সোনার ছেলেদের কৃতিত্ব.........

লিখেছেন লিখেছেন অগ্নিবীণা ১৬ এপ্রিল, ২০১৫, ০৮:৩৪:২৮ সকাল

"কিছুদিন পূর্বে কুমিল্লায় ছাত্রলীগের দু'গ্রুপের

গোলা গুলিতে একজন নিহত হয়!"

.

"গতকাল ঢাবির টিএসসি তে বাংলা নববর্ষ উপলক্ষে

সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েক জন মেয়েকে

শ্লীলতাহানির ঘটনা ঘটায় ছাত্রলীগ।"

.

"আজকে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে রংপুর

মেডিকেল কলেজ অনির্দিষ্ট কালের জন্য

বন্ধ ঘোষণা"

.

উপরে উল্লেখিত কাজ গুলো যদি সোনার ছেলেরা

করে,তবে তা কোনো নাশকতা কিংবা সন্ত্রাসি

কর্মকাণ্ড হয়না!

সন্ত্রাসী কর্মকাণ্ড হয় শুধু,

.

☞৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে।

☞রাস্তা ঘাটে কাউকে সালাম দিলে!

☞ভার্সিটির হল রুমে পাঠ্যবইয়ের সাথে ধর্মীয়

গ্রন্থ,কোরআন হাদীস রাখলে!

☞রাতের গভীরে মেয়েদের রুমে না পেয়ে মসজিদে

পাওয়া গেলে!

অবিশ্বাস্য হলেও সত্য যে, বাংলাদেশ নামের এই

মহাকারারের এটাই এখন বাস্তব চিত্র!!!

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File