এরকম একটা মেয়ে যদি আমাদের থাকত…………! ▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣
লিখেছেন লিখেছেন অগ্নিবীণা ০৪ এপ্রিল, ২০১৫, ১০:২৮:৩৮ রাত
টুডে ব্লগে এটা আমার প্রথম লেখা।
হযরত ওমর রা. তাঁর
খেলাফতকালে
লোকজনেরখোঁজখবর
নেওয়ার জন্য রাতের
বেলা মদীনা মুনাওয়ারায় টহল দিতেন।
এক রাতে তাহাজ্জুদের পর টহল দিচ্ছিলেন। হঠাৎ
লক্ষ করলেন, একটি ঘর থেকে কথাবার্তার
শব্দ শোনা যাচ্ছে। সাধারণ অবস্থায় কারো
ব্যক্তিগত কথা আড়ি পেতে শোনা জায়েয
নয়।
কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য
প্রয়োজনের ক্ষেত্রে অনুমতি আছে। তো
কথাবার্তার ধরন শুনে তাঁর কৌতূহল হল। তিনি
ঘরের দেয়াল ঘেঁষে দাঁড়ালেন এবং
শুনতে
পেলেন-
এক বৃদ্ধা তার মেয়েকে বলছে, “বেটি! আজ
তো উটের দুধ কম হয়েছে। এত অল্প দুধ বিক্রি
করে দিন গুজরান করা কষ্ট হবে। তাই দুধের
সাথে একটু পানি মিশিয়ে দাও।”
মেয়ে উত্তরে বলল, “মা! আমীরুল মুমিনীন
তো
দুধের সাথে পানি মেশাতে নিষেধ
করেছেন?”
বৃদ্ধা বললেন, “আমীরুল মুমিনীন কি
আমাদের দেখছেন? তিনি হয়তো নিজ ঘরে
ঘুমিয়ে আছেন। তুমি নিশ্চিন্তে পানি
মেশাতে পার।”
এবার মেয়ে বলল, “মা, আমীরুল মুমিনীন
এখানে নেই এবং তার কোনো লোকও নেই।
কিন্তু আল্লাহ তাআলা তো আছেন! তিনি তো
দেখছেন! তাঁর কাছে আমরা কী জবাব
দেব?”
ওমর রা. দেয়ালের ওপাশ থেকে সব কথা
শুনতে পাচ্ছিলেন। এতটুকু শুনেই তিনি চলে
এলেন এবং পরদিন লোক পাঠিয়ে সে ঘরের
খোঁজখবর নিলেন। তারপর বৃদ্ধার কাছে
পয়গাম পাঠালেন যে, “আপনি সম্মত হলে
আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে
দিতে চাই।”
এভাবে তাকওয়ার বদৌলতে মেয়েটি আমীরুল
মুমিনীনের পুত্রবধু হওয়ার সৌভাগ্য অর্জন
করল। এই বরকতময় ঘরের তৃতীয় পুরুষে
জন্মগ্রহণ
করলেন খলীফা ওমর বিন আবদুল আযীয রাহ.,
যাকে পঞ্চম খলীফায়ে রাশেদ বলা হয়।
তো মানুষের অন্তরে সর্বক্ষণ এই ধ্যান
জাগরুক থাকা যে, ‘আল্লাহ তাআলা আমাকে
দেখছেন’-এর নামই তাকওয়া।
পারলে আমাদের ফেসবুক ফ্যান পেজে ঘুরে আসুন
https://m.facebook.com/profile.php?id=319581058247122&refid=52&__tn__=C
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন