ইন্দিরা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয় করলে অবাক হওয়ার কিছু নাই।

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ০৮ মে, ২০১৫, ০২:৪১:৪৫ দুপুর

আজ ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন ভাবে যদি আওয়ামীলীগ সরকার ২০৪১ সাল পর্যন্ত থাকে তাহলে "ইন্দিরা গান্ধী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ" নামেও বিশ্ববিদ্যালয় করবে আওয়ামীলীগ সরকার। আর বলবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ইন্দিরা গান্ধীর স্মরণে এই বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এতে আমাদের অবাক হওয়ার মত কিছুই নাই কারন দলটা যে আওয়ামীলীগ এরা এমন কোন কাজ নাই যা করতে পরে না।

যেই ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় করার সময় বলেছে চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে চাষবাস করবে কে? আর আজ সেই ঠাকুরের নামে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে।

সিরাজগঞ্জের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছে তাদের নামে কেন করা হল না? সিরাজগঞ্জের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে যারা আছেন,

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীঃ- বিংশশতকী ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও ভাসানীর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীঃ- আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম দিকের মুসলমান সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন।

আবদূর রশীদ তর্কবাগীশঃ- ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আশির দশকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অবধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনঃ- বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা। তবে তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনি দ্বিতীয় যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন।

এছাড়াও আরও অনেক ব্যাক্তি আছে সিরাজগঞ্জের কিন্তু তাদের কেউ এই দেশের জন্য কিছুই করে নাই!!!!!

সবচেয়ে বড় কথা আওয়ামীলীগ সরকার নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠের নামে কি এই বিশ্ববিদ্যালয় করা যেতো না? নাকি তারা কেউ আওয়ামীলীগ না করার কারনে তাদের নামে বিশ্ববিদ্যালয় করা যাবে না? আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের নামে কি করা যেতো না? সিরাজগঞ্জেরও এক জন ভাষা সৈনিক আছে এম এ মতিন তার নামে কি করা যেতো না? মূল কথা হচ্ছে ভারতীয় দাদাদেরকে খুশি করার জন্য আজ আওয়ামীলীগ সরকার উঠে পড়ে লেগেছে। তাই আজ তারা দেশের কথা ভুলে গিয়ে অন্যকে খুশি করার জন্য এইসব করে যাচ্ছে। যদিও আওয়ামীলীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই এই দেশে এবং এই দেশের মানুষের কথা ভুলে বিদেশী প্রভুদের কথা মত কাজ করে যাচ্ছে।

বিষয়: বিবিধ

১৯১০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318842
০৮ মে ২০১৫ দুপুর ০২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছুদিন পর যদি ক্যাটরিনা কাইফ আর সানি লিওন এর নামেও হয় অবাক হওয়ার কিছু থাকবেনা!
০৮ মে ২০১৫ বিকাল ০৪:২৪
260046
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাইজান, তসলিমা নাসরিনের নামে যদি করে তাহলেও অবাক হওয়ার কিছুই নাই।
318844
০৮ মে ২০১৫ দুপুর ০২:৫৮
হতভাগা লিখেছেন : রবীন্দ্রনাথকে নিয়ে এতটা গদ গদ হওয়া উচিত হয় আমাদের কারণ উনার এটিচঊড খুবই খারাপ ছিল আমাদের প্রতি যখন বঙ্গভঙ্গের ফলে এতদ অন্চলে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছিল ।

যে দেশে গুনীর কদর হয় না সে দেশে গুনীর জন্ম হয় না । আর যে দেশ নিজ দেশের গুনীদের চেয়ে বাইরের মানুষদেরকেই বেশী কদর করে তারা কখনও আত্ম পরিচয় নিয়ে শক্তভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না ।
০৮ মে ২০১৫ বিকাল ০৪:২৬
260048
মাজহারুল ইসলাম লিখেছেন : যথার্থই বলেছেন ভাইজান।
318851
০৮ মে ২০১৫ দুপুর ০৩:২৯
লেন্দুপ দর্জি লিখেছেন : আমার বইন কইছে ব্রিটিশ দালালের নামে বিশ্ববিদ্যালয় করার পর

আমি ইন্ডিয়ান দালালের নামেও একখান বিশ্ববিদ্যালয় খুলবো।
০৮ মে ২০১৫ বিকাল ০৪:২৭
260049
মাজহারুল ইসলাম লিখেছেন : Crying
318879
০৮ মে ২০১৫ বিকাল ০৫:৫৫
এনামুল লিখেছেন : অসাধারন !
০৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
260077
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান
318884
০৮ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
শেখের পোলা লিখেছেন : শেষ নাম করণটার আগে এ গুলো না করলে মানুষ অভ্যস্থ হবে কেমন করে?
০৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
260076
মাজহারুল ইসলাম লিখেছেন : বুঝলাম না ভাই।
০৯ মে ২০১৫ রাত ০৪:১২
260126
শেখের পোলা লিখেছেন : শেরেবাংলা ও জিন্না সাহেবেরা পূর্ব বঙ্গকে ভারত থেকে আলাদা করে নাম দিয়ে ছিলেন পাকিস্থান৷ চেতনা ধারিদের কলকাতা যেতে ভিসা নিতে হয়েছিল এখনও হচ্ছে৷ এই নিয়মটা তখনই মুছে যাবে যখন আবার এ অঞ্চলকে পূর্ব বঙ্গের মতই ভারতের পদতলে ফেলতে পারবে৷ তারই এ সমস্ত পূর্বাভাষ৷
১১ মে ২০১৫ বিকাল ০৪:৫৪
260520
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাইজান।
319147
১০ মে ২০১৫ রাত ০৪:০৩
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরা অনেক বুঝি। কিন্তু হাসিনা খালেদা প্রশ্নে বড়ই অনড়। আমরা নিজের হয়ে আজীবন ্ওদের গোলাম হয়ে থাকতে চাই। এটা ওরা জানে বলেই আমরা বার বার লাথি খাই। এ লাথি কেন আমাদের হাতের কামাই। এজন্যই আমাদের ধর্ম বিশ্সাস সব কিছু উপেক্ষিত হবার পর ্ও আমরা গাই, আমার সোনার বাংলা....
১১ মে ২০১৫ বিকাল ০৪:৫৩
260519
মাজহারুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই আপনার সাথে সম্পূর্ণ আমি একমত তারপরেও একটু বলি যতদিন আমার সোনার বাংলা গাইবে এই জাতি ততদিন এই জাতির কোন উন্নতি হবে না। আর আমরা এখনো নিজেকেই ভালবাসতে শিখি নাই দেশকে কি ভালোবাসো। বিশ্বের অন্যান্য দেশের সাধারন মানুষের দেশপ্রেম দেখলে মাঝে মাঝে নিজেকে একজন মুসলিম বাঙ্গালী বলতে লজ্জা লাগে।
320275
১৬ মে ২০১৫ রাত ০১:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারন!ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File