সাহিত্যের সাথে পথ চল-০২
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৬ জুলাই, ২০১৫, ০২:২৩:৩৭ রাত
নজরুল কি শুধু মৃত্যু ক্ষুধার কবি?
তেডে এসে বাগডা দিলে স্বভাবসুলভ কায়দায়।
এবং "বিদ্রোহী" কবিতা নিয়ে বসলাম।
সঞ্চিতা,বিষের বাঁশির সুরে আত্মহারা আমি,
ভজন, গজল আর প্রেমের গানে মগ্ন।
হঠাত একদিন "নির্ঝরের স্বপ্নভংগ" নিয়ে এলে,
কান পেতে শুনি যেন মহাসমুদ্রের গান,
সবকিছু ভেংগে হয় চুরমার।
সাত সাগরের মাঝি আমায় ডাক দিয়ে যায়,
হাজার বছর ধরে আমি খুঁজতে থাকি আরেক ফাল্গুন,
সোনালী কাবিনের হাত ধরে আমার পূর্ব বাংলায় এসে শুনি
স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝর কবিতা অবিনাশী গান।
আমি আন্দোলিত হই।
কিন্তু এতেও তোমার ভয়।
তবু আমি পড়ে ফেলি যে জলে আগুন জ্বলে,
কিংবা এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার।
তোমার শান্তি মিলেনা।
অজানার হাতছানি তোমাকে করে উতলা,
আবার তুমি পথে নামো,
আবার পথ চলা,
আবার প্রশান্তি খোঁজা শব্দের মাঝে,ছন্দে কিংবা উপমায়।
নাকি গন্তব্যে পৌঁছার সোপান সন্ধান!
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা ভাল হয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন