বিপ্লবী।।সেলিম উদ্দিন

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ০৯ এপ্রিল, ২০১৫, ১২:৩৯:০৩ রাত

প্রতিবাদের ভাষায় আপত্তি তোমার

পাছে বলে লোকে বিপ্লবী,

নির্জীব পান্ডুর জীবন আমার

রুক্ষ উষর মরুর ছবি।

রোমান্ঠিকতায় আকন্ঠ অবগাহন

ভরা পূর্ণিমায় তারা গোনা,

ভাবের ফুসরত সোনার হরিণ

কন্টকাকীর্ণ জীবনের আল্‌পনা।

সোনালী বিকেলে আনমনে চলা

দিগন্তে বিস্তৃত নীলাচল,

ডুবন্ত আলোর করুণ আর্তনাদ

আচমকা থামে সব কোলাহল।

রাজপথ আজ উত্তপ্ত উনুন

ফুলেল শয্যা দিবাস্বপ্ন,

রক্ত ঝড়ে ক্ষত বিবেক

দস্যিরা আজ বিবেকশূণ্য।

জমাট বাঁধা নিকষ কালো

কাঁপেনা তবু অন্তর,

বিপ্লবী আমি অস্থি-মজ্জায়

বিপ্লবের গান গাই নিরন্তর।

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313852
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৬
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগল, পিলাচ
328098
০১ জুলাই ২০১৫ রাত ০২:০৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ। অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File