কৌতুক ৫

লিখেছেন লিখেছেন বিবেক নাই ১৮ মে, ২০১৫, ০৯:১৯:১৫ সকাল

০১। ট্রেন ছাড়ছে এমন সময় তিনজন লোক ট্রেনের দিকে দৌড়ে আসছে দেখে একজন গার্ড টেনে-হিঁচড়ে তাদের মধ্য থেকে দু’জনকে তুলতে পেরেছে। ট্রেনের গতি বেড়ে যাওয়ায় বাকিজনকে তুলতে পারেনি।

গার্ড : ব্যাপার কী! এত কষ্ট।করে তিনজনকে তুলতে না পারলেও দুজনকে তো তুলেছি, অথচ আপনারা ধন্যবাদ টুকু দিচ্ছেন না????!!!

.

.

.

.

লোক দু’জন : ধন্যবাদ দিই কী করে! যাকে ফেলে এসেছেন, আসলে উনিই ছিলেন যাত্রী। আর আমরা এসেছিলাম ওনাকে ট্রেনে উঠিয়ে দিতে। Yahoo! Fighter Yahoo! Fighter

০২। শিক্ষক: তোমরা প্রতিদিন নিয়মিত খেলাধুলা করবে । এতে শরীর ও মন দুটোই সতেজ থাকবে ।

↓↓

বল্টুঃ স্যার আমি প্রতিদিন ক্রিকেট ,ফুটবল এবং টেনিস খেলি ।

↓↓

শিক্ষক: গুড বয়। সাব্বাস। তা তুমি প্রতিদিন কয় ঘন্টা করে খেল??















বল্টুঃ স্যার মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত। Yahoo! Fighter Yahoo! Fighter

০৩। আবুল : কিরে পটলা, কি করছ ?

পটলা : চিঠি লেখি ।

আবুল : কার কাছে ?

পটলা : বাবার কাছে ।

আবুল : ও.....কি কছ ! তুই তো লিখতেই পারছ না ।

পটলা : সমস্যা নাই, বাবাও তো পড়তে পারে না !!!

০৪। বল্টুর ফাঁসির রায় হল ।

পুলিশ: বল্টু মরার আগে তোমার শেষ ইচছা কি?

বল্টু: আমার শেষ ইচ্ছা পূরণ করবেন?

পুলিশ: হ্যা করবো ।

বল্টু: তাহলে ফাঁসির সময় আমার মাথা নিঁচে দিবেন আর পা উপরে দিবেন । Skull Skull

০৫। ক্লাস ওয়ানের বল্টুকে শিক্ষকের প্রশ্ন,

শিক্ষকঃ বলতো বল্টু সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?

বল্টুঃ হাতি স্যার!

শিক্ষকঃ কেন?

বল্টুঃ দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে

Cook Cook

বিষয়: বিবিধ

১৫১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320725
১৮ মে ২০১৫ সকাল ১০:২২
দুষ্টু পোলা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
320742
১৮ মে ২০১৫ দুপুর ১২:১৮
হতভাগা লিখেছেন : ১. এমত অবস্থায় যারা সি-অফ করতে আসে তারাই বরং যাত্রীকে সামনে ঠেলে দেবে , নিজেরা উঠার মত বোকামী করবে না ।

320746
১৮ মে ২০১৫ দুপুর ১২:৩৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা.......মজা পেলাম, ধন্যবাদ আপনাকে।
320748
১৮ মে ২০১৫ দুপুর ১২:৩৭
রাইয়ান লিখেছেন : Applause Applause Rolling on the Floor Rolling on the Floor
320760
১৮ মে ২০১৫ দুপুর ০১:০৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! ভালো লাগলো অনেক ধন্যবাদ!
১৮ মে ২০১৫ বিকাল ০৪:৪১
261937
বিবেক নাই লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম, ধন্যবাদ
320763
১৮ মে ২০১৫ দুপুর ০১:১৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File