নেতার কাফনে নবজাতক /// সেলিম উদ্দিন ৮ই আগষ্ট। ২০১৫

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১০ আগস্ট, ২০১৫, ০২:৪৫:০৫ দুপুর



ওরা গিরগিটি, অবিরত বদলায় রঙ

সময়ে নিরব, অসময়ে করে ঢঙ।

ওরা অথর্ব, ওদের নেই দম

ওরা তস্কর, পকেটে ভরে গম।

নেতার মাজারে ফুল দেয় ওরা

নিজে সাজে নেতা, হয় বর্ণচোরা।

তলাহীন পকেট খালি নেই কভু

টাকায় জীবন,টাকাই ওদের প্রভু।

গুলি খায় কর্মী, ঝরে রক্ত

নেতা লুকিয়ে,জীবন তার পোক্ত।

কখনো নেতা যদিও যায় জেলে

ওয়ার্ডে নয়, থাকে ডিভিশন সেলে।

এমন নেতার মুখে মারো ঝাটা

এমন নেতাকে ফেলে নাও বৈঠা।

আমরাই সেবক,আমরাই হবো নেতা

যাক প্রাণ,সইবো সবার ব্যথা।

সরবে নাও শপথ, সকলে আজ মিলে

ভয় নেই দেশপ্রেমিকই যায় জেলে।

আসল নেতাকে নিয়ে চল সাথে

অমানিশা শেষ, মুক্তি মিলবে প্রভাত।

বিষয়: বিবিধ

৮২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334920
১০ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দারুণ! ভাল ও মন্দ নেতার পার্থক্য আপনার কবিত্ব শক্তি দিয়ে তুলে ধরার জন্য অভিবাদন জানাই..
১১ আগস্ট ২০১৫ রাত ১২:১৯
276999
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই।
334941
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
নাবিক লিখেছেন : ভালো লাগলো
১১ আগস্ট ২০১৫ রাত ১২:২০
277000
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ নাবিক।
335187
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৪
বার্তা কেন্দ্র লিখেছেন : ভালো লাগলো । ধন্যবাদ
১৩ আগস্ট ২০১৫ রাত ১২:০০
277430
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ বার্তা কেন্দ্র।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File