নারী!!!!

লিখেছেন লিখেছেন বিবেক নাই ০৯ এপ্রিল, ২০১৬, ০৩:৫৩:০৪ দুপুর

মেয়েদের লেখাপড়া শিখে স্বামীর বাড়িতে রান্না করলে, শ্বশুর-শাশুড়ির সেবা করলে, তাদেরকে খাবার পরিবেশন করলে, স্বামীর কথামত চললে নাকি তাদের স্বাধীনতা নষ্ট হয়!!!

:

অথচ তারাই তো বড় বড় হোটেলে আর বিমানে অর্ধনগ্ন হয়ে খাবার পরিবেশন করে। তখন কোথায় থাকে তাদের স্বাধীনতা?

:

যখন রিসেপশনিস্ট হিসেবে মেয়েদের রাখা হয়, হোটেল বা বারে মেয়েদের নাচানো হয়, ক্লিনিকে হাফ প্যান্ট পড়ে নার্সিং করানো হয়, প্রধান অতিথির দুই পাশে সুন্দরীদের রাখা হয় তখন কোথায় থাকে তাদের স্বাধীনতা??

:

তারা কি এটাও বোঝেনা চলচিত্রে কেন তাদের বিকিনি পড়ানো হয়? নারী স্বাধীনতার নামে যারা তাদের চুষে খাচ্ছে তারাই মেয়েদের কাছে তেঁতুল।

:

আর যে স্বামী বউকে বাসায় বসিয়ে রেখে কাজ শেষে বাসায় ফিরে একটু হাত পাখার বাতাস প্রত্যাশা করে তারাই আজ মেয়েদের কাছে টক।।

:

হে নারীরা,তোমরা মৌমাছির বাসায় রাণীর স্থান কোথায় সেটাও কি জানোনা? রাণীর মর্যাদাকে উপেক্ষা করে তোমরা শ্রমিকের পথ বেছে নিলে?

:

মনে রেখ তোমাদের এই স্বাধীনতা আজ অথবা কাল তোমাদের ধর্ষিত করবে।।

:

তোমাদের স্বাধীনতায় কারা সাপোর্ট করে জানো? "ধর্ষকরা", কারণ তোমরা যত মুক্ত ও আলাদা থাকবে ধর্ষকদের ধর্ষণে তত সুবিধা হবে।। Eat Eat

Collected

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365073
০৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:১৭
তট রেখা লিখেছেন : একেইতো বলে নারী স্বাধীনতা !!!!
365081
০৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সঠিক কথা। অনেক ধন্যবাদ
365088
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৪
আফরা লিখেছেন : মেয়েরা শুধু রিসেপশনিস্ট ,নার্স ই হচ্ছে না , ডাক্তার ,ইন্জিনিয়র এমনকি প্রধানমুন্ত্রী, প্রেসিডেন্ট ও হচ্ছে ।
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫০
302980
বিবেক নাই লিখেছেন : ডাক্তার ,ইন্জিনিয়র এমনকি প্রধানমুন্ত্রী, প্রেসিডেন্ট ও হচ্ছে এ সংখ্যা কম
365104
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৯
শেখের পোলা লিখেছেন : বর্তমানের সমাজপতিরা নারীকে বিবস্ত্র করার মাঝেই স্বাধীনতা রয়েছে, এটাই গেলাচ্ছেন৷ আর রাণীরাও তাই গিলে স্বাচ্ছন্দ পাচ্ছেন৷
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫২
302981
বিবেক নাই লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ
365155
১০ এপ্রিল ২০১৬ রাত ০১:৪৯
কুয়েত থেকে লিখেছেন : সঠিক ইসলামী শিক্ষা নাই বলেই এতো কথা ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
365356
১১ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২২
হতভাগা লিখেছেন : যে মেয়ের শরীরে কাপড় যত কম সে তত স্বাধীন ।

ক্লিনিকে হাফ প্যান্ট পড়ে নার্সিং করানো হয়

০ ঢাকার কোন কোন ক্লিনিক বা হাসপাতালে এরকম নার্সিং পাওয়া যায় ?
১২ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৮
303241
গাজী সালাউদ্দিন লিখেছেন : থাকলে কি ওই হাসপাতালে ভর্তি হতেন?
১৩ এপ্রিল ২০১৬ সকাল ০৮:১৯
303287
হতভাগা লিখেছেন : পাকনা পোলাপাইন , তোমার সন্ধানে কোনটায় কোনটায় আছে ?

http://www.imdb.com/title/tt0097778/
365524
১২ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখন নারীদের স্বাধীনতাকে যেভাবে নগ্ন করে সংগায়িত করা হয়, তাতে তারা সন্তুষ্ট।
368272
০৭ মে ২০১৬ সকাল ১০:৪৯
চেতনাবিলাস লিখেছেন : চমৎকার লিখেছেন ভাইজান | আপনাকে অনেক ধন্যবাদ | আমার আজকের পোস্টে মূল্যবান মন্তব্য করার জন্য আরও একবার ধন্যবাদ জানাই |
371159
০৬ জুন ২০১৬ দুপুর ০২:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি এই পোস্ট রিলেটেড নয়।
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File