দোসরা শ্রাবণ
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১৯ জুলাই, ২০১৫, ১২:২৫:৩৯ রাত
সাত সকালে চোখ নিঙড়িয়ে তোমাকে দেখে
আমার তো রাজ্যের বিরক্তি,
এত করে চাইলাম এসো না,এসো না,
তবু নির্লজ্জের মতো চলে এলে।
পকেটে পুরে বসে আছো আস্ত সূর্যটা।
ভাবলাম নাস্তাটা সেরে চলে যাবে।
ওমা, তুমি দেখছি কুঁড়ের বাদশা,
যাচ্ছি,যাব করে তালবাহানা।
কখনো দেখছি লূকোচুরি খেলছো
মেঘের সাথে, কখনো অভিমানী কান্না,
কখনো আবার ধুমসীর মতো দাপাচ্ছো অবিরাম।
ভাবলাম লাঞ্চ সেরে বুঝি বিদায় নেবে,
একি, লাঞ্চের পরও তুমি?
ও আচ্ছা, বিকেলের নাস্তা সেরে তবে?
কি বেহায়া তুমি!
ডিনারের জন্য গেঁড়ে বসে আছো।
দেরি হচ্ছে বলে সেকি কান্না!
পথ-ঘাট,নদী-নালা ভাসিয়ে দিলে
ক্ষ্যাপাটের মতো,
ঝামটা মেরে বললে এ আমার ভরা যৌবন
এখন কেন যাব?
আমি হিসেবের খাতা খুলে দেখলাম
তাইতো, আজ যে দোসরা শ্রাবণ!
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরাও বলি কোরাসের করে অসাধারণ!!
ধন্যবাদ সেলিম ভাই..
মন্তব্য করতে লগইন করুন