পরাজিত কুশীলব।।সেলিম উদ্দিন

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১০ এপ্রিল, ২০১৫, ১২:৫৫:০৮ দুপুর

ত্রাসের শীতল দন্ড

যদি যায় ছুঁয়ে,

বিলীন করে শান্তি

জীবনকে করে পন্ড,

প্রতিবাদী মানুষ

পড়বেনা তবু নুয়ে,

ধ্বংসেই মিলবে প্রশান্তি

এ ধারণা ভ্রান্তি।

ক্ষণিকের ক্ষীণ জোর

দানব রুপ অসু্‌র,

পেরেক টুকে কফিনের

নিজেই নিজের,

লাশ আর মিছিলের ভীড়ে

জনতা পৌঁছবেই নীড়ে।

মিথ্যে শান্তির বাহক

অভিনয়ের খোলস খসে,

একদিন পড়বে ধসে

হবে জ়োচ্ছুর প্রতারক।

বিষয়: বিবিধ

৮৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File