ইসরে গরিবের পোলা ! বাপটা কত কষ্ট করে পড়ার খরচ জোগাড় করে আর ছেলেটা এত খারাপ হলো কি করে ? কোন কিছু বুঝে আসে না

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ এপ্রিল, ২০১৫, ১০:২৩:১২ রাত

বাপদাদারা কেউ শিক্ষিত না বলে কি তার পরবর্তি বংশধরা শিক্ষা অর্জন করতে পারবে না ? করিম বক্স মনে মনে ভাবে একমাত্র সন্তান আব্দুল্লাহকে বড় শিক্ষিত করবে । কত বড় শিক্ষিত সে জানে না , এতটুকু জানে পাশের বাড়ীর আলী কদমের ছেলে বড় শিক্ষিত হয়ে ঢাকায় চাকুরী করে । কয়েক মাস পরপর যখন সে বাড়ী আসে তখন ছোটভাই বোনের জন্য মা বাবার জন্য কত্তকিছু যে আনে আবার পাড়ার পোলাপাইন তাকে দেখতে গেলে তাদের সবাইর হাতে চকলেট দেয়। আপশপাশ লোকজনে অনেক তারিফ করে যাহা শুনতে করিম বক্স্ এর খুব ভাল লাগে।

আব্দুল্লাহ প্রাইমারীর গন্ডি পেরিয়ে হাই স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে অমুল পরিবর্তন হতে লাগলো তার আচার আচরন ,চলাফিরা কথাবার্তা এমন কি ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে । তার এই পরিবর্তনে মা বাবা যে কত্ত খুশি হয়েছে তার থেকে পাড়া প্রতিবেশিরা আরো বেশী খুশি হয়েছে। কারন মা বাবা বিছমিল্লাহ বলাটাও ভাল করে জানে না তার সন্তান যদি এমন হয় তবে কে না খুশি হয়।

মাঝে মাঝে আব্দুল্লাহ শুক্রবারে নামাজের পরে কোরান হাদিছ নিয়ে দুচার জনের সাথে কথা বার্তা বলে। এলাকার লোকজনের কাছে আব্দুল্লাহ ভাল ছেলে হিসেবে পরিচিতি লাভ করেছে।

ফালতু আড্ডা দেয়না , বিড়ি সিগারেট খায়না কোন মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না এমন ছেলের তারিফ কে না করবে?

কিন্তুু ভাগ্যের পরিহাস! রাত্রে আব্দুল্লাহকে পুলিশ গ্রেফতার করেছে এখন সে থানায় আছে। কিন্তু বাবা করিম বক্স বা মা এর কোন কিছুই জানে না তাদের সন্তান যে থানায় আছে।

সকালে টিভির খবরে প্রচার হচ্ছে অমুক গ্রামের অমুকের ছেলে আব্দুল্লাহকে জিহাদি বই সহ পুলিশ গ্রেফতার করেছে এবং তার সাথিদেরেকে গেফতারের চেষ্টা চলছে ।

এক লোক দোকানে এই খবর দেখে দৌড়ে আব্দুল্লার বাপকে এই খবর দিল তোমার ছেলে জংগি গুষ্টির সাথে সম্পর্ক বিধায় তাকে পুলিশ গ্রেফতার করেছে।

আব্দুল্লাহ তার পরিবার সহ থানায় গিয়ে হাউ মাউ করতে লাগলো আর বলছে পুলিশ স্যার আর ছেলে কোন জংগি নয় সে নির্দোষ তাকে ছেড়ে দেন আপনাদের পায়ে পড়ি। আমার ছেলে নিরপরাধ।

কিন্তু পুলিশ কি মাল পানি ছাড়া এমনি এমনি ছেড়ে দিবে ? একবার পুলিশের কব্জায় গেছে মানে তাকে কিছু না কিছু দিতেই হবে কিন্তু করিম বক্স বেচারা কি দিবে ? নুন আনতে যার পান্তা ফুরায় দিন এনে দিন খায় তাকে কিছু দিতে বলা নেহায়েত বেকুপি ছাড়া আর কিছু না।

কালকে দ্বিতীয় পর্ব পড়বেন ইনশাআল্লাহ..................

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312951
০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের হাজার আব্দুল্লাহ জালিমের হাতে জুলুমের শিকার হচ্ছে ,,আল্লাহ মজলুমের সহায়ক।
অপেক্ষায় রইলাম আগামী পর্বের
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:২৫
253930
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশকে , আমাদের ভবিষ্যত প্রজন্মকে জালিমদের হাত থেকে রক্ষা করুক সবাই মিলে মহান রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করি
312952
০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৫২
আবু জান্নাত লিখেছেন : বাংলার পুলিশ মানেই ঘুষখোর, কবে যে সোনারদেশখানা রূপাতে পরিণত হবে? আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় পর্বের অপেক্ষায়.........
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:২৮
253931
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেশকে জালিমের শোষন মুক্ত করতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরী ।
যেমন কেউ কলমের দ্বারা , ধনের দ্বারা আবার কেউ বা স্বশরীরে
Good Luck
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:২৮
253932
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেশকে জালিমের শোষন মুক্ত করতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরী ।
যেমন কেউ কলমের দ্বারা , ধনের দ্বারা আবার কেউ বা স্বশরীরে
Good Luck
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৩০
253933
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেশকে জালিমের শোষন মুক্ত করতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরী ।
যেমন কেউ কলমের দ্বারা , ধনের দ্বারা আবার কেউ বা স্বশরীরে
Good Luck
312955
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : পুলিশের জন্য এমন উর্বর সময় আর কখনো আসে নি!

পরের পর্বের অপেক্ষায় রইলাম।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৩২
253936
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই জান
পুলিশকে যারা সুযোগ দিয়েছেন তাদেরকে তাদের জন্য আশির্বাদ রহিল যেন এই পুলিশরাই পরবর্তিতে তেমন কর্মটাই উপহার দিতে পারেন।
312961
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের হাজার আব্দুল্লাহ জালিমের হাতে জুলুমের শিকার হচ্ছে ,,আল্লাহ মজলুমের সহায়ক।
অপেক্ষায় রইলাম আগামী পর্বের
সহমত প্রকাশ করছি।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৩২
253937
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ সবাইকে হেফাযত করুক
আমিন
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১১
254045
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশআল্রাহ Good Luck Good Luck
312971
০৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৩১
আফরা লিখেছেন : জালিমের জুলুম আর কতকাল ! ! !
313005
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:০১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত হয়তো এই জালিম সরকারকে ক্ষমতাচ্চুত করা যাবে না
তবে ঈমান রাখতে হবে জালিমের পরাজয় অবধারিত
313033
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশের সঠিক এই অবস্থাই চলছে।
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৭
254053
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই জান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File