ভঙ্গুরতা এবঙ তুমি
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ৩১ জুলাই, ২০১৫, ০৩:৫৪:৩০ দুপুর
ভাঙনের সুর বাজে কন্ঠে তোমার
পতনের মিছিলে ফেলে তুমি নিঃশ্বাস,
ছায়াহীন কায়ার ওমে বাস তোমার
শ্বাপদের খোলসে লুকিয়েছ বিশ্বাস।
তোমার হাসিতে ভাসে কান্নার বীণ
প্রাচুয্যতার মাঝেও দেখ শূন্যতা,
তোমার রসিকতা ভেঙায় তোমায়
জানোনা তোমার অফুরন্ত দৈন্যতা।
তোমার উচ্চারণে অমৃত কই
নিঃশ্বাসে নির্গত সহ্যহীন বদবু,
নাসারন্ধহীন সঙ্গী তোমার সব
মেথরের গায়ে পায় সুগন্ধী খুশবু।
তোমার চলনে পিরনে ছন্দ কই
আজন্ম বাঁকা তোমার নাসিকা গ্রীবা,
পরনিন্দায় ব্যাকুল আসক্তি তোমার
নিজের মন্দে যায় আসে কিবা।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রিয় কবি বদবু মানে কি বুঝি নাই। এটা কোন শব্দ? ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন