ভঙ্গুরতা এবঙ তুমি

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ৩১ জুলাই, ২০১৫, ০৩:৫৪:৩০ দুপুর



ভাঙনের সুর বাজে কন্ঠে তোমার

পতনের মিছিলে ফেলে তুমি নিঃশ্বাস,

ছায়াহীন কায়ার ওমে বাস তোমার

শ্বাপদের খোলসে লুকিয়েছ বিশ্বাস।

তোমার হাসিতে ভাসে কান্নার বীণ

প্রাচুয্যতার মাঝেও দেখ শূন্যতা,

তোমার রসিকতা ভেঙায় তোমায়

জানোনা তোমার অফুরন্ত দৈন্যতা।

তোমার উচ্চারণে অমৃত কই

নিঃশ্বাসে নির্গত সহ্যহীন বদবু,

নাসারন্ধহীন সঙ্গী তোমার সব

মেথরের গায়ে পায় সুগন্ধী খুশবু।

তোমার চলনে পিরনে ছন্দ কই

আজন্ম বাঁকা তোমার নাসিকা গ্রীবা,

পরনিন্দায় ব্যাকুল আসক্তি তোমার

নিজের মন্দে যায় আসে কিবা।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332886
৩১ জুলাই ২০১৫ বিকাল ০৫:২৭
জবলুল হক লিখেছেন : ভালো লেগেছে।শেষের চরণ দুটি আরো চমতকার হয়েছে।
৩১ জুলাই ২০১৫ রাত ০৯:৩৭
275124
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ জবলুল হক ।
332892
৩১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ । Rose
৩১ জুলাই ২০১৫ রাত ০৯:৩৮
275125
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বাহার ভাই।
332951
০১ আগস্ট ২০১৫ রাত ০১:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নিঃশ্বাসে নির্গত সহ্যহীন বদবু
প্রিয় কবি বদবু মানে কি বুঝি নাই। এটা কোন শব্দ? ধন্যবাদ..
০২ আগস্ট ২০১৫ রাত ০১:২৫
275266
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : বদবু শব্দের অর্থ খারাপ গন্ধ।শব্দটা উর্দূ থেকে জন্ম নেয়া।
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:০০
275298
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ সেলিম ভাই..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File