নারী!!!!
লিখেছেন লিখেছেন বিবেক নাই ০৯ এপ্রিল, ২০১৬, ০৩:৫৩:০৪ দুপুর
মেয়েদের লেখাপড়া শিখে স্বামীর বাড়িতে রান্না করলে, শ্বশুর-শাশুড়ির সেবা করলে, তাদেরকে খাবার পরিবেশন করলে, স্বামীর কথামত চললে নাকি তাদের স্বাধীনতা নষ্ট হয়!!!
:
অথচ তারাই তো বড় বড় হোটেলে আর বিমানে অর্ধনগ্ন হয়ে খাবার পরিবেশন করে। তখন কোথায় থাকে তাদের স্বাধীনতা?
:
যখন রিসেপশনিস্ট হিসেবে মেয়েদের রাখা হয়, হোটেল বা বারে মেয়েদের নাচানো হয়, ক্লিনিকে হাফ প্যান্ট পড়ে নার্সিং করানো হয়, প্রধান অতিথির দুই পাশে সুন্দরীদের রাখা হয় তখন কোথায় থাকে তাদের স্বাধীনতা??
:
তারা কি এটাও বোঝেনা চলচিত্রে কেন তাদের বিকিনি পড়ানো হয়? নারী স্বাধীনতার নামে যারা তাদের চুষে খাচ্ছে তারাই মেয়েদের কাছে তেঁতুল।
:
আর যে স্বামী বউকে বাসায় বসিয়ে রেখে কাজ শেষে বাসায় ফিরে একটু হাত পাখার বাতাস প্রত্যাশা করে তারাই আজ মেয়েদের কাছে টক।।
:
হে নারীরা,তোমরা মৌমাছির বাসায় রাণীর স্থান কোথায় সেটাও কি জানোনা? রাণীর মর্যাদাকে উপেক্ষা করে তোমরা শ্রমিকের পথ বেছে নিলে?
:
মনে রেখ তোমাদের এই স্বাধীনতা আজ অথবা কাল তোমাদের ধর্ষিত করবে।।
:
তোমাদের স্বাধীনতায় কারা সাপোর্ট করে জানো? "ধর্ষকরা", কারণ তোমরা যত মুক্ত ও আলাদা থাকবে ধর্ষকদের ধর্ষণে তত সুবিধা হবে।।
Collected
বিষয়: বিবিধ
১৩৬৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্লিনিকে হাফ প্যান্ট পড়ে নার্সিং করানো হয়
০ ঢাকার কোন কোন ক্লিনিক বা হাসপাতালে এরকম নার্সিং পাওয়া যায় ?
http://www.imdb.com/title/tt0097778/
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন