তোমার হিসেবের চুড়ান্ত পরাজয়

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২১ আগস্ট, ২০১৫, ০২:৩৩:৫৭ রাত



ভেবেছিলে মচকে যাব অনায়াসে।

ভুল। আমি রকি মাউন্টেইন।

রুক্ষ ঘোড়সোয়ারী,বেদুইন যাযাবর আমি,

জীবনের মোডে মোড়ে দেখেছি কত কি,

বেদনার চাবুকে হয়েছি ক্ষত-বিক্ষত,

কখনোবা আকন্ঠ ডুবেছি আনন্দময়ীতে।

শব্দের নকঁশী কাথায় বুনেছি স্বপ্ন,

তারাদের নিয়ে বেধেঁছি ঘর,

আকাশের নীলে জমিয়েছি আড্ডা,

বর্ষার জলকেলিতে হয়েছি ক্লান্ত,

তবু ভুলিনি কথার শপথ-

তুমি চলে যাবার মুহুর্ত আগেও।

রোদনহীন তপ্ত সাহারা আমি,

চুমুকে পান করেছি তাবত্‌ সরোবর,

বোশেখের কালো মেঘ আর

বিদ্যুতের চোখ রাঙানী,

হারিয়েছে কাঁশবনের সফেদ ফুলে।

ভঙ্গুরতা আমায় জয় করেনি

যদিও তোমার প্রার্থনায় ছিল তা।

প্রাচুর্য্যের প্রাসাদে গুম করেছ আমার উচ্ছ্বলতা,

নিজে হয়েছ বাজিগর,

শব মিছিলের ক্ষণ গুনেছ,

শোকহীন কণ্ঠে বিলাপ তুলেছ,

আবার ক্লডিয়াসের হাত ধরেছ নিঃসঙ্কোচে।

কতোকাল নিহত হলো,

এখনো গোলাপে রক্ত ঝরে,

হাসনাহেনা সুবাস বিলায়,

সূর্যমূখী খুঁজে দিবাকর,

অথচ তুমি সে তেমোহনায় কিংকর্তব্যবিমূঢ,

ধ্রুতলয়ী খরগোশের সাথে পরাজয়ের সীমানায়।

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337257
২১ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৯
নাবিক লিখেছেন : দারুণ ভালো লাগলো
২১ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৮
278956
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ "নাবিক"।
337268
২১ আগস্ট ২০১৫ সকাল ১০:০১
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
278957
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : অনেক ধন্যবাদ।
337272
২১ আগস্ট ২০১৫ সকাল ১০:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
337278
২১ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : অনেক ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File