ইংরেজি ভাষায় কিছু সেরা ইসলামী সাইট(Updated)

লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৮ মে, ২০১৫, ০৯:১৫:০৬ সকাল

বিসমিল্লাহীর রাহমানীর রাহীম



বাংলা ভাষায় যে সব ইসলামী ওয়েবসাইট রয়েছে সেগুলোর সাথে ইংরেজী ভাষার ওয়েবসাইটের সর্বাপেক্ষা যে গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয় সেটা হল স্কলার(আলেম)লেভেলের ও গুনগত পার্থক্য। অর্থাৎ বাংলা ভাষার ওয়েবসাইটগুলো পরিচালিত হয় ও লেখক হল আমাদের মত কিছু মানুষ(যদিও কিছু লেখা স্কলারদের থেকে অনুবাদ কিন্তু সেটা অপ্রতুল)সেখানে ইংরেজী ওয়েবসাইটগুলো পরিচালিত, দেখাশুনা, এডিট সবই হয় স্কলারদের অধীনে।

বাংলা ভাষায় খুব কমই ভালো রিসোর্সসম্পন্ন ওয়েবসাইট আমি দেখেছি যেটা আলেমদের লেখা দ্বারা পরিচালিত হয় বা স্কলার/স্পেশিয়ালিস্টদের লেখা রয়েছে(অনুবাদ+তাদের লেখা)(সঞ্চারণ ও ইসলাম হাউজ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ও স্ট্যান্ডার্ড হিসেবে, এছাড়া কোরআনের আলোও রয়েছে)। এক্ষেত্রে বলতে পারেন ইংরেজী ভাষার ওয়েবসাইটগুলো অনেক কাজের এবং জ্ঞানের ক্ষেত্রে পরিপক্কতার দাবি রাখে যা বাংলা ভাষার ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে আমরা অভাব পাচ্ছি স্কলারদের অভাবে।

আরেকটি বিষয় হল ইংরেজী ভাষাভাষী অঞ্চলসমূহে প্রচুর দাওয়াতী কাজ, ইসলামী অর্গানাইজেশন, ফান্ডিং সুবিধা এবং আধুনিক সমস্যার কারণ ও সেগুলো সমাধানের নিমিত্ত্বে প্রচুর কাজ হয়েছে আর একারণেই এইসব ওয়েবসাইটে প্রচুর মানসম্মত(Standard & Professional) ও স্কলারদের কাজ পাবেন।

1. OnIslam

http://www.onislam.net/english/

2. Muslim Matters

http://muslimmatters.org/

3. Islamqa

http://www.islamqa.com/

4. Productive Muslims

http://productivemuslim.com/

5. Virtual Mosque

http://www.virtualmosque.com

6. Islam Web

http://www.islamweb.net/emainpage/index.php

7. Islam Today

http://en.islamtoday.net/

8. Islami City

http://www.islamicity.com/

9. Abdur Rahman

http://www.abdurrahman.org/

10. IRFI – Islamic Research Foundation International

http://www.irfi.org/

11. Islam House

http://www.islamhouse.com/s/9661

12. Muslim Scholar Database

http://muslimscholars.info/

13. Linguistic Miracle of the Quran

http://www.linguisticmiracle.com/

14. Nouman Ali Khan Collection

http://www.nakcollection.com

15. International Institute for Islamic Thought (IIIT)

http://i-epistemology.net/

16. 1000 Good Deeds

http://1000gooddeeds.com/

17. Islamic Online University Blog

http://www.blog.islamiconlineuniversity.com/

18. Inspiring Change in the Muslim Youth

http://youthlyhub.com/

19. like A Garment

http://www.likeAgarment.com

20. A Life of Submission. A Piece of Serenity

http://www.yasminmogahed.com/

21. Links of Islamic Site

http://www.irfi.org/islamic_links.htm

22. Atheism, science, Quran and God

http://www.hamzatzortzis.com/

23. Half Our Deen

http://www.halfourdeen.com/

24. Islamic Revival

http://islamicsystem.blogspot.com.au/

25. Peace, Unity and Love

https://passtheknowledge.wordpress.com/

26. Treasures of Scholars

http://treasureofthescholars.com/

27. Seekers Hub – Islamic Knowledge without Barriers

http://seekershub.org/blog/

28. Helping Muslims Grow Professionally

http://islamicselfhelp.com/

For Dawah

29. http://www.justdawah.org/

30. http://tinyurl.com/kumvwzl

31. http://invitetoislam.org/

32. http://www.islamtomorrow.com/dawah.asp

33. http://islam.about.com/od/converts/g/Dawah.htm

34. Lost Islamic History

http://lostislamichistory.com/

35. Science of Islam

http://scienceislam.com/index.php

36. Fajr Literary

http://www.fajr-literary.com/

ইংরেজী ভাষায় আধুনিক সমস্যাগুলো নিয়ে অনেক কাজ হয়েছে সেক্ষেত্রে আমাদের বাংলা ভাষায় বলতে পারেন তেমন কাজ হয় নি। আর এসব ক্ষেত্রে আমাদের এসব ইংরেজী ওয়েবসাইটের দিকে আসতে হয়। এখানে বিশেষত ফতোয়ার ক্ষেত্রে Islamqa & onislam, সেরা(অন্যান্ন দিকও আছে প্রচূর তবে ফতোয়ার জন্য এ দু’টি+ আধুনিক উত্তরের জন্য সার্চ করতে বলব- প্রশ্নও পাঠাতে পারেন ঐ দুটি সাইটে) এবং এখানে ব্যালেন্স উত্তর পাবেন(তবে আপনার সমস্যা যদি আপনার পরিবেশ, কালচার ও দেশ কেন্দ্রিক হয় তবে তাদেরসহ দেশের আলেমদের সাথে অবশ্যই আলোচনা করতে হবে)। আপনারা আপনাদের সমস্যার জন্য প্রশ্নও পাঠাতে পারেন। আর ইসলামের সাথে আধুনিক, আধ্যাত্বিক ও গভীর অর্থপূর্ণ রিসোর্সের জন্যও অনইসলাম+ভার্চুয়াল মস্ক অন্যান্নগুলোতেও পাবেন।

আপনার সমস্যা/খুজ ইংরেজীতে মূল শব্দ বা বাক্য লিখে+ কমা দিয়ে সাইটের নাম দিয়ে সার্স দিলেই পাবেন।

যেমন Husband working at Home with wife, mandatory?, islamqa বা onislam দিয়ে গুগুলে সার্চ দিন যেখানে অনেকগুলো সাজেশন পাবেন। এছাড়া মূল ওয়েবসাইটে সার্চ অপশনটি দিয়ে সার্চ করলেও একসাথে অনেকগুলো সাজেশন পাবেন যা থেকে আপনার সাথে সম্পর্কিত জিনিসটি আরো ভালো করে খুজে পাবেন।

ইসলামের অনেক বিষয় কেবল স্কলারদের থেকে না নেওয়ার ফলেই সমস্যা সৃষ্টি হচ্ছে। ফেইসবুকে অমুসলিমকে কুফফার বানিয়ে গালি দেওয়া, কমেন্টে নাসিহা না দিয়ে ভ্রুকুচি করা, সমালোচনার নামে কারো সম্পর্কে বিস্তারিত ও ভালোভাবে না জেনে ক্রিটিকাল ডিসকাশনের নামে গীবত, বুহতান ও মিথ্যাচার করা…ইত্যাদি নানাবিদ সমস্যা দেখতে পাই। বিশেষত ফেইসবুকের অনেক দাঈ নিজেদেরকে মুফতির পর্যায়ে নিয়ে গিয়েছে। ফলে অন্যরা দ্বিমত করলে সেখানে অহংকারের পসরা চলে আসে…ইসলামকে স্কলারদের থেকে না জানার ফলেই এই সমস্যাগুলো হয়।


এখানে আরেকটি সমস্যা হল স্কলারদের থেকে না জেনে নেওয়া এবং অনেক ক্ষেত্রে আমরা জানিই না কোন কোন সাইটে এগুলো আমরা পাবো!! আর একারণেই আমার এই সাইটগুলোর কালেকশন যাতে আপনি আমাদের মত অনলাইনের ফেইসবুক বা ব্লগ মুফতিদের ফতোয়া না নিয়ে স্কলারদের থেকে নেন যারা রাসূল (সা)এর উত্তরসূরী। তারা আলেম/স্কলার বলেই ইসলামের একাডেমিক জ্ঞান থাকায় ব্যালান্স উত্তর পাই আর আমাদের মত দুই একটা আর্টিকেল পড়ুয়া বা একটা বই পড়েই ফতোয়া দেওয়ার কারণে ইসলাম নিয়ে বিপত্ত্বি ঘটিয়ে আরো ঘোলাটে করে ফেলি ইসলামকে।

আসুন, স্কলারদের লেখা পড়ি, জানি, আমল করার চেষ্টা করি…আল্লাহ তাদের কাছেই জিজ্ঞেস করতে বলেছেন যাদের স্মরণে আছে ইসলামের অগাধ জ্ঞানের কথাসমূহ। এইসব স্কলারদের কাছ থেকে মধ্যমপন্থী উত্তর পাবো, যা আমাদের জীবনকে সুন্দরের পথে নিয়ে যাবে, আমাদেরকে পারস্পারিক বিবাদ থেকে স্কলারদের লেখাগুলো উপকারী হিসেবে আশ্রিত হওক।

বাংলাভাষায় ইসলামী স্কলারদের লেখা বা সাইট কম।আমি কিন্তু বাংলা ভাষায় ওয়েবসাইটগুলো না পড়ার পক্ষপাতী নই কারণ বাংলা ভাষাভাষীদের কথা চিন্তা করেই কিন্তু ইতিপূর্বে বাংলাভাষায় ভালো ইসলামী ওয়েবসাইটগুলোর লিংক দিয়েছি। আরেকটি বিষয় হল অনেকেই ইংরেজী ভাষা জানে না, সেক্ষেত্রে বাংলা ভাষার ওয়েবসাইট পড়েই অনেক কিছু জানতে পারে, যেমন ইতিহাস, অনুপ্রেরণা, হাদীস ইত্যাদি বাংলা এবং ইংরেজীতে পড়া কিন্তু একই…এক্ষেত্রে যেকোন ভাষায় ই যেতে পারেন তবে স্করালেভেলের, ফতোয়াসংক্রান্ত এবং আধুনিক সমস্যাসমূহের জন্য ইংরেজী সাইট সেরা বলব এবং রিসোর্সও পাবেন প্রচুর, এবং লেখাগুলো ব্যালান্স,যুক্তি ও কোরআন-সুন্নাহর আধুনিক ব্যাখ্যাসহ যুগোপযোগী পাবেন ইন শা আল্লাহ।

Source -

http://alsabanow.wordpress.com/

http://alsabanow.blogspot.com/

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320726
১৮ মে ২০১৫ সকাল ১০:২২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
320819
১৮ মে ২০১৫ বিকাল ০৫:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেক আগে আপনার লেখা পড়েছিলাম, খুব ভালো লিখেন, শুধু তাই নয়! প্রত্যেকটা লেখায় পাঠকের উপকার হয় এমন কিছু লেখা নিয়ে হাজির হ্ন, আবেগ নির্ভর লেখা আপনি খুব একটা লিখেন না যতদূর জানি।

বেশ কিছুদিন আপনার লেখা পড়তে পারি নি, আজ পড়লাম, পোস্ট টি খুব খুব উপকারী।

জাযাকাল্লহু খাইর।
320930
১৯ মে ২০১৫ রাত ০২:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ শেয়ার করার জন্য। উপকারী পোস্ট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File