১৮ কোটি বিবেকের বিরুদ্ধে ওদের এই নগ্ন থাবা!!!

লিখেছেন লিখেছেন অগ্নিবীণা ১৬ এপ্রিল, ২০১৫, ১২:০৮:২৪ দুপুর

ঢাবির কথিত মুক্তচর্চার প্রান কেন্দ্র টিএসসিতে নববর্ষের দিনে ২ পা বৈশিষ্ট্য কিছু মানুষ রুপি জানোয়ার ২৫-২৬ বছরের মেয়ে থেকে শুরু করে ১০ বছরের মেয়েদের উপর বাংলার ইতিহাসের সর্বনিকৃষ্টতম যেই হিংস্র ছোবল মেরেছে, তা মোটেও সহ্য করার বিষয় নয়!

তাদের হিংস্র থাবায় ঐ দিন যে আপুটি নিমজ্জিত হয়েছে, উনি হয়তো আমার আর আপনার কেউ না।

কিন্তু ঐ বর্বর পশু গুলোকে যদি সরকার বিচারের আওতায় না আনে,আরেক দিন হয়তো ওদের হিংস্রতায় যে মেয়েটি আক্রান্ত হবে,সে হয়তো আমার আর আপনার কোনো নিকটবর্তী কেউ!

ওদের এই হিংস্রতা শুধু ঐ মেয়েটির দিকে নয়!

ওদের এই হিংস্রতা সমস্ত বাঙ্গালী জাতির বিরুদ্ধে!

ওদের এই হিংস্রতা সকল ধর্ম-বর্ণ মানুষের বিরুদ্ধে!!

ওদের এই হিংস্রতা রাষ্ট্রীয় আইনশৃঙ্খলার বিরুদ্ধে!!!

ওদের এই হিংস্রতা ১৮ কোটি বিবেকের বিরুদ্ধে!!!!

আসুন, আমরা সকলে এক হয়ে ওদের তান্ডব আর বর্বর নীলনগ্নতা রুখে দেই!!!

[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/ogni75_1429164291_1-1429093712.JPG]

বিষয়: বিবিধ

১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File