নমরুদ, ফেরাউনের গল্পগুজব এবং চীনের উইঘুরে ইসলাম নিষিদ্ধ।
লিখেছেন লিখেছেন নীলাঞ্জনা ০২ জুন, ২০১৫, ০৪:৩১:০৯ রাত
উইঘুরের মুসলিমরা ঠিক এ ভাবেই পাছা উচু করে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাকে খুশি করতে চায়। কিন্তু না।
"আয় আল্লাহ আপনি এক ও অদ্বিতীয়। আপনার জাতে বিশ্বাসীদের আপনি সহায় হ্উন। আরাকানের মুসলিম, উইঘুরের মুসলিম, ভারতের মুসলিম, এমনি সারা পৃথিবীর নির্যাতিত মুসলিমদের আপনি হেফাজত করুন। আপনি হেফাজত করলে কে আছে তার ব্যত্যয় ঘটায়? আপনি ছাড়া কেউ নেই। আপনি ছাড়া কেউ নেই। আপনি ছাড়া কেউ নেই।" বলাবাহুল্য- এটি আল্লাবাজ এক মুমিনের আহাজারি।
শুধুমাত্র 'তার' এবাদত বন্দেগি করার জন্যই 'তিনি' নাকি মানুষ এবং জিন সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। (মুহাম্মদ রচিত) সূরা ফাতিহা পাঠ করলেই 'তার' অভিপ্রায় বুঝা যায়।
কিন্তু চীন, মায়ানমার এবং ভারত আল্লার সেই পরিকল্পনার অনেকটাই বানচাল করে দিয়েছেন। ভারত এবং মায়ানমারে সীমিত ভাবে চালু থাকলেও ২০০৯ সালে চীন সরকার সে দেশে আল্লা বিল্লা, এবাদত বন্দেগি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। যে কারনে উইঘুরের মুসলিমরা এখন পালিয়ে/টালিয়ে যে যার মত তুরস্কে আশ্রয় নিচ্ছে। এবং সেখানে তারা চান্দা/পাতি তুলে চীন সরকারের বিরুদ্ধে প্রচার প্রপাগেন্ডাও শুরু করেছে।
ভাবতে অবাক লাগে এত কিছুর পরও মুমিনের আল্লা চুপ মেরে আছেন। অথচ এই মুমিনরাই দাবি করেন- তাদের আল্লা নাকি কোন জনমে নমরুদ/ফেরা্উন'কে নাস্তানাবুদ করে বিশেষ বাহাদুরি দেখিয়েছেন। যদিও সামান্য আবু লাহাব কে ধ্বংস করতে না পেরে শুধু অভিশাপ আর গালাগালি দিয়েই আল্লা সটকে পরেন।
বিষয়: বিবিধ
১৯২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
TSC তে ঘুর, তোমার খোঁচাখুঁচিরর দরকার হচ্ছে কেন?
বাসায় গিয়ে শান্তিতে ঘুমাও অন্যকেও ঘুমাতে দাও।
গলা ফাটিয়ে চিল্লালেও তুমি নতুন সমর্তক বানাতে পারবে না।
একটি জিনিস পেতেই পারো সবার থেকে মুহু মুহু গালি।
আর তোমার আপাতত প্রাপ্যই অই গালি।
মন্তব্য করতে লগইন করুন