কৌতুক ৫
লিখেছেন লিখেছেন বিবেক নাই ১৮ মে, ২০১৫, ০৯:১৯:১৫ সকাল
০১। ট্রেন ছাড়ছে এমন সময় তিনজন লোক ট্রেনের দিকে দৌড়ে আসছে দেখে একজন গার্ড টেনে-হিঁচড়ে তাদের মধ্য থেকে দু’জনকে তুলতে পেরেছে। ট্রেনের গতি বেড়ে যাওয়ায় বাকিজনকে তুলতে পারেনি।
গার্ড : ব্যাপার কী! এত কষ্ট।করে তিনজনকে তুলতে না পারলেও দুজনকে তো তুলেছি, অথচ আপনারা ধন্যবাদ টুকু দিচ্ছেন না????!!!
.
.
.
.
লোক দু’জন : ধন্যবাদ দিই কী করে! যাকে ফেলে এসেছেন, আসলে উনিই ছিলেন যাত্রী। আর আমরা এসেছিলাম ওনাকে ট্রেনে উঠিয়ে দিতে।
![]()
০২। শিক্ষক: তোমরা প্রতিদিন নিয়মিত খেলাধুলা করবে । এতে শরীর ও মন দুটোই সতেজ থাকবে ।
↓↓
বল্টুঃ স্যার আমি প্রতিদিন ক্রিকেট ,ফুটবল এবং টেনিস খেলি ।
↓↓
শিক্ষক: গুড বয়। সাব্বাস। তা তুমি প্রতিদিন কয় ঘন্টা করে খেল??
↓
↓
↓
↓
↓
↓
↓
বল্টুঃ স্যার মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত।
![]()
০৩। আবুল : কিরে পটলা, কি করছ ?
পটলা : চিঠি লেখি ।
আবুল : কার কাছে ?
পটলা : বাবার কাছে ।
আবুল : ও.....কি কছ ! তুই তো লিখতেই পারছ না ।
পটলা : সমস্যা নাই, বাবাও তো পড়তে পারে না !!!
০৪। বল্টুর ফাঁসির রায় হল ।
পুলিশ: বল্টু মরার আগে তোমার শেষ ইচছা কি?
বল্টু: আমার শেষ ইচ্ছা পূরণ করবেন?
পুলিশ: হ্যা করবো ।
বল্টু: তাহলে ফাঁসির সময় আমার মাথা নিঁচে দিবেন আর পা উপরে দিবেন ।
![]()
০৫। ক্লাস ওয়ানের বল্টুকে শিক্ষকের প্রশ্ন,
শিক্ষকঃ বলতো বল্টু সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
বল্টুঃ হাতি স্যার!
শিক্ষকঃ কেন?
বল্টুঃ দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে
বিষয়: বিবিধ
১৫৭৮ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন