সাহিত্যের সাথে পথ চলা-০৭
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ২৪ জুলাই, ২০১৫, ০২:৪৩:১৯ রাত
সাহিত্যের পথে সাহিত্যের সাথে এক অনন্ত পথ চলা,
পূর্ণতার ঘোষনা শোনায় না কেউ,
প্রাচ্য কিংবা পাশ্চাত্য,দলবাজ অথবা দলহীন
কার সাহিত্যে আছে সমাপ্তি?
তৃঞ্চার নিবারন করবে কে?
অতপর একদিন থেকে ভেসে আসে
সুমধুর সে সাহিত্যের ঘোষনা-
"এই সেই কিতাব যাতে লেশমাত্র সন্দেহ নেই"।
কী সুস্পষ্ট ঘোষনা, দীপ্ত উচ্চারন!
কাপড়ে আবৃত,রেয়ালের উপর শায়িত
এক পরিপূর্ণ সাহিত্য!
ঘরেই আছে সাহিত্যের আধার,
অথচ আমি মরি বিশ্বব্যাপী ঘুরে!
কী ছন্দ!
কী গাঁথুনী!
কী উপস্থাপনা!
কী সমাপ্তি!
নেই কোন দ্বিধা,নেই কোন কমতি,
সর্বকালের সেরা গ্রন্থ,সেরা প্রাপ্তি,
পরতে,পরতে আছে মুক্তি,
চুড়ান্ত লক্ষ্যের নির্দেশনা।
কি আরব কি অনারব,
কি প্রাচ্য,কি পাশ্চাত্য,
কি ধনতন্ত্র,কি গনতন্ত্র,কি সমাজবাদ
লুটিয়ে পড়ে অবলীলায়,
এ পরিপূর্ণতার কাছে,
এ শ্রেষ্টত্বের কাছে,
এ অনাদিকালের জীবন্ত সাহিত্যের কাছে।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এমন নেয়ামত ঘরে ঘরে আমরা কি না অন্ধ?
---ধন্যবাদ প্রফেসর সাহেব.. অনেক ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন