ভয়হীন জীবন

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১২ এপ্রিল, ২০১৫, ১২:০৮:৫৮ রাত

শহীদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হবার পর আমার এক স্নেহভাজন ছাত্র fb-তে আমাকে লিখল " স্যার, ফাঁসি তো কার্যকর হয়ে গেল।" আমি জানি সে হতাশ হয়ে আমাকে এ মেসেজটা লিখছে। আমি তাকে বললাম," আল্লাহ এর উপর বিশ্বাস রাখ।তিনি সব কিছু দেখছেন।"

এর কিছুক্ষণ পর আমার মনে হল,আমি কি ভয় পেয়েছি? নিজের কাছ থেকে উত্তর আসলো," হয়তো"। আমি অবাক হলাম। শহীদ কামারুজ্জামান ভয় পাননি।কারণ আল্লাহ তাঁকে কবুল করেছেন এবং তিনি তা জেনে গেছেন।

তিনি আমদের ভয়কে দূর করে গেছেন। এখন লক্ষ কামারুজ্জামান আল্লার পথে জীবন দেবার জন্য তৈরী।

প্রতি ফোটা রক্ত থেকে জন্ম নেবে এক একজন কামারুজ্জামান। কয়জন কামারুজ্জামানকে ফাঁসি দেবে? তোমরা ক্লান্ত হয়ে যাবে কিন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা ক্লান্ত হবেনা। তোমাদের ফাঁসির রজ্জু ছিঁড়ে যাবে। কামারুজ্জমানরা থামবেনা।

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328095
০১ জুলাই ২০১৫ রাত ০২:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মৃত্যুহীন প্রাণ,শহীদ কামরুজ্জামান-ধন্যবাদ আপনাকে। লিখতে থাকুন অব্যাহতভাবে। সাথে আছি।
328233
০১ জুলাই ২০১৫ রাত ১১:২৭
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাসুম ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File