হামলাকারীদের জানি, কিন্তু কথা বলা যাচ্ছে না: ডিআইজি তা হলে পিচ টিভি বন্ধ কেন?
লিখেছেন লিখেছেন বিবেক নাই ১১ জুলাই, ২০১৬, ০৯:৫৮:৪১ সকাল
যদি মরদ হোন তা হলে ভারতীয় নষ্ট চ্যানেল গুলা বন্দ করুন।ভারতীয় লম্পটদের চ্যানেলের কথা বলার সাহস পাইনা,এর জাতীয় মোনাফেক হুজুর না জাতীয় লম্পট...হিন্দুদের দালাল,এরা নাকি আহলে সুন্নত?? এরা হলো আহলে বিদআত ওয়াল শিরক!!পীস টিভি বন্ধ হয়েছে, এখন শয়তানগুলো খুব শান্তি পাচ্ছে, অনেক দিনের ইচ্ছে পূরন হলো!!জাকির নায়েকের মত মানুষদের বিরুদ্ধকারী শাহরিয়ার কবির,ডেইলীস্টার গংদের উৎসাহ দিচ্ছে কারা? মাজার পূজারী তথাকথিত ধান্দাবাজ আলেমরাই।কারণ জাকির নায়েক এদের ভন্ডামীর বিরুদ্ধে সব সময় সোচ্ছার।
ডা: জাকির নায়েকের একজন ভক্ত হওয়া সত্বেও মনে হতো তার দাওয়াতের পন্থায় হয়ত কিছু ভুল আছে ।
কেননা দাওয়াতী কাজ করবে অথচ জুলুম নির্যাতনের শিকার হবে না সেটা কিভাবে সম্ভব? ইসলামী আন্দোলনের পথতো কন্টকময়!!কিন্তু আজ দেখতে পাচ্ছি তার দাওয়াত ফলপ্রসূ হয়েছে। কারন পৃথিবীর সকল বাতিল শক্তি এক হয়ে তার পিছনে লেগেছে। যেখানে স্টারজলসা দেখে বাংলার শতশত মেয়ে জামা কেনার জন্য আত্মহত্যা করলো সেখানে স্টারজলসা বন্ধ না করে পিস টিভি বন্ধ করিস??যে সব আলেম স্টারজলসা,স্টারপ্লস, জিবাংলা বন্ধ করার কথা বলেনা ঔ সব আলেমরা কি তহলে ইহুদী নাসারাদের সহযগী আল্লাহ ভাল জানেন।ঔ সব আলেমদের কাযকলাপ দেখলে মনে হয় সূরা বাকারার ঐ আয়াত : আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।[সুরা বাকারা: ৮]
"যারা মুমিনদের পরিবর্তে অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে,তারা কি ওদের কাছে সম্মান আশা করে? না,সকল সম্মানের মালিক আল্লাহ। সূরা নিসা-১৩৯ ডঃ জাকির নায়েকের সম্মান আল্লাহ বাচাবেন।
যারা পিস টিভি বন্ধ ঘোষনা করলো তারা কি মুসলমান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এমনকি তাহাজ্জুতও বাদ দেন না।তা হলে তিনি কি ভাবে পিস টিভি বন্ধ ঘোষনা করলেন?ভারত দীর্ঘ দিন ধরে জাকির নায়েককে ফেস করার মত তেমন মেধা, নেতৃত্ব তৈরি করতে পারেনি। জাকির নায়েকের কারণে ভারত মাতার মিথ্যা, অসারত্বতা দিনকে দিন প্রকাশ পেয়ে যাচ্ছিল। তাতে হিন্দুত্তবাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। আর মোক্ষম সময় ভারত মাতা পেয়ে গেল উগ্র, সাম্প্রদায়িক গুজরাটের সন্ত্রাসী নরেদ্র মোদী সরকার। তাই পিস টিভি বন্ধ করে সন্ত্রাসের তান্ডব নীলা চালাচ্ছে ভারত মাতা।
আর এরই ফলশ্রুতিতে পিস টিভির প্রচারণা বন্ধ করল সরকার।
মূলতঃ হিন্দুপ্রধান ভারতের পক্ষে কাজ করল ইসলাম প্রধান বাংলাদেশের বর্তমান সরকার
পিস টিভি বাংলা (Live)দেখুনঃhttp://www.peacetvbangla.com/live_peacetv.html
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন