ওনাকে গন সমবর্দ্ধনা দিয়েছিল

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৬ জুন, ২০১৫, ০৭:৩৬:১৪ সন্ধ্যা

মুজাহিদ ভাইর একটা স্মৃতি ! উনি তখন সমাজকল্যান মন্ত্রী ছিলেন । কাতার সফরের পর বিএনপি , আওয়ামিলীগ সহ সবাই একমত হলো যত কিছুই হোক বাংলাদেশের মন্ত্রীতো ! তাই ওনাকে গন সমবর্দ্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

বাংলাদেশ স্কুল চত্তরে সমবর্দ্ধনা হবে ।

আমরা ১২০ কিলোমিটার দুরে দোখানের কাছে থাকতাম। কয়েকজন ভাই মিলে দাওয়াতী কাম করলাম পর দেখলাম বেশ অনেক ভাই আগ্রহ প্রকাশ করলো ওনাকে দেখার জন্য ।

যাই হউক সভা স্থলে পৌছিলাম ৮.৩০ রাত্র স্থানীয় সময় পর দেখী লোকে লোকে লোকারন্য স্কুল গ্রাউন্ড।

মুজাহিদ ভাই আসলেন পর ওনাকে মেমোরেন্ডাম দেওয়া হল। প্রথাঅনুযায়ী সেখানে অনেক প্রসংশা করা হলো।

কিছুক্ষন পর স্টেজে উঠলেন মুজাহিদ ভাই ।

উনি বললেন সকল প্রসংশাতো সেই মালিকেরই করা দরকার যেই মালিক আমাকে মন্ত্রীত্ব দিয়েছেন।

অনেক কথা বলার পর বলতে লাগলেন আমার মনে হচ্ছে হযরত ওমর রা ; সেই কথা , ফোরাতের কিনারায় যদি কোন কুকুর ও না খেয়ে মারা যায় তবে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবোনা। আমাকে আমার কাজ করতে হবে । আমি আমার রুটিং কাজের বাইরে কোন কাজ করিনা।

মতিউর রহমান নিজামি সাহেব আমাদের আমির । আমি ওনাকে বলেছি যখন মন্ত্রনালয় থাকবো তখন আমার নেতিৃ খালেদা জিয়া। উনি আমাকে হুকুম দাতা।

মন্ত্রনালয় থেকে আসার পর আমার নেতা মতিউর রহমান নিজামি।

ওনার সেই কথাগুলি কানের কাছে এখনো বাজতেছে

যেই মন্ত্রীরা ক্ষমতা থেকে বাইরে যাওয়ার পরও চুলচেরা করে তদন্ত করে তাদের বিরুদ্ধে কোন দুর্নিতির প্রমান হাজির করতে পারেনি তারা আজ তথাকথিত হত্যামামলায় ফাসির আসামী

আল্লাহ তাকে শাহাদাতের মৃত্য দান কর।

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326245
১৬ জুন ২০১৫ রাত ১০:২৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হে আল্লাহ! তুমি বাংলাদেশের মজলুমদের দিকে তাকাও। তোমার বান্দাদেরকে শেষ করে দিচ্ছে, তোমার কুদরত দেখাও..আমিন ধন্যবাদ..
১৬ জুন ২০১৫ রাত ১০:৪৯
268553
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই অবস্থায় আমাদেরকে ধৈয্যধারন করতে হবে ।টিবির সামনে থেকে দুরে থাকতে হবে নইলে মনটা আরো বেশী খারাপ হবে কারন সবগুলি মিডিয়া আমাদের বিরুদ্ধে কথা বলে
১৭ জুন ২০১৫ রাত ০২:৪৫
268608
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : টিভি দেখা তো অনেক আগেই ছেড়েছি..
১৭ জুন ২০১৫ সকাল ০৯:৫৯
268683
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিও
জাজাকাল্লাহ
326259
১৬ জুন ২০১৫ রাত ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেটাই তো তার বড় দোষ!!!
চুরি না করে যে মন্ত্রি থাকা যায়্ এই কালো বিড়াল এর যুগে তা ভুলিয়ে দিতে হবেনা!
১৭ জুন ২০১৫ রাত ১২:০৭
268577
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আসল কথা সেটা না । মুজাহিদ ভাইকে ফাসির ব্যাবস্থা বা জামায়াতের ভাইদের বিচারের ব্যাবস্থাটা ইনু জা এই জাতীয় কুলাংগারদের কারসাজী মাত্র।
এদের সামনে ভাল কোন কাজ বা কথা উত্থাপন করা আর কামার দোকানে কোরান পড়া এক কথা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File