দম্ভ।।সেলিম উদ্দিন
লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১৩ এপ্রিল, ২০১৫, ১২:৪১:৩৯ রাত
একালের ফেরাউন আমি
এ যুগের আমি নমরুদ,
আমাকে দেখাবে ভয়
করে হরতাল-অবরোধ?
আমি নমরুদ, আমি ফেরাউন
আমার রচিত এ যুগের,
দানবরূপ অসুর আমি
ত্রাণকর্তা আমি শোষকের।
আমার আমিতে হও বিলীন
নাহলে নাই নিস্তার,
বন্দুক,বুলেট জেল দিয়ে আমি
করবো শাসন বিস্তার।
রক্তে আমি পিপাসা মিটাবো
করে দেব সব ধবংস,
রাখবোনা আর কোন চিহ্ন
নিপাত করবো সব বংশ।
বিষয়: বিবিধ
৮৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন