সাহিত্যের সাথে পথ চলা
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৫ জুলাই, ২০১৫, ০১:১০:৫৭ রাত
একদিন শীতের আকাশ ফেটে বৃষ্টি নামার মতো
দেখা হলো জীবনানন্দের সাথে,
"বনলতা সেন"টা ধরিয়ে দিয়ে তিনি পগারপার।
আমিতো মুগ্ধ; ভাবলাম হাজার বছর পথ চলব,
মুখোমুখি হব বনলতা সেনের,দীঘল কালো চুল।
তুমি বললে " পড়োনা ঐ কবিতা"।
কোলে বসিয়ে দিলে শ্রীকান্তকে।
আবার আমি মুগ্ধ হলাম।
চাঁদনি রাতে চুপিসারে পথে নামালো শ্রীকান্ত,
ভবঘুরে হব।
আরেকবার তুমি চন্ডালিনী হলে,
ভয় পেলে এবুঝি দেবুর সাথে সাক্ষাত হয়।
রাজলক্ষীকে তোমার ভারী হিংসে।
বেচারী!
রাগ করে আমি পথের পাঁচালি ধরলাম,
কিন্তু সর্বজয়ার ছায়া স্বপ্নে পথহারা আমি
অপরাজিতায় ডুবলাম।
প্রকৃতিই বুঝি মুক্তি দেবে আমায়।
তুমি বললে ওসব ছাড়,
পাগল পাগল ভাব।
ধ্যত্যেরি ছাই।
কখন যে মৃত্যু ক্ষুধায় টেনে নিল আমায়-
মালোপাড়া, খ্রীষ্টান মিশনারি,ধর্মান্তর,
রাক্ষুসের মতো খিদে,
আবার তুমি !
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন