ভুমিকম্প পযা'লোচনা
লিখেছেন লিখেছেন এনামুল ০৮ মে, ২০১৫, ০২:০৫:৫১ দুপুর
সামান্য একটু ভূমিকম্প, তাতেই সকলে যার যার ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে গেলাম দরজা খোলা রেখেই। আলমারি তালা মারা কিনা, স্বর্ণের গহনাগুলি কোথায়, ক্যাশ টাকাগুলি কোথায়, জমির দলিলগুলি ঠিক আছে তো?? জরুরী কাগজপত্র, একাডেমিক সার্টিফিকেট এইসব কিছুর বিন্দু মাত্র মায়া না করে সকলেই নি:স অবস্থায় রাস্তায়!
রাস্তায় থাকলেও, হয়তো আমাদের আপনজন সাথেই ছিল, কিংবা ছিলো না। সামান্য এই ভূমিকম্পেই সম্পদের মায়া ছেড়ে আমরা রাস্তায় ছিলাম। এটা যখন আরো বাড়বে, তখন সম্পর্কের মায়াও ছেড়ে দেবো আমরা। যখন তার চাইতেও আরো বাড়বে তখন যেই মা দুধ খাওয়াচ্ছেন তিনিও তার বাচ্চাকে ছুড়ে ফেলে দেবেন, গর্ভের শিশুকেও বের করে দেবেন!!
ঠিক যেমনটা বলা হয়েছে কুরআন- হাদীসে
হযরত ইসরাফিল আ: সিংগায় ফুঁক দেয়ার পরে এমন এক ভংকর বিপর্যয় সৃষ্টি হবে যে, মানুষ ও জীবজন্তু ভীত সম্ভ্রস্ত হয়ে উম্মাদের মতো ছুটাছুটি করবে। গর্ভিনীর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। বাঘের পেটের নিচে ছাগল আশ্রয় নেবে কিন্তু বাঘের স্মরণ থাকবে না ছাগলকে ধরে খেতে হবে। অর্থাৎ এমন ধরনের ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে।
আমরা আমাদের ভুলগুলোর জন্য আরো বেশি অনুতপ্ত হই ও আল্লাহর আযাব থেকে পানাহ চাই....
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনও আমাদের সময় আছে সঠিক পথে আল্লাহর পছন্দের পথে ফিরে আসার ।
চুড়ান্ত আযাবগুলো যখন আসবে তখন ঈমান আনা কাজে নাও আসতে পারে যেমনটা ফিরআউনের হয়েছিল।
তবুও আমরা প্রস্তত নই।
একটি পরামর্শ ব্লগের প্রথম পাতায় আপনার ৩টি পোস্ট যা ব্লগের সুন্দর্য নষ্ট করতে বাধ্য!!!! ব্লগিং উপভোগ্য করতে মন্তব্যের প্রতি মনযোগী হলে ভালো হয়।
মন্তব্য করতে লগইন করুন