কোরাণের পাখি এখন অসুস্থ্য- ইহুদী-নাসারা-পৌত্তলিক ডাক্তারের হাতের ছোঁয়া দরকার।
লিখেছেন লিখেছেন নীলাঞ্জনা ২৯ মে, ২০১৫, ০১:২২:১৩ রাত
বিঃদ্র- আমি আশা করি মারাত্মক অসুস্থ্য এই লোকটি যথাযত চিকিৎসা পেয়ে অবিলম্বে সুস্থ্য হয়ে উঠুক।
এবার আসল কথায় আসা যাক- কোরাণের পাখি এখন অসুস্থ্য, আল্লার ছোঁয়ায় কাজ হচ্ছে না। ইহুদী-নাসারা-পৌত্তলিক ডাক্তারের হাতের ছোঁয়া দরকার।
"হুজুরকে ইন্ডিয়া নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য। ইন্ডিয়ার ডাক্তার পরামার্শ্ব দিয়েছেন আমেরিকায় নিয়ে অপারেশনের জন্য কিন্তু তা ব্যায়বহুলও অনেক রিস্ক। বিস্তারিত এখানে।" Click this link
তিনি কোরআনের পাখি। আল্লার দ্বীন গড়ার কারিগর। তিনি একাধারে আলেম, ক্বারী, উস্তাদ, আলহাজ্ব, মাওলানা এবং সর্বপরি কোরাণে হাফেজ। তিনি কোন সাধারন মানুষ নন। আল কোরাণে আল্লা নিজেই এরশাদ করেছেন :
১। "তিনি সেই ব্যক্তিকে ভালবাসেন যিনি কোরাণ শিখেন এবং শিক্ষা দেন।"
২। "তিনি শুধু 'হও' বল্লেই সব হয়ে যায়।"
কথায় বলে- বিপদের বন্ধুই আসল বন্ধু। অথচ এত বড় কোরাণের পাখি ভিকারীর মত ইহুদী-নাসারা-পৌত্তলিক'দের দুয়ারে ঘুড়ঘুড় করছেন? আর অক্ষম আল্লা লজ্জায় মুখ গুজে আছেন। দুঃভাগ্য জনাব কোরাণের পাখি।
বিষয়: বিবিধ
১৯৮০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নীলান্জনা তুমিতো আল্লাহ ই বিশ্বাস করোনা , আমাদের বিষয় নিয়ে তোমার কেন এত মাথা ব্যাথা ?
তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো , আমাদের এখানে নাক গলাতে এসোনা ।
মন্তব্য করতে লগইন করুন