কুখ্যাত রাজাকার আলী আহসান মুজাহিদের ফঁসি চাই।

লিখেছেন লিখেছেন নীলাঞ্জনা ১৩ জুন, ২০১৫, ১০:৪০:৫০ রাত



কুখ্যাত রাজাকার, ফরিদপুরের কসাই আলী আহসান মুজাহিদের আপীলের চূড়ান্ত রায় আগামী ১৬ জুন।

মুজাহিদের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, দেশান্তরে বাধ্য করাসহ বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়। এরমধ্যে দৈনিক ইত্তেফাকের তৎকালীন নির্বাহী সম্পাদক সিরাজউদ্দিন হোসেনকে অপহরণের নির্দেশ দেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। রণজিত্ হত্যায় তার জড়িত থাকার বিষয়টিও প্রমাণিত হয়েছে।

এছাড়া ফরিদপুরের বাক চরে হিন্দুদের ওপর নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করা ও হত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে। বুদ্ধিজীবী সুরকার আলতাফ মাহমুদ, বদি, ও রুমিকে হত্যার বিষয়টিও প্রমাণিত হয়েছে।

প্রত্যাশা করছি এই মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ দন্ড বহাল রেখে বাংলাদেশ রাষ্ট্রকে শহীদ পরিবারের কাছে দায়মুক্তির সুযোগ দেবে মাননীয় আদালত। আপনিও আওয়াজ তুলুন এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ দন্ডের দাবীতে।

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325660
১৪ জুন ২০১৫ রাত ০১:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্কাইপ ব্যবহার করেন নাকি ? না করলে বিচারকের কাছ থাইকা একটি আইডি বানিয়ে নিয়ে আইসেন। বিচারক আর ট্রাইবোনাল নিজের রায় ও স্কাইপে হয়। ব্লগে লিখে আর সময় নষ্ট করে কি লাভ ?
১৪ জুন ২০১৫ রাত ০১:০৮
267806
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হাহাহা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
325682
১৪ জুন ২০১৫ রাত ০২:৫৬
রক্তলাল লিখেছেন : এগুলার মত বিস্টারাই এখন বিচারক হয়ে বসে আছে।

ফাসির রায় যেন নিজেই লিখতেছে।
হাসিনা যদি এরকম বিচার/ফাসিকে ছেলেখেলা বানায়, তাহলে জনগণও বসে থাকবে বলে মনে হয়না।

১৪ জুন ২০১৫ রাত ০৪:১৯
267837
নীলাঞ্জনা লিখেছেন : আলী আহসান মুজাহিদ একজন দ্বীনদার আল্লাহর বান্দা। আর অল্প কিছু দিনের মধ্যে এই দ্বীনি সৈনিক ফাঁসিতে লটকি খেয়ে ঝটপট করে মরবে। কিন্তু আল্লাহ কিছুই করতে পারবেন্না ।
তখন অক্ষম ক্রোধে মনের দুঃখে মুমিনরা বলবে- 'আল্লাহ এভাবেই খাস বান্দার ঈমান টেস্ট করেন।' ঠিক কিনা?
১৭ জুন ২০১৫ দুপুর ০২:০২
268723
বার্তা কেন্দ্র লিখেছেন : নীলাঞ্জনা না আবর্জনা? নীলাঞ্জনারা হচ্ছে ৭১এর পাকবহিনীর পাপের ফসল..তারা তো বলবেই..এইসব আর্বজনারা আঁধারেই থাকে, আলোতে আসার হিম্মত নেই। তসলিমাকে দেশে নিয়ে আসতে পারবি, দাবী জানা নাস্তিক মন্ত্রীদের কাছে?
325683
১৪ জুন ২০১৫ রাত ০২:৫৭
রক্তলাল লিখেছেন : নীলান্জনা, শহীদ শব্দ লিখতে লজ্জ করেনা? তুইনা ইসলাম, আল্লাহ বিল্লাহ দেখতে পারস না?

১৭ জুন ২০১৫ দুপুর ০২:০২
268724
বার্তা কেন্দ্র লিখেছেন : নীলাঞ্জনা না আবর্জনা? নীলাঞ্জনারা হচ্ছে ৭১এর পাকবহিনীর পাপের ফসল..তারা তো বলবেই..এইসব আর্বজনারা আঁধারেই থাকে, আলোতে আসার হিম্মত নেই। তসলিমাকে দেশে নিয়ে আসতে পারবি, দাবী জানা নাস্তিক মন্ত্রীদের কাছে?
325700
১৪ জুন ২০১৫ সকাল ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : এখনও পরকালে বিশ্বাস করার ও আল্লাহর প্রতি ইমান আনার সময় আছে৷ আজরাইল এসেগেলে পস্তানো ছাড়া পথ থাকবে না৷
১৭ জুন ২০১৫ দুপুর ০২:০২
268725
বার্তা কেন্দ্র লিখেছেন : নীলাঞ্জনা না আবর্জনা? নীলাঞ্জনারা হচ্ছে ৭১এর পাকবহিনীর পাপের ফসল..তারা তো বলবেই..এইসব আর্বজনারা আঁধারেই থাকে, আলোতে আসার হিম্মত নেই। তসলিমাকে দেশে নিয়ে আসতে পারবি, দাবী জানা নাস্তিক মন্ত্রীদের কাছে?
326143
১৬ জুন ২০১৫ দুপুর ০৩:০৪
কুয়েত থেকে লিখেছেন : মন্ত্রীর জন্য সরকারি গাড়ি ও নিরাপত্তা বাহিনী সব সময় প্রস্তুত থাকে। একদিন সকালবেলা জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তাঁর মন্ত্রনালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে সরকারি গাড়িতে মাত্র বসলেন, নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের গাড়িতে উঠতে যাবে, ঠিক ঐ সময় মন্ত্রী মুজাহিদ ভাইয়ের ছোট ছেলে উনারগাড়ির দিকে আসতে দেখে গাড়ির গ্লাস অপেন করলেন। বাবার কাছে এসে ছেলে বললেন, আব্বু আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আপনার গাড়িতো আমার স্কুলের সামনের রাস্তা দিয়েই যাবে, আমাকে একটু স্কুলের সামনে নামিয়ে দিবেন?
তখন মুজাহিদ ভাই বললেন, বাবা এটা তোমার আব্বু মুজাহিদের গাড়ি না, এটা মন্ত্রী মুজাহিদের গাড়ি। আজ তোমাকে গাড়িতে উঠালে কাল হাশরের ময়দানে রাষ্ট্রীয় গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি বলে আল্লাহর দরবারে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ছেলের হাতে দশ টাকার একটা নোট দিয়ে বললেন, বাবা এই টাকা দিয়ে তুমি লোকাল বাসে করে চলে যাও। উপস্থিত পুলিশ অফিসার ও অন্যরা মন্ত্রীর এই আচরনে কেউ নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেন নি।
এই দুইটা ঘটনা ২০০৫ সালের শেষের দিকে এক কর্মী সমাবেশে ইসলামি ছাত্রশিবিরের জেলা পর্যায়ের একজন দায়িত্বশীলের মুখ থেকে শুনেছিলাম।ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার ও হাছিনা সরকার দূরবীন দিয়েও বিগত জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও শিল্প মন্ত্রনালয়ের মন্ত্রী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১ টাকা পরিমান দুর্নীতি খুজে বের করতে পারেনি। জাতীর জন্য এরাই কি অপরাধী..?
326389
১৭ জুন ২০১৫ দুপুর ০২:০১
বার্তা কেন্দ্র লিখেছেন : নীলাঞ্জনা না আবর্জনা? নীলাঞ্জনারা হচ্ছে ৭১এর পাকবহিনীর পাপের ফসল..তারা তো বলবেই..এইসব আর্বজনারা আঁধারেই থাকে, আলোতে আসার হিম্মত নেই। তসলিমাকে দেশে নিয়ে আসতে পারবি, দাবী জানা নাস্তিক মন্ত্রীদের কাছে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File